আগন্তুক

পরিবার (এপ্রিল ২০১৩)

শামসুল আলম
  • ১১
  • ১৬
আমি হেঁটে আসছি
দুর্বোধ্য সময় আর সভ্যতার এই নগরে।
অনেকটা না আসা-অনেকখানি কষ্টের দানা
আমার মধ্যে খয়েরি গোলাব
অথচ সন্ধে হয় শহরে।
অন্ধকার নেমে আসতে দেখা যায়না আকাশ, চিলতের মেঘটুকরো
এমন কি নক্ষত্রপুঞ্জ
মিছিলের আর্তনাদ, মুদ্রার ব্যবচ্ছেদ। শুরু হয় সিংহাসনে বসবার
সমস্ত আয়োজন।
মাটির ভাঁড়ারে গ্রহলগ্ন জল, সিগ্রেটের বিবর্ণ ধোঁয়া
আসলে এখানে কোন রঙ নেই। না তাম্রপিঠ, না গৌঢ়
ক্ষুধার্ত মানুষের জন্য ভেজানো দরোজায় খিলান
তক্তোপষের কঠিণ চোখ বিগড়ে আছে গ্লাণির বিষুধোষ্ণ চাঁদ।

দূরন্ত রেলপথ ধরে আসছিল যে আগন্তুক।
তার কাঁধের সতরঞ্জি অথচ এর শালুরঙের আভা একটু আগেও ছিল সূর্যের-
ঘড়ির কাঁটার ওপর নামিয়ে রাখা চোখ হাঁটে না সন্তর্পণে
এপ্রোনে ঢাকা আকাশ মুখ খুলতে চায় না ।
বিবর্ণ পাখিদের চোখে হতভম্ব কাগজ দাঁড়িয়ে থাকে অনড়
সংকোচনের প্রকাশ গোপন রাখতে-মাকড়ের গুঁটিয়ে থাকা অভ্যেস
তৈরি হয় প্রবৃত্তি। অনভ্যস্ত কাক দুপুর ভাঙে শহরে-
রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্র্যাফিক ইলিশ ছোঁয়ার ইচ্ছে-নির্লিপ্ত বাড়িয়ে দেয় হাত
অন্ধকার গ্রহন করতে শশব্যস্ত রোদ
দুপুরের পিঠে ছুটতে থাকা দূরন্ত ঘোড়া
অথচ ঘরের শবযাত্রা নামিয়ে আনতে রাজপথে শকুনের আর্তনাদ
প্রায়শঃ ভারি আকাশ চোখ খোলেনা-
ছেঁড়া ছাতার ফুটোয় বৃষ্টির নিবৃত্তি দেখতে
এই শহরে- রাজপুত্তুর, পুরোধাবর্গ- ভূর্জপত্র, দস্তাবেজ হাতে করে দাঁড়িয়েছিল সারিবদ্ধ
আমি হেঁটে আসতে
না নগরে, না জনপদে-প্রার্থনার প্রাগৈতিক কোন উচ্চারণ আমাকে টানেনি প্রকম্পিত ধবণি এবং তাদের যাপিত ভাষণ শুনতে
অনেককালের ধারাপাত ছেড়ে আসলো আগন্তুক
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সুমন উপমায় সুন্দর কবিতা। ভাল লাগা জানালাম।
তাপসকিরণ রায় আপনার কবিতা বেশ ভাল লেগেছে,ভাই !অনেক ভাব ভাবনার ধারাবাহিকতা পেরিয়ে এলাম।ধন্যবাদ ও শুভকামনা থাকলো।
মিলন বনিক রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্র্যাফিক ইলিশ ছোঁয়ার ইচ্ছে-নির্লিপ্ত বাড়িয়ে দেয় হাত...পাকা হাতের জাদুকরী বিশ্লেষণে অসাধারণ এক কবিতা...অনেক অনেক ভালো লাগা....শুভ কামনা সতত.....প্রিয়তে নিলাম....
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) অসাধারণ হয়েছে বিশেষ করে (((দূরন্ত রেলপথ ধরে আসছিল যে আগন্তুক। তার কাঁধের সতরঞ্জি অথচ এর শালুরঙের আভা একটু আগেও ছিল সূর্যের- ঘড়ির কাঁটার ওপর নামিয়ে রাখা চোখ হাঁটে না সন্তর্পণে এপ্রোনে ঢাকা আকাশ মুখ খুলতে চায় না ।))) এই লাইন গুলো।
খোন্দকার মোস্তাক আহমেদ "ক্ষুধার্ত মানুষের জন্য ভেজানো দরোজায় খিলান তক্তোপষের কঠিণ চোখ বিগড়ে আছে গ্লাণির বিষুধোষ্ণ চাঁদ" "এপ্রোনে ঢাকা আকাশ মুখ খুলতে চায় না" " অনভ্যস্ত কাক দুপুর ভাঙে শহরে" "অন্ধকার গ্রহন করতে শশব্যস্ত রোদ " কিংবা "ছেঁড়া ছাতার ফুটোয় বৃষ্টির নিবৃত্তি দেখতে এই শহরে- রাজপুত্তুর, পুরোধাবর্গ- ভূর্জপত্র, দস্তাবেজ হাতে করে দাঁড়িয়েছিল সারিবদ্ধ " ---সুন্দর চিত্রকল্প। তবে, আলোচ্য বিষয় "পরিবার" কে খুজে পেতে কষ্ট হচ্ছে !
আরমান হায়দার ভালো লাগল। শুভকামনা কবি।
জসীম উদ্দীন মুহম্মদ শামসুল আলম ভাই, সালাম নিবেন । আপনার কবিতা মুগ্ধ হয়ে পড়েছি । অনেক বড় মাপের লেখা । শুভ কামনা ।
মোঃ কবির হোসেন আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হলাম মনে হল কোথায় যেন হারিয়ে গেলাম. অনেক সুন্দর কবিতা. ধন্যবাদ.
এফ, আই , জুয়েল # বিরাট ভাব---- অসাধারন কথামালা । চমতকার একটি কবিতা ।।

২০ অক্টোবর - ২০১২ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪