এরই নাম শুন্যতা

শুন্যতা (অক্টোবর ২০১৩)

জায়েদ রশীদ
  • ১২
  • ৪৯
এ কেমন অনুভুতির খেলা
অজস্র কালো মেঘের ভিড়ে উঁকি দেয় প্রখর সূর্যটা?
শীত এসে যায়
তবু যায় না শিষ্টাচারের আদলে সবুজের মুখোশটা,
বজ্রধ্বনির কড়া শাসন
অথচ জুবুথুবু গাঢ় মেঘের বিনা অশ্রুপাত,
কী অপরিসীম ভুবনমোহিনী সৌন্দর্য সমৃদ্ধির অকূল পাথার
আবার তারই আছে স্বার্থান্বেষী সর্বগ্রাসী চরিত্র সম্ভার,
হিংস্র পশুর রণহুংকার
কিন্তু সম্মুখে ঠায় প্রহরগোনা অসহায় শিকার,

প্রশ্ন করি কোন সে অহংকার
যার বলে কেড়ে নেয় পূর্ণতার স্মারক?
ধিক সেই নীচ মনুষ্য মন
যার জীবনপুঁজি লৌকিকতার মোড়ক,
বিষাদময় জীবনকে ক্ষণিকের আড়ালে রেখে
হাস্যজ্বল করে তোলা ঐ ঠোঁটজোড়া,
এ নয় কোন পূর্ণতা
বরং পূর্ণতার আহ্বানে মনের অতৃপ্ত অপূর্ণ বাসনা,
এরই নাম শুন্যতা;
আর পূর্ণতা, সে যে কেবলই মায়াবী মরীচিকা...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক এ নয় কোন পূর্ণতা বরং পূর্ণতার আহ্বানে মনের অতৃপ্ত অপূর্ণ বাসনা, এরই নাম শুন্যতা; - সুন্দর কথামালা....
ইসহাক খান ধিক সেই নীচ মনুষ্য মন যার জীবনপুঁজি লৌকিকতার মোড়ক, ------------ কবিতায় অনেক ভালোলাগা রইলো।
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর । শুন্যতা আর পূর্ণতার কথা দারুন ভাবে ফুটে উঠেছে এই কবিতায় ।।
জসীম উদ্দীন মুহম্মদ প্রশ্ন করি কোন সে অহংকার যার বলে কেড়ে নেয় পূর্ণতার স্মারক? ধিক সেই নীচ মনুষ্য মন যার জীবনপুঁজি লৌকিকতার মোড়ক, - --------- খুবই জীবন ঘনিষ্ঠ সমসাময়িক কবিতা উপহার দেয়ার জন্য কবিকে অশেষ ধন্যবাদ ও শুভ কামনা ।
সূর্য কপটের উপর একটা শ্লেষ মাখা বয়ান। এদের কাছে পূর্ণতা যা তাই সুখ। অন্তত মুখোশ তো সে স্বীকার করছে না। আসলে বিবেক থাকলেই সাথে অনিবার্য দু:খ বয়ে বেড়াতে হয়। ভালো লাগলো
তাত্ত্বিক বিশ্লেষণে উজ্জীবিত হলাম, অনেক ধন্যবাদ রইল।
মোহসিনা বেগম বরং পূর্ণতার আহ্বানে মনের অতৃপ্ত অপূর্ণ বাসনা, এরই নাম শুন্যতা; আর পূর্ণতা, সে যে কেবলই মায়াবী মরীচিকা... --------- কবিতার ভাব খুব চমৎকার । সেই তিন লাইন অসাধারন । খুব ভাল লেগেছে । শুভ কামনা কবিকে ।
খুশি হলাম, অনেক অনেক ধন্যবাদ।
তানি হক এ নয় কোন পূর্ণতা বরং পূর্ণতার আহ্বানে মনের অতৃপ্ত অপূর্ণ বাসনা, এরই নাম শুন্যতা; আর পূর্ণতা, সে যে কেবলই মায়াবী মরীচিকা... - অপূর্ব মাদকতায় ভরানো কবিতা ... অনেক অনেক ভালোলাগা রইলো জায়েদ ভাই ...। শুভেচ্ছা ও দন্নবাদ জানবেন
এ নিতান্তই এক সামান্য প্রয়াস, আর মাদকতা... সে স্বাদ তো নিয়েছি আপনার পাতায়! অনেক অনেক খুশি হলাম আপনাকে পেয়ে।
ওসমান সজীব জীবনের এক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন খুব সুন্দর কবিতা
সেই গুরুত্বপূর্ণ বিষয়টি উপলব্ধি করেছেন... সেজন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি এরই নাম শুন্যতা; আর পূর্ণতা, সে যে কেবলই মায়াবী মরীচিকা... - // খুব ভাল লাগলো .....অনেক ধন্যবাদরশীদ ভাই...............
কবিতা পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ...বিষাদময় জীবনকে ক্ষণিকের আড়ালে রেখে...এ নয় কোন পূর্ণতা। চমতকার লিখেছেন। ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।
অনেক ধন্যবাদ হুসাইন ভাই, ভাল লেগেছে যেন খুশি হলাম।

০৭ মে - ২০১৩ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪