কাল ভোরে সে আমার জন্য অপেক্ষা করবে। পূর্ব নির্ধারিত স্থানে, বিচলিত পায়ে পায়চারি করবে। হাতঘড়ি পড়ে না সে, সময় জানবে কিভাবে?
আজ রাতে উদরে তরল আগুন নিয়ে আর আংগুলের ফাঁকে জ্বলন্ত আগুন নিয়ে, দুচোখে জোৎস্নার মরা আলো নিয়ে আর জিহবায় জড়ানো স্বর নিয়ে, অসংলগ্ন শব্দ বিনিময়। সে আসবে, আমার জন্য অপেক্ষা করবে।
তার পিছলে যাওয়া দীঘির পাড়ের মত চোখ দিয়ে আমাকে অভিযুক্ত করবে। সে আমাকে কিছু বলবে আবার কিছু বলবেও না। বলা না বলার প্রত্যুত্তরে আমি মাথা নিঁচু করে থাকবো। তার ঠোঁটজোড়া হতাশা বা রাগে, রাগে বা ঘৃণায়, ঘৃণায় বা অভিমানে, পরস্পরের উপর দৃঢ়ভাবে চেপে বসবে।
আমি তার ঢেকে রাখা চুলের দিকে তাকাবো না, আমি তার অভিমানী চোখের দিকে তাকাবো না। ভয় হয় যদি বা সে ভাষার ভুল অনুবাদ করি। যদি বা আমার নির্ভরতার শেষ ডাঙ্গাটুকু জলের তলে তলিয়ে যায়। আমি যাব বা যাব না এই দোটানায় ভুগি।
কিন্তু আমাকে ক্ষমা চাইতেই হবে। মরা জোৎস্নার কাছে ক্ষমা, তরল আগুনের কাছে ক্ষমা, জড়ানো জিভের কাছে ক্ষমা, নিজের এবং তার কাছে ক্ষমা। আমাকে যেতেই হবে; কারণ, কাল ভোরে সে আমার জন্য অপেক্ষা করবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Tumpa Broken Angel
কিন্তু আমাকে ক্ষমা চাইতেই হবে।
মরা জোৎস্নার কাছে ক্ষমা,
তরল আগুনের কাছে ক্ষমা,
জড়ানো জিভের কাছে ক্ষমা,
নিজের এবং তার কাছে ক্ষমা।
আমাকে যেতেই হবে;
কারণ,
কাল ভোরে সে আমার জন্য
অপেক্ষা করবে।
খুব সুন্দর লিখেছেন।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি
আজ রাতে উদরে তরল আগুন নিয়ে
আর আংগুলের ফাঁকে জ্বলন্ত আগুন নিয়ে,
দুচোখে জোৎস্নার মরা আলো নিয়ে
আর জিহবায় জড়ানো স্বর নিয়ে,
অসংলগ্ন শব্দ বিনিময়।
সে আসবে,
আমার জন্য অপেক্ষা করবে।..........// খুব ভাল হয়েছে উল্লেথিত অংশটুকু বেশী ভাল লাগলো.........রাসেল ভাই ধন্যবাদ আপনাকে.............
সোহেল মাহামুদ (অতি ক্ষুদ্র একজন)
আমি বরাবরই দীর্ঘ মন্তব্য করি।বিশেষ করে যে গল্প/কবিতা গুলো আমার খুব ভাল লাগে।কবিতাটা যে ভাল লেগেছে সেটা বলার চেয়ে এই কথাটা না বললেই নয়- ''কবিতার প্রথম ও দ্বিতীয় প্যারা পড়তে পড়তে মনে হল যেন আমি নিজেই কথা বলছি।''
ঠিক বলেছেন। কবি মাত্রই প্রেমিক। কবিরা আবার একটু বাড়াবাড়িরকমের প্রেমে পড়ে। নারীদের উচিত কবি প্রজাতি থেকে একটু সতর্ক থাকা। একটু লাই পেলেই কবিদের প্রেম বিড়ালের মত গাছে চড়ে বসে। :-)
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
তৃতীয় পুরস্কার সনদপত্র।
বিজ্ঞপ্তি
“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।