এই যে সিঁড়িটা দেখছো,
থেমে আছে অন্তহীন কাল ধরে।
এখানে বসে কোন এক অলস বিকেলে
বলেছিলে, চলো কাটাই একটা জীবন
একই ছাদের তলে।
তারপর, তারপর কেটে গেছে কত সময়,
কতটা অলস বিকেল,
তা জানে দেয়ালের ঐ অলস ঘড়িটা।
তুমি আজ অন্য কোন সিঁড়িতে বসে,
অন্য কারো ছাদের তলে
কাটাও তোমার অলস বিকেল।
আর আমি?
মেঘ কুড়োই, বৃষ্টি নামাবো বলে
ভাসিয়ে নিবে যত মিথ্যে তোমার!
পায়চারী করি শুদ্ধতম প্রেমের খোঁজে
এই সিঁড়িতেই।
“ডিসেম্বর ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ ডিসেম্বর, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী