মম ডেড নিচ্ছে কেড়ে 'জননি-জনক, মা-বাবাকে'
তেরে মেরে করছে খুন,'তুমি আমি, তুই আমাকে'।
যে ভাষার তরে দিয়েছিল জান- রফিক, জব্বার, অজানা শত নাম।
সেই ভাষাকে জাদুঘর পাঠাতে, করছি প্রস্তুত সকল সরঞ্জাম।
বউ দেখে হিন্দি নাটক, ছেলে কার্টুন।
পারদর্শী হয়েছে বেশ, হিন্দিতে দুজন।
ছেলেকে দিয়েছি ইংরেজি স্কুলে, বাংলা শেখার নেই দরকার।
ঘরে ফিরে ছেলে তাই করে, ইংরেজিতে সব আবদার।
পার্কে যাবো এন্টার্টেইনে, উদ্যানে কেন বিনোদন?
বিশ্বায়নে ভাষা আমদানি করছি সারাটি ক্ষণ!
এ ভাবেই শিক্ষা প্রতিষ্ঠানে, চলার পথে আর আমাদের ঘরে
শত সহস্র বিদেশী শব্দ ব্যবহার করে
অবলীলায় বাংলাকে খুন করে
অস্তিত্বের সংকটে ফেলে দিচ্ছি
গর্বিত বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে।
এভাবে কি চলবে সময়?
তবে ৫২তে আন্দোলন কেন হয়েছিল?
কী প্রয়োজন ছিল রফিক জব্বার মরার?
আমাদের কিছুই কী নেই করার?
বিবেকের কাছে একটি প্রশ্ন আমার!
advertisement
পারদর্শী হয়েছে বেশ, হিন্দিতে দুজন।
ছেলেকে দিয়েছি ইংরেজি স্কুলে, বাংলা শেখার নেই দরকার।
ঘরে ফিরে ছেলে তাই করে, ইংরেজিতে সব আবদার। .............// কবিতার বক্তব্যটি বেশ সুন্দর ভাবে ফুটে উঠেছে ....আমাদের করার অনেক কিছুই আ... আরও দেখুন
উঠছে দেশের ছবিতা
বাংলা ভাষার জন্য আজি করতে হবে পণ
বর্ণমালার জন্য আবার লড়ব দিয়ে মন।