আমার স্বাধীনতা

স্বাধীনতা (মার্চ ২০১৩)

মো. জাহিদ
  • ২২
  • 0
আমি কিশোর আমি নবীন,
আমি শ্যামল আমি স্বাধীন,
আমি সবল নইতো দুর্বল
তবে কেন হবো আমি পরাধীন?

আমি এসেছি স্বাধীন হয়ে,
মুক্ত আকাশে ঘুড়ি ওরাতে,
তবে কেন পালাতে হলো
ঘুড়ি আর নাটাই ছেরে?

আমিতো স্বাধীন দেশের স্বাধীন ছেলে,
তবে কেন পারিনা যেতে মেঘের ডাকে,
কেন এখনো ভয় পেতে হয়
কেন পারিনা পথের ডাকে সারা দিতে?

এই কী আমার স্বাধীনতা?
আমিতো জন্মেছি স্বাধীন হতে,
আমিতো এসেছি খোলা মাঠে শ্বাস নিতে,
তবে কেন, বাতাসে এখনো গোলা বারুদের গন্ধ ভাসে?

আমিতো যুদ্ধ দেখিনি,
আমি যুদ্ধ দেখতে চাইনি্,
আমিতো চেয়েছিলাম স্বাধীনতা
তবে কেন এখনো আমি বন্দী?

যুদ্ধ কী শেষ হয়েছে,
আমি কী সত্যি স্বাধীন?
নাকী মিথ্যা ডাকে পথে বের করে
করে দিবে মরে পরাধীন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিহির কান্তি সুন্দর কবিতা, ভালো লাগলো।
মোঃ সাইফুল্লাহ নাকী মিথ্যা ডাকে পথে বের করে করে দিবে মরে পরাধীন ..................... সুন্দর কবিতা, ভালো লাগলো।
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) অসাধারণ হয়েছে এই লাইণ গুলো ((আমিতো যুদ্ধ দেখিনি, আমি যুদ্ধ দেখতে চাইনি্, আমিতো চেয়েছিলাম স্বাধীনতা তবে কেন এখনো আমি বন্দী?))
মোঃ কবির হোসেন কবিতা মোটামুটি ভাল লেগেছে. ধন্যবাদ.
সূর্য কিছু ব্যাপার আপেক্ষিক, যেমন জন্মের পর কোন মানব শিশু একা নিজেই বাঁচতে পারে না। তার কারো না কারো সাহয্য লাগেই। তো যার সাহায্যে বেচে থাকা তার প্রতি কিছুটা দায়বদ্ধতা নিতেই হবে। স্বাধীনতা মানে যে কোন কিছু করার অবাধ অধিকার নয়, এখানে কর্তব্যবোধ ও থাকতে হবে। কথাগুলো বললাম কবিতার শেষ স্তবকের আলোকে "যুদ্ধ অন্য কেউ করে দিবে, স্বাধীনতা এনে দিবে" এ ধারনা থেকে মুক্ত হয়ে "নিজেকেও কিছু করতে হবে" এমনটা ভাবতে হবে। ভাল হয়েছে কবিতা।
সালেহ মাহমুদ সুন্দর কবিতা, ভালো লাগলো।
সাজিদ খান ছন্দের ছন্দের তালে তালে অনেকগুলো কষ্টের অনুভূতি অনায়াসে তুলে ধরলেন ।অসাধারণ । আরো সুন্দর লেখা কামনা করছি ।
ঝরা ভাল লেগেছে তবে প্রথম পঙ্কতি দুটি ভালো লাগেনি।
রোদের ছায়া অনুভুতির প্রকাশ বেশ ভালো আরো ছন্দময় হতে পারত কবিতাটি . আর কিছু বানানে দৃষ্টি আকর্ষণ করছি ....নাকী ,মরে ,ছেরে ,ওরাতে ...
সুমন যুদ্ধ কে চায়? ভিন্নমত জোর করে চাপিয়ে দেয়াটা কে মানতে পারে? সুন্দর বলেছ।ভাল লাগল।

০৪ ফেব্রুয়ারী - ২০১৩ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪