প্রেমের ক্ষুদ্র বার্তা

ঘৃনা (আগষ্ট ২০১৫)

এনামুল হক টগর
  • ৭০
গতকাল তোমার মোবাইল থেকে একটি ক্ষুদ্র বার্তা এসেছে
তুমি লিখেছ, প্রেম ও ভালবাসার বন্ধু হয়ে আবার ফিরে আসবে
সেই যে শেষ বিকেলের অবেলায় আমাকে একা ফেলে
তুমি চলে গেলে, আর ফিরে এলে না।
এখন দূর্দিন সন্ত্রাসী ও ঘাতকরা শিশু নারী আর দেশ প্রেমিক
মানুষদের হত্যা করছে, প্রতিনিয়ত গ্রাম ও নগরের বুকে
ভূমি দস্যু আর মানব পাচারকারীরা দেশকে ক্লান্ত যন্ত্রনায় কাঁদাচ্ছে
তাই আগামি আন্দোলন ও সংগ্রামের পূর্বাভাসে
তুমি পুনরায় ফিরে এসো বন্ধু, নতুন সময়ের সাথে যুদ্ধ করি
স্বর্ণশিখর রণপ্রান্তরে দাঁড়ি আমরা দুজন
আবার ভূমির ভিত্তি বন্টন আর স্থিতি গড়ে তুলি
রক্ত পিপাসার মুখোশধারী ও সন্ত্রাসকে পরাজিত করে
অশ্বক্ষুরোৎক্ষিপ্ত ধুলিরাশির ঐক্যতানে ছুটে যাই-
আর বিদগ্ধ স্বাধীন জন্মভূমিতে শিল্পকর্ম স্থাপিত করি।
সমকালীন কর্মপ্রবাহ মানবতার স্পন্দন জেগে উঠুক
চেতনায় স্বচ্ছ হোক অবিসংবাদিত প্রতিভার সক্রিয় পথ
অপ্রতিরোধ্য জীবন জিজ্ঞাসার দীপ্ত শিখা থেকে
আমরা জীবনকে সাহসী করে তুলি এক যুক্তিপূর্ণ চেতনা বিকাশে।
গভীরতার বৈচিত্র বিশ্বাস দিয়ে অন্তর্লীন গবেষণা করি
সমৃদ্ধ ও সৃজনশীল সম্ভবনার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে
আবহমান যাত্রার নতুন নির্মাণে মাটি ও মানুষকে বুকে বাঁধি
এসো প্রিয়সী ও প্রিয়তম বন্ধ,ু এসো ফেরদাউসের শান্তি বুকে নিয়ে
অনুভব উপলদ্ধির আলো জ্বালিয়ে জীবনকে উৎসর্গ করি জিহাদে
অরণ্য সমাচ্ছন্ন নিরাপদ দেশ সমাজ ও পৃথিবী গড়ি
সংযম সৌন্দর্যের সুষমায় মন্ডিত আতœপ্রকাশে।
আত্যবিশোধনে পবিত্র হয়ে উঠুক জাতির মানবতা,
বিনয় রুচিমাধুর্য স্বপ্ন কমল অভিজাত্য নির্মাণে
আর মুক্তির প্রসন্ন প্রভায় নিখিল বিশ্ব জেগে উঠুক
স্থিতি প্রজ্বলিত বিপ্লব আর সভ্যতার আহবানে,
অনন্ত পরমাশক্তির অক্ষয় অনাদি বীজ থেকে
অসহায় বঞ্চিতরা আবার ঘুরে দাঁড়াক তৃপ্ত অধিকারে।
প্রেম সিক্ত ভালোবাসা দিয়ে আমরা পুনরায় জাতিকে জাগিয়ে তুলি
এসো প্রিয়বন্ধু এসো কিশোর খেলার সাথি
তাৎপর্যপূর্ণ ভালোবাসার প্রেমে দীর্ঘ পথ হেঁটে যাই
প্রত্যাশার আলো দিয়ে প্রতারণার বিদ্বেষকে ভেঙে দেই
তারপর যুদ্ধ করি দীপ্ত বিজয় গৌরব আর ঐশ্বর্য সম্মানে
অনাহারীর যাতনা কেটে যাক সুষমবন্টনের শান্তিতে।
ভ্রান্ত প্রেত্নার নৃত্য মরিচিকা ভেঙে যাক
ভূমির কেন্দ্রবিন্দুতে অফুরান্ত শস্যের সম্ভারে
সভ্যতার বার্তা থেকে পৃথিবী সত্যের ঠিকানায় পৌছে যাক
আমাদের অভয় প্রেম ও ভালোবাসার ঐক্যতানে
মহাজীবনবোধ থেকে মহাসৌন্দর্যবোধ জ্বেগে উঠুক
বিশ্বজাগতিক সাম্যের অগ্রজ প্রাণের বিপ্লব ও সময়ের আন্দোলনে
সমৃদ্ধ ও সৃজনশীল সম্ভাবনার প্রেম থেকে নতুন ফসল জেগে উঠুক
আমাদের ঐক্য স্বপ্ন ও বাস্তবাতার জীবনকে ভালোবেসে
এক প্রত্যক্ষ ও পরোক্ষ অভিজ্ঞতার মাহমিলনে মিশে যাই
গতকাল তোমার মোবাইল থেকে একটি প্রেমের ক্ষুদ্র বার্তা এসেছে
এসো বন্ধূ এসো কিশোর বেলার সাথী
পুনরায় ফিরে এসো সময়ের সাথে নতুন যুদ্ধ করি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তৌহিদুর রহমান বেশ ভালো লিখেছেন...ভাল লাগলো...পাতায় আমন্ত্রন রইলো...আমার কবিতা ভালো লাগলে ভোট করুন...প্লিজ...
গোবিন্দ বীন এসো বন্ধূ এসো কিশোর বেলার সাথী পুনরায় ফিরে এসো সময়ের সাথে নতুন যুদ্ধ করি। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।

২১ অক্টোবর - ২০১২ গল্প/কবিতা: ৯৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫