পৃথিবীটাকে ভালোবেসে ফেলেছি

বাংলা - আমার চেতনা (ফেব্রুয়ারী ২০২২)

কাকাতুয়া
  • ৬৮
নদীকে আমি ঠিকমতো ভালোবাসতে পারিনি
চোখের সামনে বয়ে চলা কুশিয়ারা-ধলাই-বিলাস
দেখিনি তাদের ভুবনমোহিনী রূপ, শুনিনি তাদের কলকল ধ্বনি
শুনিনি পাখির গান, দেখিনি কী করে
মাছরাঙা চুপটি করে বসে থাকে হিজলের ডালে
আমার কখনো মনে হয়নি একটা সিনেমা দেখি
কিংবা থিয়েটার। পানসে মনে হয়েছিল আলী যাকেরের
'গ্যালিলিও', বইয়ের পোকা ছিলাম
কিন্তু মনের গভীরে খুব একটা ঢেউ তুলতে পারেনি মাধুকরী, শেষের কবিতা, তারাবাবুর 'কবি'
আমি ফুলকে কি এর আগে এতটা আবেগ নিয়ে
দেখেছি? শিশির পতনের শব্দ জীবনানন্দ শুনে ফেলেছিলেন বলে তুচ্ছতাচ্ছিল্য করেছি বেশ।
এখন আমি নদীকে প্রচণ্ড ভালোবাসি
তাদের কলকল ধ্বনি আমাকে হাসায়
ভাসায়, আনন্দধারায় সাঁতার কাটি অবিরত।
পাখির গান আমাকে নিয়ে যায় শুভ্র রহস্যময়ী স্বর্গোদ্যানে
মঞ্চ কাঁপানো আলী যাকেরের 'গ্যালিলিও' মিশে থাকে হৃদয়ে
তারাবাবুর 'কবি' এখনও পড়ি মাঝেমাঝে
ঠাকুরঝি, নিতাই, বসনেরা আশেপাশে চঞ্চল পায়ে
হেটে বেড়ায়
আজকাল জীবনানন্দকে বড্ড বেশি আপন মনে হয়
শিশিরের শব্দের মতন তিনিও আসেন
ভালো লাগে তার হাসি, একটিমাত্র ফটোগ্রাফ
কেমন করে হয়ে গেল এতকিছু
তুমি আমার দিকে তাকিয়ে হেসেছিলে বলে
আমার পৃথিবীটা মুহুর্তেই বদলে গেল
আমি পৃথিবীকে ভালোবেসে ফেললাম।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী বেশ চমৎকার অনুভূতির প্রকাশ করেছেন।অনুপম লেখায় মুগ্ধতা একরাশ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।????
মোঃ নুরেআলম সিদ্দিকী হুম___ ভালবাসাকে কাছে টানলে প্রথমে জীবনানন্দকেই তুলে ধরতে হবে। তুলে ধরতে হবে বনলতা সেন।। একসময় ভালবাসেননি, কিন্তু এখন ভালবাসতে হচ্ছে। কাব্য সংসারে আসলে সবকিছুকেই ভালবাসতে হয়, প্রেম জাগাতে হয়। চমৎকার লেখার জন্য অনেক শুভ কামনা রইল।।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।????
mdmasum mia অন্যরকম একটা কবিতা পড়লাম।

০৩ নভেম্বর - ২০১২ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৫