প্রেমের ভাস্কর্য গড়ার অভিলাষে...

ইচ্ছা (জুলাই ২০১৩)

Tumpa Broken Angel
  • ২৭
কিষাণীর মনের কঠিন মৃত্তিকায় ভালোবাসার চাষাবাদ করতো এক কিষাণ!
ফুলে ফলে কিষাণীর কিশোরী অধরের হালকা জমিন নুয়ে পড়েছিল
অমরাবতী প্রেমের উষ্ণ ভালোবাসার উত্তাপে!
তাই কিষাণের বাঁশরী বাঁশির আন্দলহরীতে মগ্ন হয়ে
ঘরে ছেড়ে হন্য হয়েছিল সেই চঞ্চলা হরিণী
নগ্ন অন্ধকারের মগ্ন ভালোবাসায় লুটিয়ে পড়তে উদ্ভান্তের মত
সমাজের রক্ত চক্ষুকে হেলায় দূরে ঠেলে
জগত সংসার ভুলে কপোলেতে এঁকেছিল ভালোবাসার লালটিপ।
অবশেষে বেলা পরে এলে জোয়ান কিষাণ দুর্গম পর্বত চাষাবাদের অভিলাষে
কিষাণীকে ছেড়ে অন্য কোন বলগা হরিণীর বশ্যতায় যায় ছুটে!
আর কিষাণী পড়ে রয় সর্বস্বান্ত প্রতীক্ষার যাঁতাকলে
অনুযোগের অনুতাপে একটু একটু করে ক্ষয়িষ্ণু হয়ে মৃত্তিকায় মিশে যেতে!

শ্রাবণের জলে ধুয়ে যায় কিষাণীর লালটিপ, তবু কিষাণ ফিরে আসে না!
আন্তরীক্ষে গোধূলির পথ ধরে উড়ে আসে অতিথি বিহঙ্গরা অবশেষে!
শুধু কিষাণ ফিরে না!ফিরে আসে রাতের অতন্দ্রপ্রহরীর টিমটিম জ্বলা জোনাকি,
জোছনার পরে আসে গ্রহণ লাগা চাঁদের অবসাদ!
কিষাণীর ডাগর চোখের কোমল চামড়ায় দুশ্চিন্তার মোটা কালিও ফিরে আসে
তবু কিষাণ ফিরে না!
ফিরে আসে কিষাণীর দুঃস্বপ্নের পথ ধরে অঙ্কুরিত বীজে নতুন শিশু!
কি জানি এক মরণ ব্যাধিও ফিরে আসে কিষাণীর শীর্ণ তনুতে,শুধু এক কিষাণ ছাড়া!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিবর্ণ প্রতিমূর্তি অনেক ভাল লাগলো ! শেয়ার করলাম !
একজন মীর শ্রাবণের জলে ধুয়ে যায় কিষাণীর লালটিপ, তবু কিষাণ ফিরে আসে না! আন্তরীক্ষে গোধূলির পথ ধরে উড়ে আসে অতিথি বিহঙ্গরা অবশেষে ............ অসাধারন !
অসংখ্য ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা। এবারের সংখ্যায় আমার লেখা পড়ার অনুরোধ রইল।
সূর্য ভালবাসা-বিরহ আর অভিলাষ সব একাকার এক কবিতায়। কিষাণীর ভালবাসা পরিণত বিরহে, কিষাণের অভিলাষ দূর্গম গিরি পর্বত চাষাবাদের। বিপরীত মূখীস্রোত মিললে যে ঘর্ণাবর্তের সৃষ্টি হয় কবিতায় তাই পেলাম। দারুন লাগলো।
অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ...কি জানি এক মরণ ব্যাধিও ফিরে আসে কিষাণীর শীর্ণ তনুতে,শুধু এক কিষাণ ছাড়া -। দারুণ সুন্দর একটা কবিতা। ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।
অনেক ধন্যবাদ। ভালো থাকুন
আবু ওয়াফা মোঃ মুফতি চমত্কার!
শুভেচ্ছা রইল। ভালো থাকুন
শিউলী আক্তার রিয়েল কবিতা । দুর্দান্ত !
শুভেচ্ছা আপু। ভালো থাকুন।
তাপসকিরণ রায় বিরহ প্রেমের কবিতা--কিষান আর ফিরল না।শব্দ চয়ন ভাব ভাবনা বেশ সুন্দর।
অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
জায়েদ রশীদ অসাধারণ টুম্পা আপু, আপনার সুক্ষ হাতের অসামান্য সৃষ্টি। আপনার শব্দ চয়নের দুঃসাহস দেখে মুগ্ধ হলাম। অন্তরের একুল-অকুল ভরে গেল আপনার আবেগি চরণে। অনেক অনেক ধন্যবাদ এমন একটি লেখা উপহার দেবার জন্য।
অনেক উৎসাহিত হলাম আপনার মন্তব্যে। এই উৎসাহ সামনে থেকে এই ব্লগে পথচলায় পাথেয় হবে। শুভেচ্ছা জানবেন।
মোহসিনা বেগম কবির শব্দ চয়ন খুবই চমৎকার । ভাব আর বিন্যাসও দারুণ ।
অনেক ধন্যবাদ আপু। ভালো থাকুন।

১৬ মে - ২০১৩ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪