আঁধার কারাগার

অন্ধকার (জুন ২০১৩)

মোঃ ইয়াসির ইরফান
  • ১৭
জালিমের জুলুমের প্রতিবাদ জানিয়ে কারার ঐ লৌহ শৃংখল খাঁচায়

অন্ধকূপে বন্দী হয়ে অষ্টপ্রহর যায়, আপোষহীনতার কঠোর সাধনায় ।

সত্যের সৈনিক সদা নির্ভীক মিথ্যুক দাম্ভিক শাসকের সম্মুখে

সত্যের পথিক হয়ে মিথ্যাকে দলে, আজ স্বেচ্ছাচারীর পীড়ন কক্ষে ।

শত নিপীড়ন নির্যাতনে সত্যের মরন হয়নি কোনদিন কভু

জুলুম সনে আপোষহীনে যদি শাহাদাত বরনে, তবু সত্য জ্বলজ্বলে মিথ্যা নিভু নিভু ।

সত্যের শির সদা উন্নত পথিকের মেরুদন্ড অবিরাম খাড়া

আঁধার কারার বদ্ধ লৌহ খাচায়ও একচুল নড় হবে না তার ধারা ।

জুলুম শোষনের মাত্রা বর্ধনে নিপীড়িত পথিকের নেই কোন ভয়

সত্যের জ্যেতি আঁধারে আচ্ছাদিত হয়নি কখনো নেই তার পরাজয় ।

অজেয় সত্য অসত্যের কবর রচনায় হবে না তো কভু বিফল

সফল হবেই সত্য সুন্দরের পথিকেরা লাঞ্ছিত হবে শোষক অত্যাচারী দল ।

অনৈতিকতায় আকন্ঠ নিমজ্জিত সমাজে নৈতিকতার এহেন অবক্ষয়ে

অক্ষয় চরিত্রের স্বাক্ষর বহনকারীরা আজ অন্ধকার বদ্ধ কারালয়ে ।

নির্মম নিপীড়নে কঠিন অত্যাচারে আপন সত্তা তবু সত্য বিশ্বাসে অটল

ন্যায় নৈতিকতা নত হয়নি কভু অন্যায় সম্মুখে সমুন্নত অবিরল ।

জালিমের লেঠেল শেকল লৌহশৃংখল দুমড়ে মুচড়ে একদিন

মিথ্যার কুহেলিকা কেটে অনাচার মুছে সত্যের ঝান্ডা হবে উড্ডীন ।

ফ্যাসিবাদী স্বৈরচারীর নিপীড়ন কারাগারে মাজলুমের আর্তনাদ কম্পন তোলে

নিকষ কালো আঁধার কক্ষে সুদৃঢ় অনমনীয় সুউচ্চ চেতনায় সত্য জ্বলজ্বলে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
অদিতি ভট্টাচার্য্য সত্যের সৈনিক সদা নির্ভীক খাঁটি কথা বলেছেন। কবিতাও খুবই ভালো হয়েছে।
জায়েদ রশীদ খুব ভাল লাগল। অনেক অনেক সুন্দর। সত্যের সৈনিকের প্রতি রইল প্রেরণা, আপনার প্রতিও।
সূর্য "ফ্যাসিবাদী স্বৈরচারীর নিপীড়ন কারাগারে মাজলুমের আর্তনাদ কম্পন তোলে নিকষ কালো আঁধার কক্ষে সুদৃঢ় অনমনীয় সুউচ্চ চেতনায় সত্য জ্বলজ্বলে" এইটুকুই একটা পুরো কবিতা। সুন্দর হয়েছে নিরব বিপ্লবী কাব্য
তানি হক খুব সুন্দর উপদেশ মূলক কবিতা ... ছন্দের মিল গুলো ও ভালো লেগেছে ... আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা এই কবিতাটির জন্য
তাপসকিরণ রায় কবিতা বেশ ভাল লেগেছে,ভাই ! তবে শব্দের চয়নে গুরু গম্ভীরতা যেন একটু বেশী ছিল।
মন্তব্য টি মাথায় রাখব, ভবিষ্যতে ।
মিলন বনিক সুন্দর চেতনা জাগানিয়া কবিতা...খুব ভালো লাগলো....শুভ কামনা...
এফ, আই , জুয়েল # আবেগের বিপ্লবী প্রবাহ অনেক সুন্দর ভাবে বয়ে চলে গেছে । ধন্যবাদ ।।
এশরার লতিফ ভালো লাগলো আশা জাগানিয়া বিপ্লবী কবিতা।
সৈয়দ আহমেদ হাবিব ভাল লেগেছে, ভবিষ্যতে আরো ভাল ভার লিখা পাব তার আভা এই কবিতা দিয়ে গেল
ইনশাআল্লাহ, চেষ্টার ত্রুটি করবো না ।
রাজিব হাসান কবির বয়স অনুপাতে কবিতায় শব্দ যোগ ভালো হয়েছে।
ধন্যবাদ, উৎসাহ প্রদানের জন্য ।

১৫ এপ্রিল - ২০১৩ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪