নববর্ষ

বিশ্বকাপ ক্রিকেট / নববর্ষ (এপ্রিল ২০১১)

ZeRo
  • ৪৬
  • 0
  • ১১৮
নব রং এ নব ঢং এ
নব নব সুরে ;
সময় ছেড়ে - দুরে বহুদূরে
পথে পথে পথ ফেলে
ফিরে ফিরে ; আসো বারে বারে
নব নব মনে ;
শত শত বর্ষ
হে নববর্ষ .
নব আলোয় নব ভেলায়
নব পথিকের নব দরজায় ,
নব ছন্দে নব আনন্দে
নব নব বার্তায় .
নব হাতে নব প্রভাতে
নব নব অঙ্গীকারে ,
ফিরে ফিরে ; আসো বারে বারে
নব নব দর্শনে
শত শত বর্ষ
হে নববর্ষ .

অসংখ্য পথ ছুঁয়ে ; বয়ে বয়ে
নির্ভয়ে নির্জনে - একাকী আনমনে .
রীতিনীতি কিংবা গীতি
কতশত প্রীতি - ফেলে আসা স্মৃতি
যেন পাণ্ডুলিপি
নিঃস্বার্থ দিয়াছ সপি .
নব নব আলিঙ্গনে
শত শত বর্ষ
হে নববর্ষ .

জীবনানন্দের ছন্দে ছন্দে
আহা কি আনন্দে !
নব সুর টানে - বাসন্তী রং এ
রেশমি চুরির ঝংকারে
নব আয়োজনে .
বিদ্রোহী নজরুলে বিদ্রোহী রণে
নব জাগা নব আশা
নব জয়গানে .
নব নব পথচলায়
শত শত বর্ষ
হে নববর্ষ .

নব নীড়ে নব নব ভিড়ে
কত কবি ; কত শত ছবি
হৃদয়ে গাঁথি ; সুখের সারথি
আজ লিখে যান ,
নির্মলেন্দু কিংবা শামসুর রহমান .
কলমের কালির ফোটায় ফোটায়
নব নব ; গল্প কবিতা গান .
নব আসরে নব অলংকারে
ফিরে ফিরে ; আসো বারে বারে
নব নব আনন্দে
শত শত বর্ষ
হে নববর্ষ .

নব ফুলে দোলে দোলে
প্রাণ খুলে সব ভুলে
ফিরে ফিরে ; আসো বারে বারে
রমনার বটমূলে ,
ছায়ানটের দলে ; খোকাখুকির গালে।
লাল সবুজে ঘাসে ঘাসে
নব মুকুলের গন্ধে ,
আসো ভেসে হেসে হেসে
শুনিতে অভিবাদন - শুভ নববর্ষ।

অগণিত জীবনের - গ্লানি সব ফেলে
নব আলোর প্রথম প্রহরে
নব ডানা মেলে
বারে বারে ; আসো ফিরে ফিরে
নব বারতা নিয়ে
শত শত বর্ষ
হে নববর্ষ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শাহ্‌নাজ আক্তার অদ্ভুত সুন্দর কবিতা টি , ভোট দিয়েছি ....
এস, এম, ফজলুল হাসান অনেক ভালো লেখেছেন , ধন্যবাদ আপনাকে
সৌরভ শুভ (কৌশিক ) নব রং এ নব ঢং এ নব নব সুরে ;ভালোবেসে ZeRo র কবিতায় গেলাম ঘুরে /
সূর্য তোমার ঘরটায় (কবিতায়) আবার ঘুড়ে গেলাম।
মামুন ম. আজিজ ভালো মত সুর করলে সুন্দর একটা গান হয়ে উঠবে।
ছায়া মানবী শুক্লা অনেক অনেক ভালো লেগেছে .................:)
মোঃ শামছুল আরেফিন এই নিয়ে দুইবার পড়লাম।ভাল লাগ্ল।আশা করি সময় ফেলে আরও কয়েকবার পড়ব।আপ্নার লিখার ঘঠন শৈলি অনেক ভাল।চালিয়ে জান।অনেক অনেক শুভ কামনা থাকল।
সূর্য পড়তে গিয়েই ঠিক করেছিলাম এ ধরনের কবিতা যদি ছোট করে লিখে থাকে একটা কঠিন (ধ-ক) দিব। শেষ পর্যন্ত খুশি হলাম আশা মিটে যাওয়ায়। (আর নির্মলেন্দু, শামসুর রহমানের কথা পাস্ট টেন্সে লিখতে পারতে। ) ভালো লিখেছ --০--
সুমননাহার (সুমি ) বাহ দারুন লিখেছেন তো আপনি?হয়ত আপনাদের মত এতটা ভালো লিখতে পারিনা.তবুও আমন্ত্রণ রইলো আমার কবিতা ২ টি পরার.

০২ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪