ক্লান্ত শরিরের সাথে বসে পরলাম ডাইরিটা নিয়ে কি জানি কি খেয়াল হল মনে আকিবুকি লিখলাম একাকিত্তের সনে আমি নিস্তব্দ সুধু কম্পন আমার দেহের আর কলমের আক্ষেপে আমি আজ লিখতে বসেছি এই মধ্য রাতে তোমায় বলি কিছু সংক্ষেপে পুবের হাওয়াটা আজ জেন বেশিই বইছে আমার ঘরে সাথে সাথে উরে গেল কিছু অবুঝ পাতা নিবিরে কিছুটা ভাবনা আর কিছটা কল্পনাকে ঘিরে তুমি আছো ,আছো সুধু মনের প্রাচীর জুড়ে আমি লিখতে বসেছি সুধু আই মদ্ধ্য রাতে একটি প্রতীক্ষায় যতটা যতন করেছিলে আমায় দেব তার প্রতিদান আখীতে বিলায় আমি লিখতে বসেছি সুধু এই মদ্ধ্য রাতে তোমার তরে কতটা বেসেছিলে ভাল আমি জেনেছি আজ এত ত্যাগের পরে কান্না বুকে যখন তুমি মুখে জুরাইতে হাশি মনে পরে সেই দিন গুলো খুব আর পায় অট্টহাসি মনেতে খুব বেথা ছিলো তোমার তাও বুঝতে পারেনি এ মন জমাট অভিমান নিয়ে বেচে ছিলে তুমি বোঝেনি তা কোন জন আমি লিখতে বসেছি মদ্ধরাতে সুধু একটি আশায় ভোরের আলোয় যে সুরু তার শেষ জাতে হয় কালো আধারের সিখায় আজও তেমনি ভোর হয়ে যাচ্ছে আর বারছে আমার হৃদয় এর স্পন্দন আর দেব না কিছু তোমায় নাই আর কিছু দেওয়ার মতন
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য
ভালো লাগলো।(কবিতায় কিছু বানান বিভ্রাট হয়েছে মদ্ধ, সুধু, সিখায়...)
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।