ইচ্ছে ঘুড়ি

ইচ্ছা (জুলাই ২০১৩)

ইকবাল মাহফুজ
  • ১০
  • ৭৩
সিথানে জড়ানো বিবর্ণ প্রেম; নির্বাক বিচরণ
স্মৃতির কাঁথায় স্বপ্নেরা করে আমরণ অনশন
দিন-মাস কাটে অযুত লগন ভাঙাতে আসেনা কেহ
গ্লানীর দ্বারে লুটিয়ে পড়ে আধমরা সব দেহ।

হাজার শ্রাবণ কেঁদে কেঁদে যায় বাকহীন দুরাশায়
ইচ্ছের আকাশ ফিকে হয়ে যায় মিথ্যের ধোঁয়াশায়
হৃদয়ের গাঙে বুঁদ বুঁদ করে বিবেকের গন্ধ!
দিনে দিনে আজ মানবতা যেন হয়ে যায় অন্ধ।

নিশ্চুপে কাঁদে তারকার ঝাঁক নিভু নিভু ওই চাঁদ
ইচ্ছের বাঁকে হিংস্র শকুন পেতেছে মরণ ফাঁদ
বুকের জমিন খুড়ে খুড়ে ওরা করে যায় নীল চাঁষ
ইচ্ছেরা তবু নিতে চায় আজো বাঁচিবার নিঃশ্বাস।

করুণ আঘাতে কেঁপে কেঁপে যায় বুকের খানিক বামে
অনেক আশা বেঁচে দিয়েছি অতীব অল্প দামে
স্বপ্ন-আশার ক্যানভাসে আজ জমেছে অনেক ধুলি
ধীরে ধীরে তবু সিমানা ছাড়ায় রঙিন ইচ্ছে গুলি।

তবু জ্বেলে যাই আশার পিদিম বিবর্ণ সন্ধায়
ইচ্ছের ঝুলি খুলে রাখি রোজ প্রভাতের দরোজায়
রঙচটা সব ইচ্ছে ঘুড়ি খুঁজে ফেরে তবু নীড়
মনের আকাশ জুড়ে যেন আজ শত ইচ্ছের ভীড়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজিয়া জাহান অসাধারন.........।
অর্বাচীন সাথী shabder gathuni abong chander gathuni chamatker !!!!!!!!
জাকিয়া জেসমিন যূথী আপনার লেখার বেশ ঝরঝরে। লেখনী যে বেশ মজবুত তা আপনার প্রথম লেখা দিয়েই প্রমাণ করে দিয়েছেন। প্রথম অংশগ্রহণ হিসেবে শুভেচ্ছা রইলো।
মিলন বনিক অপূর্ব ছন্দময় কবিতা....খুব সুন্দর আর ভালো লাগা.....অসাম....
আলমগীর মুহাম্মদ সিরাজ সে রকম সে রকম সে রকম হয়েছে। দারুন উপভোগ করলাম!
তানি হক তবু জ্বেলে যাই আশার পিদিম বিবর্ণ সন্ধায় ইচ্ছের ঝুলি খুলে রাখি রোজ প্রভাতের দরোজায় রঙচটা সব ইচ্ছে ঘুড়ি খুঁজে ফেরে তবু নীড় মনের আকাশ জুড়ে যেন আজ শত ইচ্ছের ভীড়। - অসাধারণ আপনার ছন্দের হাত ....মুগ্ধ হলাম.... ধন্যবাদ রইলো
Tumpa Broken Angel ভালো লাগল।
পাঁচ হাজার সুন্দর ছন্দের কবিতা, বেশ ভালো লাগল।
রোদের ছায়া আপনার কবিতা অনেক ভাল লাগলো । এই আসরকে কবিতার ছন্দে মাতিয়ে রাখুন এই শুভকামনা জানাই । সবার লেখা পড়বেন আর মতামত জানাবেন তাহলে আপনার কবিতায় পাথক বাড়বে ......
এফ, আই , জুয়েল # সুন্দর ভাবনার বেশ ভালো একটি কবিতা ।।

০৩ জুন - ২০১৩ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪