অনাহারী পৃথিবী

ভোর (মে ২০১৩)

এনামুল হক টগর
  • 0
  • ১০
আমাদের বিপন্ন গ্রাম আর ছোট নদী
প্রতিনিয়ত ক্ষুধায় কাঁদে
এই অনাহারী মাটির বুকে
অতীত ইতিহাস আজ পরবাসে
জীবন থেকে ভবিষ্যতকে ডাকে
পৃথিবীর ওপারে কারা যেন জেগে আছে
স্বপ্নমগ্ন দুঃখ আর যন্ত্রণা নিয়ে
তাদের আনন্দ, আকাঙ্ক্ষাগুলো একা একা কাঁদে
বিস্ময় বিস্ময় পৃথিবী তোমার চোখে
অনাহারী পেট নির্মম ক্ষুধায় জ্বলে
সহজ ও কঠিন দিনের ভেতর
রাত্রির ছায়া এসে আঁধার জমায়
হে-অনাহারী হে অভুক্ত পথচারী
তোমার অকুল পথের অতিক্রম
চূড়ান্ত সত্য আর সাম্যবিনয় শায়িত সম্মান দেবে
সামর্থ্যের ধৈর্য আর কর্ম থেকে
নতুন নির্মাণের অর্জন দেবে
তোমার দরজার সামনে
এক স্বর্গ আর এক নরক দাঁড়িয়ে আছে
কেউ অন্ধ কেউ বধির কেউ বাকশক্তিহীন
আবার কেউ বা সুখী অধিক সুখী
তোমরা পরস্পর হাত ধরো
পরস্পরকে অনুভব উপলব্ধি করো
তারপর তোমাদের হাতটি এগিয়ে দাও
মহৎ সেবা আর গুরুত্বপূর্ণ কল্যাণে
কালি আর কাগজ দিয়ে ইতিহাস
আর জীবনকথা লিপিবদ্ধ করো
সুখ-দুঃখ-সুন্দর আর অসুন্দরকে
পৌঁছে দাও মানুষের কাছে
কোনটির ফলাফল উত্তম
আর কোনটির ফলাফল অধম
হৃদয় স্পন্দের স্রোতধারা দিয়ে
দূর অনাহারী পৃথিবী দিকে তাকাও
তোমার মূর্ছিত অভিব্যক্তি ভেতর থাকতে পারে
ভালো আর মন্দ
তাকে আবিষ্কার করো সুন্দরে
সংযমী আর আদর্শ সাহসে
নিজেকে সমর্পণ করো
মানব বাস্তবতার সত্য পথে
অর্ধেকটা পরিপূর্ণ সত্য নয়
পরিপূর্ণতা অর্জন করে সত্যকে পৌঁছে দাও
নিঃসঙ্গতার মধ্য থেকে অনুপাতিক জ্ঞান নিয়ে
তবেই অন্বেষণে ভেঙ্গে যাবে অন্ধকার
......
পাবে সত্য জ্ঞান আর নির্মাণ
যা অনাহারী পৃথিবীকে জাগিয়ে তুলবে
ক্ষুধামুক্ত চেতনার নতুন এক শ্লোগানে... !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য সত্য পথে চলার আহবানের কবিতা ভালো লাগলো।
শিউলী আক্তার সত্য ও সুন্দরের অনবদ্য কবিতা !
এশরার লতিফ এই কবিতাটি পড়ে হঠাৎ কাহলিল জিব্‌রানের 'প্রফেট' গ্রন্থের কবিতাগুলোর কথা মনে পড়ে গেলো। ভালো লাগলো আপনার আহবান।
মিলন বনিক সত্য আর সুন্দরের আহ্বান...ভালো লাগলো...
তাপসকিরণ রায় ভাবালু,সুন্দর ধারাবহ কবিতা--ভাব ভাষা শৈলীর মেলবন্ধন বেশ ভাল।

২১ অক্টোবর - ২০১২ গল্প/কবিতা: ৯৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪