নিঃস্তব্ধ সময়

ভোর (মে ২০১৩)

ইন্দ্রাণী সেনগুপ্ত
  • ১৮
  • ১৪
গভীর থেকে গভীর হয়ে আসা নিঃস্তব্ধতা
নীরব রাতের অন্ধকারে যেন আরো বেশি চেনা মনে হয়
নিঃস্তব্ধ প্রকৃতির ছোঁয়ায় স্তব্ধ হয়ে যায় সময়
সময়ের স্তব্ধতা ছুঁয়ে যায় মনকে, আর,
মন ছুটে চলে
শত সহস্র আলোকবর্ষ দূরে দাঁড়িয়ে থাকা
স্তব্ধ সময়ের কাছে,
জীবনে ধ্রুব হয়ে যাওয়া কিছু মুহূর্তের মাঝে,
ক্ষণস্থায়ী এই স্তব্ধতা আবিষ্ট করে দেয় মনকে, আর,
আবেশী মন আঁকড়ে ধরে রাখতে চায় ফেলে আসা সময়কে,
কিন্তু পারে না।
সময়ের গতিশীলতায় হারিয়ে যায় সেই স্তব্ধতা
কারো জন্য থেমে থাকার সময় যে নেই তার,
আর তার সাথেই হারিয়ে যায়
গভীরতর থেকে গভীর হয়ে আসা প্রকৃতির নিঃস্তব্ধতা
নীরব রাতে অন্ধকার মুছে গিয়ে
ঊষার প্রথম আলোকস্পর্শে জেগে ওঠে পৃথিবী,
শুরু হয় এক নতুন দিনের,
আর শুরু হয় অপেক্ষা,
গভীর থেকে গভীরতর হয়ে আসা নিঃস্তব্ধ রাতে
হয়তো সেই ফেলে আসা স্তব্ধতাটুকুর জন্যই
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদের ছায়া আপনার কবিতা আগেই পড়েছি সম্ভবত আদরের নৌকা তে । চমৎকার লিখনি । খুব সুন্দর কবিতা । ''স্তব্ধতা আর নিস্তব্ধতার মধ্যে সময়কে ঘিরে এক উপভোগ্য কবিতা'' ...জ্যোতি ভাইয়ের মন্তব্যের সাথে পুরোপুরি একমত ।
মামুন ম. আজিজ উষালোকের এক সুন্দর ব্যাখানুভূতি। বেশ লিখেছ দিদি।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি খুব ভাল লাগলো .......স্তব্ধতা আর নিস্তব্ধতার মধ্যে সময়কে ঘিরে এক উপভোগ্য কবিতা ......অনেক ধন্যবাদ ইন্দ্রানী আপনাকে.............
রনীল স্তব্ধতা শব্দটি বারবার এসেছে। সময়ের মত পিচ্ছিল আর কিইবা হতে পারে!
সূর্য জীবনে ধ্রুব হয়ে যাওয়া মুহূর্তগুলোতে বার বারই ছুটে যায় মন। স্মৃতিই তো সেই স্তব্ধ হয়ে যাওয়া সময়। বেশ ভালো লাগলো কবিতা।
এশরার লতিফ ভালো লাগলো কবিতাটি।
তানি হক অসাধারণ একটি কবিতা ... অনেক অনেক ভালো লাগা রইলো .. আগামীতে আপনার আরো আরো কবিতা চাই ...ধন্যবাদ
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন গতি আর ছন্দের কবিতাটা ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।
মেঘলা আকাশ শুরু হয় এক নতুন দিনের, আর শুরু হয় অপেক্ষা, গভীর থেকে গভীরতর হয়ে আসা নিঃস্তব্ধ রাতে হয়তো সেই ফেলে আসা স্তব্ধতাটুকুর জন্যই দারুন কবিতা

২৩ এপ্রিল - ২০১৩ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪