মাঝরাতে মা আমাকে

শ্রমিক (মে ২০১৬)

এনামুল হক টগর
মোট ভোট প্রাপ্ত পয়েন্ট ৪.২
আজ মাঝরাতে গভীরে
স্বপ্নের ভেতর খোকা খোকা বলে
মা আমাকে মমতা ভরা কন্ঠে ডাকলো।
তখন সাত আসমানের উপর থেকে
প্রশান্তময় জান্নাতের দরজাগুলো খুলে গেলো
জগত ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে
পশু পাখি বৃক্ষ নদী আর মানুষ!
মা শুধু একা একা জান্নাতের দরজায় দাঁড়িয়ে
আমাকে বলল কাছে এসো, এই সবুজ বাগানে।
চিরন্তন অমর অতীন্দ্রিয় সত্তার সাথে
বিশ্বাত্মার পবিত্র প্রতিরূপে প্রতিভাসে
মানবাত্মা পরমাত্মার এক অভিন্ন পথে
মা যেন মিশে আছে জান্নাতের রঙে!
ঐশী স্বভাব ঐশী গুণে পরিপূর্ণ আল্লাহ এক ধ্যানে।
আত্মসাধন এক ও বহু উভয় মিলে মিশে
প্রেমের মাঝে আপন তিনি প্রেমে জাগরণে।
বিশ্ব প্রজ্ঞা মাতা আমার নিগূঢ় আল্লাহ পথে
অভিব্যক্ত মানুষরূপে পরিপূর্ণ তার প্রকাশ
তাই তোমার পায়ের শেকড়ে খোলে জান্নাতেরই দ্বার।
হঠাৎ স্বপ্নের ভেতর জান্নাতের দরজাগুলো খুলে গেল
তখন আমি মরমি প্রেমের গান শুনতে পেলাম মধুর সুবাসে
সূক্ষ্ম জ্যোতির্ময় ঝলক আলোর নূরে
বিচিত্র রঙের ভেতর আল্লাহ যেন গুপ্তের চেয়ে গুপ্ত
শ্যামল পাখিগুলো উড়ে গেলো ঝাঁক ঝাঁক
দক্ষ শিল্পীর নিপুণ আঁকা মহাদর্শনের পথে!
স্বপ্নবীজ বিপুল প্রেম সনাতন সজিব রঙে
রাত শেষ পৃথিবী জেগে উঠেছে
ফুলের গন্ধ মেশানো নদীর বাতাসে।
হঠাৎ মুয়াজ্জিনের আযানে স্বপ্নের ঘুম ভেঙে গেলো
মা তখন আল্লাহ প্রেমে মগ্ন হলো গভীর এক ধ্যানে
আমি তখন হাঁটতে লাগলাম মসজিদের পথে
মা বলল খোকা তুমি মগ্ন থাকো আল্লাহ রসূল প্রেমে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুনুর রশীদ ভূঁইয়া কবি, আমার মা নেই-মমতাও নেই। কবিতাটি পড়ে আমার সেই মায়ের কথাই বারবার মনে হচ্ছে। মা-কত মমতা, কত স্মৃতি; বুকের ভেতরটা হাহাকার উঠে। ধন্যবাদ কবি। হঠাৎ ক্লিক করে চমৎকার দরদী একটি কবিতা পড়লাম।
শামীম খান অভিনন্দন রইল ।
ইমরানুল হক বেলাল bes valo laglo kobitati. kobir jonno roilo ajosro srodda. salam o subeccha.
কেতকী খুব সুন্দর কবিতা। পড়ে মন ভরে গেল। কবিতায় ভোট রইল।
গোবিন্দ বীন বিচিত্র রঙের ভেতর আল্লাহ যেন গুপ্তের চেয়ে গুপ্ত শ্যামল পাখিগুলো উড়ে গেলো ঝাঁক ঝাঁক দক্ষ শিল্পীর নিপুণ আঁকা মহাদর্শনের পথে! স্বপ্নবীজ বিপুল প্রেম সনাতন সজিব রঙে রাত শেষ পৃথিবী জেগে উঠেছে ফুলের গন্ধ মেশানো নদীর বাতাসে। ভাল লাগল,আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।ভোট রেখে গেলাম।
মোহাঃ ফখরুল আলম দয়া করে বিশ লাইনের বেশি বড় কবিতা লিখে এখানে দিবেন না। কারণ প্রতিযোগীতার নিয়ম হচ্ছে- কবিতা সর্বোচ্চ বিশ লাইনের হবে। ভাল লাগল। পাশে থাকব। আমার কবিতা পড়বেন।

২১ অক্টোবর - ২০১২ গল্প/কবিতা: ৯৫ টি

সমন্বিত স্কোর

৪.২

বিচারক স্কোরঃ ১.৮ / ৭.০ পাঠক স্কোরঃ ২.৪ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫