এই যে সিঁড়িটা দেখছো,
থেমে আছে অন্তহীন কাল ধরে।
এখানে বসে কোন এক অলস বিকেলে
বলেছিলে, চলো কাটাই একটা জীবন
একই ছাদের তলে।
তারপর, তারপর কেটে গেছে কত সময়,
কতটা অলস বিকেল,
তা জানে দেয়ালের ঐ অলস ঘড়িটা।
তুমি আজ অন্য কোন সিঁড়িতে বসে,
অন্য কারো ছাদের তলে
কাটাও তোমার অলস বিকেল।
আর আমি?
মেঘ কুড়োই, বৃষ্টি নামাবো বলে
ভাসিয়ে নিবে যত মিথ্যে তোমার!
পায়চারী করি শুদ্ধতম প্রেমের খোঁজে
এই সিঁড়িতেই।