পোড়া চোখ খোঁজে তারে হারানো শৈশবে পোড়া রোদে, পোড়া মাঠে, ঘাসের শিশিরে। সেই চেনা প্রিয় মুখ আনত নয়নে ধরবার সাধ হয় স্মৃতির চরণে। সেই হাসি সেই চলা গোপনে গহীনে মরমের মূল ধরে বেঁধেছে পরাণে। তবু তারে পাই কই? পরিচিত নীড়ে হারিয়ে গিয়েছে সে যে মানুষের ভিড়ে।।
হেরেছে জীবন, তবে হারানোর আগে চেনা কোনো গানে, চেনা শৈশবের পানে। ছুঁয়ে যাব বারবার যদি ব্যাথা লাগে ছুঁয়ে শুধু একবার মন থেকে মনে। রয়ে যাবে শুধু সাধ গোপনে ব্যাকুলে কেটে যাবে কত রাত কালের অতলে।।
তবু যদি মন কাঁদে বিদায়ের ক্ষণে রেখে যাব পোড়া চোখ, নন্দন কাননে। জানবি না শুধু তুই স্মৃতির শহরে হারিয়ে গিয়েছি আমি মানুষের ভিড়ে।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক
তবু যদি মন কাঁদে বিদায়ের ক্ষণে
রেখে যাব পোড়া চোখ, নন্দন কাননে।
জানবি না শুধু তুই স্মৃতির শহরে
হারিয়ে গিয়েছি আমি মানুষের ভিড়ে।। - চমৎকার একটি কবিতা পড়লাম ... আপনাকে ধন্যবাদ কবি
মোঃ সাইফুল্লাহ
খুবই সুন্দর। আমার মা গলব্লাডারে ক্যান্সারে আক্রান্ত। আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করবেন ও আমার মায়ের শাররিক অসুস্থতার বিষটি মানবিক দিক দিয়ে বিচার করে যে যতটুকু পারেন আর্থিক সাহায্য করবেন । সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ সায়ফুল্লাহ ,সঞ্চয়ী হিসাব নং -১০১৭৪০৪, সোনালী ব্যাংক,মাগুরা শাখা মাগুরা। যোগাযোগের ঠিকানা :০১৯১১-৬৬০৫২২।
ইব্রাহীম রাসেল
সেই হাসি সেই চলা গোপনে গহীনে
মরমের মূল ধরে বেঁধেছে পরাণে।
তবু তারে পাই কই? পরিচিত নীড়ে
হারিয়ে গিয়েছে সে যে মানুষের ভিড়ে।।
অসাধারণ এই চরণগুলো। শুভ কামনা থাকল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।