শতভাগ বিশুদ্ধ ভ্রান্ত ভাবনা

ইচ্ছা (জুলাই ২০১৩)

রাশেদুল ফরহাদ
  • ১৬
  • ১৫
প্রেমের বিশুদ্ধতায় বিশ্বাস ছিলো
তোমাকে অনেকবার বলেছি তাই
সমান্তরাল রেললাইনের মতো কেবল পাশাপাশি নয়;
গৃহস্থালির টুকিটাকি কাজে দিন যাপনে নয়;
কিংবা দুটি পাখি একই খাঁচায় আটকে থাকাতে নয়;
বর্ষার প্রথম কদমকে যেভাবে অথবা কৃষ্ণচূড়ার লাল আলোকে
শৈশবে বুনোফুলের মধুকে, কৈশরে ঘাসের শিশিরে হাত ভিজিয়ে
যৌবনের নানান হরমনোর এলোপাথাড়ি আক্রমণে
নিজেকে যেভাবে চিনেছি, সেভাবেই তোমাকে চেয়েছি
একান্ত বিশুদ্ধতায়।

বনে বনে বৃক্ষের সান্নিধ্যে যাইনি আমি, সৈকতের নোনা জলেও
অতোটা হইনি আহ্লাদিত;
রাত জেগে আকাশে করিনি আঁকিবুঁকি।
তোমাকে নিয়ে, তোমাকে ভেবেই পৃথিবীর পথে
গ্যালাক্সির সম্প্রসারণে, আমার মননে
ঘুরে ফিরেছি একা একা সন্ধ্যাতারা কিংবা শুকতারার তলে।

তুমি জানো বৃষ্টিকে কী প্রচন্ড ভালোবাসি
কিংবা কতোটা আহ্লাদিত হই চাঁদের আলোয়
তবুও কখনোই অতিক্রম করা হয়নি তোমাকে
যেতে পারিনি ওদের কাছাকাছি সহজেই।

অথচ দেখো বিশুদ্ধ প্রেম বলে কিছু নেই
নেই খোলসবিহীন শামুকের জীবন্ত দেহ।
খোলসে প্রবেশের ইচ্ছে ছিলো না কখনোই
লেবাসের আড়ালে ভাবিনি
ঢেকে নিবো তোমাকে আমাকে;
কিন্তু শতভাগ বিশুদ্ধতা বলে তো কিছুই নেই
কেবল আমার ভ্রান্ত ভাবনা ছাড়া।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
অবিবেচক দেবনাথ বর্ণনে বুননে আমার কাছে অসাধারনই লাগল......
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) আপনার কবিতায় আলাদা একটা অনুভুতি কাজ করে। খুব ভাল লাগলো । ''শতভাগ বিশুদ্ধতা বলে তো কিছুই নেই কেবল আমার ভ্রান্ত ভাবনা ছাড়া। '' হয়তো ঠিকই বলেছেন । শুভকামনা রইল , বিশুদ্ধ শুভকামনা !!
আলমগীর মুহাম্মদ সিরাজ দারুন লেগেছে! কেমন একটা ভাব অনুভব করলাম! কবিতা বোধহয় এমনি! অনেক ধন্যবাদ কবিকে
মোঃ ইয়াসির ইরফান কিছু বলার নাই । এত ভাল কিভাবে লিখেন ভাই !
আপনার ভালো লেগেছে, এতেই আনন্দিত। কবিতা পাঠ ও মন্তব্যের জন্যে ধন্যবাদ।
তাপসকিরণ রায় ভালবাসার মিলন বিরহ নিয়ে গাঁথা আপনার কবিতাটি খুব সুন্দর লেগেছে,ভাই !
ধন্যবাদ কবিতা পাঠ ও মন্তব্যের জন্যে
F.I. JEWEL N/A # অনেক সুন্দর ও অসাধারন । শেষের দু'লাইন তুলনাহীন । কবিকে ধন্যবাদ ।।
ধন্যবাদ কবিতা পাঠ ও মন্তব্যের জন্যে।

২২ জানুয়ারী - ২০১৩ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "পরগাছা”
কবিতার বিষয় "পরগাছা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুলাই,২০২৫