নগরের কবি ও বেশ্যা

দিগন্ত (মার্চ ২০১৫)

এনামুল হক টগর
  • ৫৯
আল্লাহর প্রেম পরশের গভীর আঁধারভরা রাত্রির আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, সাথে সুর লহরীর বিচ্ছেদ বেদনায় জ্যোৎস্না নগরের রাস্তা ও মহল্লাগুলোকে আলোকিত করেছে আর বিদ্যুৎ আলো যেন তার সাথে নব মিলন ঘটিয়ে সত্যের মহাজ্ঞানের রবকে খুঁজছে।
নগরের মাঝ দিয়ে ইছামতী নদী তার উপর নতুন ব্রিজ। এই ব্রিজের উপর দাঁড়ায়েই আছে নগরের দামী বেশ্যা কমল কলি। কালো বৃত্তবানদের কাছে তার দেহের অনেক মূল্য। প্রায় প্রতিরাতেই তার শরীর অনেক টাকার বিনিময়ে বিক্রি হয়।
এ ভাবে সে অনেক অর্থের মালিক হয়েছে। নগরের কবি আব্দুল হামিদ সড়ক দিয়ে নদীর ব্রিজের দিকে হেঁটে আসছে। ইছামতীর পশ্চিম দিকে দরবেশদের দোয়া মাহফিল হচ্ছে। মজলিস থেকে যেন আল্লাহর অর্ন্তগ্রাহী পরিশুদ্ধ সত্য বাণী ভেসে আসছে, আর মহাজ্ঞানের অবরহে মিশে আসমান যেন রব জিকিরে ছটফট করছে।
নগরের বেশ্যা সত্য জ্ঞান খুঁজছে। তার ভেতরের জীবন শক্তি অতীতের পাপ থেকে নিজেকে মুক্ত করতে চাইছে, কিন্তু কিভাবে এই মুক্তির পথ আর সত্যের আলো পাবে। সবচেয়ে বড় সত্য যে, ভেদ রহস্যের গভীরে হেজাব! কিভাবে খুঁজে পাবে তাকে? নগরের কবি ধীরে ধীরে হেঁটে আসছে। রাত আরো গভীর হচ্ছে কবি রাহমানে প্রেমে দুটি হাত তুলে প্রার্থনা করলো হে মহান আল্লাহ আমি মানব জাতির মধ্যে সবচেয়ে ক্ষুদ্র ও পাপী, তারপরও তুমি আমাকে ক্ষমা করার আগে আমার এই প্রিয় জাতি আর পৃথিবীর সকল মানবকে ক্ষমার পথ দেখা ও ধীরে ধীরে ক্ষমা করে দাও।
পৃথিবীর অনাগতকালকে সৌন্দর্য পূর্ণ সাম্যে রূপান্তর করে দাও। মানুষ জাতি যেন সত্য আদর্শে গড়ে ওঠে। তাদের বিবেক যেন সত্য, বিশ্বাসে মজবুত হয়। আর আমার অন্তরের প্রেমিকের সাথে আমার মিলন করে দাও, তার বিশ্বাসে আমি যেন মিশে থাকতে পারি, তোমার পথইতো সুন্দর ও উত্তম আর সম্মানিত। অন্বেষণে অন্বেষণে আমি যেন এই পথ অতিক্রম করে তোমার মধুর স্পর্শ পাই।
ইছামতী পূর্বদিকে লোভী মোল্লাদের ধর্মীয় সভা হচ্ছে। ওরা সত্য অলি দরবেশদের শান বুঝে না। নিজেরা মহত্বের অভিনয় করে আর তাদের অসত্য কথাকে পবিত্র কুরআন এর সত্য বাণীর ব্যাখ্যা দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করছে।
সুন্দর ও মধুর বর্ণনা দিয়ে সভার মানুষগুলোকে শুধুই হাসছে। যেন কাঠমোল্লার মিথ্যা রসিক প্রেম। সভার মানুষগুলো উদ্ভট আনন্দে হাসছে। অনেকে আবার মুসলমান হয়ে মুসলমানের দুর্নাম করছে। কিন্তু আমার প্রিয় নবী মোহাম্মদ (সা:)-এর সত্য বাণীতে তো কোন মিথ্যা হাসি নাই আর মহান আল্লাহ পবিত্র বাণীতে তো কোন নির্লজ্জ রসিক বাণীর বর্ণনা নেই। তবে তোমরা কেন করছো?
নগরের বেশ্যা উভয় পক্ষের বাণীর ব্যাখ্যাই শুনছে। দরবেশদের দোয়ার এশকে তার চোখ দিয়ে রব প্রেমে অশ্রু ঝরছে আর লোভী মোল্লাদের বক্তব্য শুনে জীবনীশক্তি লালসায় ভরে উঠছে। কবি হাঁটতে হাঁটতে ইছামতী নতুন ব্রিজের উপর গিয়ে দাঁড়ালো এবং দেখলো একজন সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। এতো রাতে একজন নারী একা দাঁড়িয়ে দেখে কবি বিস্মিত হল এবং তার কাছে এগিয়ে গেলো আর বললো কে তুমি নারী এতো রাতে নির্ভয়ে দাঁড়িয়ে আছো?
নারী চোখ তুলে বললো ভয় নেই এই নগরের কিছু কালো বৃত্তবান আমার পরিচিত তারাই এই নগরের অধিকাংশ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করে। কবি আকাশের দিকে তাকিয়ে বললো বৃত্তবানরা যদি তোমার পরিচিতই হয় তবে এখানে দাঁড়িয়ে কেন তাদের বিচিত্র রঙের প্রাসাদে গিয়েইতো আশ্রয় নিতে পারো। দেখছোনা এখানে পশ্চিম দিক থেকে দরবেশদের একাত্মবাদের পবিত্র বাণী আর পূর্বদিক থেকে লোভী মোল্লাদের অসত্য মনগড়া বাণী আবার কখনো কখনো পবিত্র কুরআন ও হাদিসের সত্য বাণীও ভেসে আসছে।
সুন্দরী নারী বললো আজকে অবশিষ্ট রাতটুকু আমি তোমার সাথে এই নগরে ঘুরতে চাই। কবি বললো অবশ্যই ঘুরতে পারো সমস্যাতো তাদেরকে নিয়ে যারা সত্য বুঝে না । সুন্দরী নারী বললো সত্য কি ? কবি বললো নগর ঘুরতে ঘুরতে তুমি তা অনুভব করতে পারবে। সুন্দরী বললো তা কিভাবে?
কবি বললো সময়ের কাছে প্রশ্ন করো আর তোমার ভেতরের বন্ধুকে বলো যাকে তুমি এখনো চিনতে পারোনি। তুমি অন্বেষণ করে তার ইচ্ছেকে জাগিয়ে তুলতে শুরু করো। তার চেতনা ও শান্তির দর্শনতো তোমার ভেতরেই লুকিয়ে আছে। যেমন সত্য দরবেশরা নিজেকে চিনতে পেরেছে আর লোভী মোল্লা ও ভণ্ড দরবেশরা নিজেকে চিনতে পারেনি। আল্লাহ নির্জনতার ভেতর এক মহাগুপ্ত রহস্য তার মহাসৌন্দর্যে নিজেকে আত্মসমর্úন করাও। তোমার গোলামী আর দাসত্বের সন্তোষ্টুই রিপুর পর্দাভেদ করে সত্যকে চেনাবে।
তার নূরের দ্যুতিতেই এই মহাজগত আলোকিত ও সৌন্দর্যময়। নিজেকে চিনতে পারলে আশেকের খাতায় তোমার নাম লেখা হবে আর গোপন মাহভূবনের রাজ্যে তুমি প্রবেশের অনুমতি পাবে। যেখানে জাহের ও বাতেনের পরিপক্ক জ্ঞানের মিলনে মহাপ্রেমের সংসার ঘর বাঁধে।
সুন্দরী নারী বললো আমি তো পাপি প্রতিরাতে দেহ বিক্রি করে টাকা উপার্জন করি। আমি কিভাবে সঠিক সত্য খুঁজবো। কবি বললো পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, এর মধ্যে অনেকেই ইবাদত করে আবার অনেকেই ইবাদত করে না। সুন্দরী বললো যারা ইবাদত করে না তাদের তক্বদীরে কি ইবাদত লেখা নেই আবার যারা ইবাদত করে তাদের তক্বদীরে কি ইবাদত লেখা আছে। ভাল ও মন্দ উভয়ই কি তার পক্ষ থেকে আসে।
রাত শেষের দিকে নগর জ্বল জ্বল করে ফুটে উঠছে, বিদ্যুৎ ও জ্যোৎস্নার আলোয়। আতœতৃপ্তির ও পৌরুষত্বের বাদশাহীরা আসমান দিয়ে ঘুরছে। নিকটবর্তী আসমানে এসে মহান রব তার বান্দাদের ডাকছে বেহেস্ত নেবে, জ্ঞান নেবে, সম্পদ নেবে, আরো বলছে আমার অফুরন্তর নিয়ামত থেকে তোমরা কি চ্ওা শুধু সত্য জ্ঞান অর্জন করো।
সুন্দরী নারী বললো সত্য জ্ঞান কিভাবে অর্জন করবো। কবি মাটির দিকে তাকিয়ে মহৎ ভাষায় উচ্চারণ করলো দেখছো না পৃথিবীর সব মানুষের ভেতর থেকে কিছু মানুষ বেহে¯ে—র লোভে ইবাদত করছে কিছু মানুষ জাহান্নামের ভয়ে এবাদত করছে, আবার কিছু মানুষ ইবাদত করছে না। তার মধ্যে অল্প মানবই আল্লাহর প্রেমে ইবাদত করছে।
সুন্দরী নারী বললো জান্নাতের লোভ আর জাহান্নামের ভয়েই তো ইবাদত করবে এটাইতো সঠিক হওয়ার কথা। কবি গভীর অন্তরকে স্পর্শ করে বললো জান্নাতও আল্লাহর সৃষ্টি, জাহান্নামও আল্লাহর সৃষ্টি আবার মানুষও আল্লার শ্রেষ্ঠ সৃষ্টি তাই একমাত্র আল্লাহর পবিত্র প্রেমে ইবাদত করাই সঠিক ও সত্য।
সুন্দরী নারী সত্য অনুভব করার চেষ্টা করছে। কিছুক্ষণ পরেই নগর কোলাহলে জেগে উঠবে। শেষ রাতে জেগে ওঠা মানুষগুলো কবিও সুন্দরী নারীকে এক সাথে হাটতে দেখছে। কেউ কেউ ভাবছে একজন বেশ্যার সাথে কবি হাটছে কেন ? কবি কি সারারাত ওই সুন্দরী নারীর সাথে ব্যভিচারে লিপ্ত ছিল। কবিকে তো সবাই ভালো মানুষই জানতো তবে কেন কবি বেশ্যার সাথে ঘুরছে।
কবির বিচার করতে হবে শরিয়ার আইনে কবিকে শাস্তি দিতে হবে।
সুন্দরী নারী কবিকে উদ্দেশ্য করে বললো আমি সত্যের স্পর্শ পেতে চাই। কবি বললো সেটাতো সহজ, নারী বললো কেমন সহজ। কবি বললো প্রতিরাতে গোপনে নিজের জন্য ক্ষমা ও করুণা চাও এবং হাত তুলে যাদের তক্কদীরে ইবাদত লেখা নেই তাদের ভাগ্যে যেন আল্লাহ ইবাদত লিখে দেয় আর মহান রবের করুণা দ্বারা পাপ মুক্ত করে দেয়। সালাতের উৎকৃষ্ট গুনাগুণে তাদের অন্তরকে যেন সৌন্দর্য দিয়ে ভরে দেয় ভেতরের অহংকার আর ক্রোধকে যেন বিলিন করে দেয়।
মায়াবিনী শয়তান যেন তাদের বন্দি করতে না পারে আর নবীর রহমতের ছায়াতে যেন সবাই দাঁড়াতে পারে। একজন ক্ষুদ্র দাসের পক্ষ থেকেই এই ফরিয়াদ হতে পারে অনুগ্রহের বিবেচনাতো শুধুই মহান আল্লাহর হাতেই।
কবির কথা শুনে সুন্দরী নারীর অন্তরে যেন একাত্ববাদের কলতান এসে ভরপুর হয়ে যাচ্ছে। আর ভেতরের পশুকে তাড়াতে চেষ্টা করছে। ভেতরের পশু পরাস্ত হলেই গুপ্ত রহস্য থেকে প্রেয়সীর মহা-সৌন্দর্য দেখা যাবে। যেন সেই অবয়ব সুরতের পূর্ণ অঙ্গিকার ও সেজদা যা উত্তম ও সর্বশ্রেষ্ট হতে পারে।
বলতে বলতে সুন্দরী নারী বিলাপে কেঁদে ফেললো আর বিনয় ফরিয়াদ করলো ওই দূর ও অন্তর আরশকে লক্ষ্য করে। এশকের তাওহীন প্রেমে জ্ঞান যেন আলো দিয়ে মানুষের অন্তরকে জাগিয়ে তোলে, প্রকৃতির ফুলগুলোকে যেন বিচিত্র রূপ ধারণ করে সৌন্দর্য করে দেয়। কিচির মিচির পাখিরা রব রব ধ্বনিতে সকালকে জাগিয়ে তুলছে। সুন্দরী নারীর অন্তর সত্যের চেতনায় ছটফট করছে।
জীবনের রণাঙ্গণে যদিও সে পতিতা কিন্তু ক্ষমা ও করুণার কারণে একাত্ববাদের দীপ্ত শিখা তাকে যেন ধীরে ধীরে পরিশুদ্ধ করছে। পুন:পবিত্র মহা প্রভূর সৌরভ এসে তোমাকে যেন উত্তম স্বর্গ দেখাচ্ছে। আর বলছে তুমি যেন তপস্যায় তপস্যায় চির সত্যকে চিনতে পারো।
সকালের সোনালী রোদ নগরকে পরিবর্তনে সুন্দর করে তুলছে শরিয়ার আলেম, কালো বৃত্তবান ও ভন্ড পন্ডিতরা কবিকে ঘিরে ধরছে। অসহায় গরিব ও এতিমরা কর্মের সন্ধানে যাত্রা শুরু করেছে। কবি বলছে নিঃ¯^ ও বঞ্চিতকে অধিকার ফিরিয়ে দাও, শান্তি ও সত্য ধর্মের নীতিকে উপেক্ষা করো না মিসকিনদের খাদ্য ও বস্ত্র চুরি করে নিজের স্বার্থ ও লোভ প্রলুব্ধতায় নিজেকে মিথ্যা ধনবান করে তুলোনা। মনে রেখো এটা ক্ষীণ সাময়িক জীবন। ভূল করলে অনন্ত জীবন ও সময় ব্যর্থ হয়ে যাবে।
নকল মুসল্লী আর ভন্ড চেহারার পন্ডিত ও বৃত্তবানদেরকে কে বুঝাবে। দুনিয়া মনোযোগী ব্যক্তিরা ক্ষোভ ও কামনায় ফেঁটে পড়লো। কবিকে অশ্লীল ভাষায় গালাগালি ও লাঞ্চিত করতে লাগলো। এদের মধ্যে অনেকেই ওই সুন্দরীর নারীর সাথে পূর্বে অনেক রাত কাটিয়েছে। সুন্দরী নারীর অন্তর বেদনায় বিধুঁর পাথর হয়ে উঠতে লাগলো এবং হৃদয় দিয়ে মহান রবকে বললো সঠিক সত্য তুমিও জানো আর আমিও আজ রাতে অনুভব করেছি। তোমার সত্য জ্ঞানের অনেক কথা কবি আমাকে কানে কানে বলেদিয়েছে। তুমি তোমার করুনা আর ক্ষমা দিয়ে কবিকে রক্ষা করো।
তোমার সত্য ও পবিত্র বাণী থেকে কবি আমাকে যে জ্ঞান পৌছে দিয়েছে তা আমি উপলদ্ধি করছি এবং সালাতের উদ্দেশ্যে দাঁড়াবার প্রতিজ্ঞা করেছি। তোমার প্রেম ও ভালোবাসায় আজ থেকে আমাকে যেন মহৎ করে তোলে । অতীতের পাপগুলো থেকে আমাকে যেন মুক্ত করে দেয়। কবি বললো মহান আল্লাহ তোমাকে ক্ষমা করুক আর তার রহমত দিয়ে পৃথিবীর সকল মানুষ ও সৃষ্টিকে আগে ও পিছে তার রিজিক পৌছে দিক এবং তিনিই যেন সবার রক্ষাকরী হয়ে যায়।
নারী বললো, মহান প্রভূ ওরা কবিকে আইনের শাস্তির জন্য ধরে নিয়ে যাচ্ছে। তোমার হাতেই তো সর্বময় ক্ষমতা তুমিইতো মহারাজাধিরাজ তুমিইতো উদ্ধারকারী তোমার সত্যের শানে কবি জীবনকে উৎসর্গ করেছে, আমাকেও তোমার পবিত্র চরণে স্থান করে দেওয়ার বাণী কানে কানে শিখিয়ে দিয়েছে। তাই আমার শরীর থেকে পাপের কালোদাগগুলো মুছে দাও তোমার দীপ্তশীল জ্ঞান থেকে আমাকে পথ দেখাও আমি যেন কবির মতো তোমাকে ভালোবাসতে পারি আমি যেন দরবেশ ও মমিনদের অন্তভূক্ত হতে পরি। আর আমার মহাপ্রিয় নবী (সা:) এর প্রশান্ত ছায়ার নিচে আশ্রয় পাই। তার মহত্বের ভেতরইতো তোমার দয়া ও করুণা ভরপুর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এমএআর শায়েল আমার লেখা (আমাকে ভালবাসা পাপ!) গল্পটি পড়ার জন্য পড়ার জন্য অনুরোধ রইল। গঠনমূলক সমালোচনা আশা করছি।

২১ অক্টোবর - ২০১২ গল্প/কবিতা: ৯৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫