শিশিরের শব্দের মতো দিন চলে যায় নিঃশব্দে কালো রাত চলে আসে, মধ্যরাতে ঘুম ভেঙে গেলে অন্ধকার কক্ষেই তাকিয়ে থাকি; কোন অস্বস্তি কিংবা শীতলতা বোধ করি না। হঠাৎ বিছানার পার্শ্বে হাত দিয়ে চমকে উঠি! মনে হয় শুভ্র ‡fRv বরফ বিছানো.... ঠিক তখনই অবচেতন মনের মাঝে হারিয়ে যাই, মনে পড়ে, আমার কাঁধে অর্পিত দায়িত্বের কথা। অথচ, আমি রঙিন কম্বলের আচ্ছাদনে আবিষ্ট উষ্ণ পানির ছোঁয়ায় আমার গা ভিজে প্রতিদিন। ঠিক আমার বিপরীতে কতো শীতার্ত খোলা আকাশের নীচে কেবল ঠান্ডা কুয়াশার চাদর গায়ে নিয়ে শুয়ে আছে; নেই তাদের কোন রঙিন কম্বল কিংবা গায়ে উষ্ণ পানির ছোঁয়া! কিন্তু আমার চারপাশে তো সবই বিদ্যমান....? তবুও নিজের প্রতি কোন ক্রোধ কিংবা ঘৃণা জন্মায় না। এমন সময় আমি আমার সচেতন মনের মাঝে ফিরে আসি, ঠোঁটে মুচকি হাসি খেলে যায়। মানবপ্রেমের দ্বার চোখের সামনে উন্মোচিত হয়.... এইতো, আর একটু পরেই অন্ধকার কেটে যাবে, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল চলে আসবে। ঠিক তখনই শীতার্ত মানুষের সম্মুখে তাদেরকেই কেন্দ্র করে Iষ্ঠ ও জ্বিহ্বার সমন্বয়ে উচ্চারণ করব দরদমাখা কিছু কথা, আর পৌঁছে যাব শীতার্তদের হৃদয় নিংড়ানো ভালোবাসার স্রোতে। তাদের কিছু হোক আর না-ই হোক, তাতে কী? আমি তো ঠিকই নির্লজ্জভাবে উপলব্দি করছি আমার কাঁধে দায়িত্ব নেই, দায়িত্ব নেই আমি মুক্ত, মুক্ত এবং মুক্ত...||
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাজিদ খান
ভালো লেগেছে আমার । (আমি তো ঠিকই নির্লজ্জভাবে উপলব্দি করছি
আমার কাঁধে দায়িত্ব নেই, দায়িত্ব নেই
আমি মুক্ত, মুক্ত এবং মুক্ত...) চরণ গুলোর মধ্যে দারুন একটা উপলব্দি পেলাম ।শুভকামনা রইলো ।
তানি হক
তাদের কিছু হোক আর না-ই হোক, তাতে কী?
আমি তো ঠিকই নির্লজ্জভাবে উপলব্দি করছি
আমার কাঁধে দায়িত্ব নেই, দায়িত্ব নেই
আমি মুক্ত, মুক্ত এবং মুক্ত...|| .....,,,,,,,***
সেলিনা ইসলাম
যাদের সামর্থ্য আছে তাদের বিবেক নেই আর যাদের বিবেক আছে তাদের সামর্থ্য নেই ...শীতার্ত মানুষদের কাছে একটু আশ্বাসের বুলিও যেন কিছুটা ওম এনে দেয় --ভাল লিখেছেন শুভেচ্ছা
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।