ভাইটি আমার গুড় গুড় করে সারা বাড়ি ঘুরে
প্রতিক্ষণ সে যে চায় আমারে।
আমার চেয়ে বেশী প্রিয় যার কেহ নাই,
৫২তে হারালাম আমার সেই ভাই।
কষ্টে বুক ভাসে দুচোখে জল আসে,
মেনে নিলাম সবই আমি স্বাধীনতার আশে।
সব কিছুতেই আমার এই ভাইয়ের মন
সদা সর্বদা থাকত নিবেদিত,
বাবা মার বারণ সে নাহি শুনত।
আমার মন ভরে ওঠত গভীর উচ্ছ্বাসে,
শুধু স্বাধীনতার আশে।
আমার ৯ দিনের সন্তান, আমার স্বামী,
আমার মা-বাবা, ভাই-বোন এবং আমি।
একই সাথে করতাম সাধারণ বসবাস,
কানে এসে লেগেছে তখন স্বাধীনতার আবাস।
পাক সেনারা এল আমাদের বাড়ি,
এখন কি করি এখন কি করি ?
এ যে করুণ আহাজারি।
আমার বাবা-ভাইয়ে কাজ করে শেষে,
শ্রান্ত হয়ে ক্ষুধা মিটাতে খেতেছিল বসে।
আধখানা থেকে তুলে নিয়ে তাদের পাক সেনারা
গর্তে ঢুকিয়ে জ্যান্ত কবর দিল তারা।
সে কি যায় সহ্য করা !
তবুও মুখ বুঝে আছি বসে
শুধু স্বাধীনতার আশে।
ভাইকে করল একটি গুলি,
ভাইয়ের মুখে জয় বাংলা বুলি।
অবশেষে পিটিয়ে, কিলিয়ে উড়াল মাথার খুলি।
মন ভরে গেছে ত্রাসে।
তবুও আছি স্বাধীনতার আশে।
বোনটি আমার লক্ষ্নী ছিল বয়স হবে আঠার,
তাদের থেকে কি রক্ষা সে পাইতে পাররে আরও ?
তাকে ধরে মোদের সামনেই নগ্ন করে নিল
বিবস্ত্র সে দৃশ্যটা, অসম্ভব বলা তার পর কি হল।
দেড় ঘণ্টা টানা অত্যাচারে
মৃত্যু এসে ধরল তারে।
মরার আগে পানি পানের সাধ জেগেছিল বুঝি তার,
তাইতো পানি না দিয়ে প্রস্রাব করল মুখে আর।-
আমার স্বামী আমার মা
দিয়েছিল তাদের বাঁধা,
তাইতো তাদের পড়তে হল
কাপড় অবশেষে সাদা।
আমি তখনও আছি আমার বেশে,
শুধু স্বাধীনতার আশে।
তারপর আমার ৯ দিনের মেয়ে,
তাকে গেল তারা নিয়ে।
মারল ছুড়ে খুব উপড়ে,
পড়ে গেল সে মরে।
আমি ফেটে মরি মনের রোষে,
তবুও আছি স্বাধীনতার আশে।
তার পরের পালাটা আমার,
ইজ্জত রক্ষা হবে না বুঝি আর।
আসছে সবে আমার দিকে ধেয়ে,
ধী-র সাথে নায়ককে বললাম-করব বিয়ে ।
সেও গেল রাজি হয়ে।
অনেক নিলাম তার কাছ থেকে,
অস্ত্র, বুদ্ধি, অর্থ যা দিয়েছে বিবেকে।
এক রাতে সে আসল আমারই ঘরে
বুদ্ধি করেই তাকে আমি নিলাম মেরে।
তার গায়ের পোশাক পড়ে অস্ত্র নিয়ে তার
শুরু হল যুদ্ধ মোর বাংলাদেশ গড়ার।
এরপর স্বাধীনতা এল বাংলাদেশে,
মনটা তখন নেচে ওঠে পাব কিছু আশে।
কিন্তু বিধি বাম হয়েছে,
আমার আশায় ভুল রয়েছে।
না, না, আমি অনেক পেয়েছি,
ভুলেই অস্বীকার করেছি।
পেয়েছি বিধমা নামের গালি,
আধুনিক রাজাকারদের অত্যাচার।
ভাত নেই, সম্মান নেই কি বলব আর-
হাহাকার, অবহেলা, প্রতারণার শিকার।
তবুও বুক বেঁধে আছি আমি বসে,
আরও একটি স্বাধীনতা
নতুন স্বাধীনতার আশে।
০২ ফেব্রুয়ারী - ২০১১
গল্প/কবিতা:
৬ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪