তোমার জন্য কোমলতা

কোমলতা (জুলাই ২০১৫)

Md. Mainuddin
  • ৬০
বিলিয়ে দিলাম
তোমার জন্য যাবতীয় সব কোমলতা,
সুশোভিত-সুসজ্জিত বিছানা,
হাজার বাতির ঝলমলে আলোয়,
আলোকিত জানালা।
থাক তুমি অহর্ণিশ
হাজার তারার ঝিলমিল রাতে,
সুখে-সমৃদ্ধিতে হয়ে আহ্লাদে আটখানা।।
আমাদের সকলের কথা ভেবোনা,
যদিও আমাদের কুঠিরে তীব্র অন্ধকার,
আর আকাশে ঘোর অমানিশা,
দুঃখে, কষ্টে, শাপে-তাপে হয়ে আছি বেদিশা।
হ্যাঁ! আমাদের সব সওয়া আছে,
আমরা সব মেনে গেছি,
আমরা নিঃসঙ্কোচে সয়ে যাব তোমার যত সব নিষ্ঠুরতা!
এ দেশ তোমার, শুধুই তোমার,
তুমি রাজা, মহারাজা, জমিদার, রাণী, চৌধুরানী,
আর আমরা!
সীমান্তের তারকাঁটায় ঝুলে থাকা ফেলানি?
লাশ হয়ে ঝুলে থাকি, তুমি নির্বিকার
তোমার চোখের পাতাও খুলনি।
আমরা সহস্র দিনের অভুক্ত থাকা ফুটপাতের ফুলনি?
খেতে পেয়ে বেঁচে যাই,
তাই এঁটোকাঁটাও ফেলনি।
আমরা-
তোমার হেঁশেলের কুণোয় পড়ে থাকা খড়কুটো জ্বালানী!!
তোমার হাতে দিয়াশলাই কাঁঠি।
তুমি জ্বালালে জ্বলি,
নিভালে নিভি।
তোমার হাতে শাসনের ছড়ি, ডান্ডাবেড়ি,
মারলে সয়ে যাই,
চোখমুখ বুঝে পড়ে থাকি,
দৌড়ালে দৌড়ি,
এখান থেকে ওখানে,
কিন্তু কারো কাছে কোন অভিযোগ করিনা।
তোমার কাছে ও ন্যায় বিচার খুঁজিনা,
জানি চাইলেও তো পাবোনা,
হইনি কভুও আনমনা,
তাই নেই কোন বাড়তি ভাবনা।
অবশেষে, শুধু মনে রেখ-
বিধাতার কাছে তা জানিয়ে রেখেছি,
নালিশখানা লিখিয়ে দিয়েছি,
অপেক্ষায় আছি,
যত যাই হোক,
শেষবিচারের দিনে কিন্তু তোমায় ছাড়বোনা।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুনুর রশীদ ভূঁইয়া ভালো কবিতা ছিল এটি। ভালো লাগল। সময় পেলে আসবেন আমার পাতায়।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য। ইন-শা-আল্লাহ আসব আপনার পেজে।
মোহাম্মদ সানাউল্লাহ্ বিধাতার কাছে আপনার নালিশে একাত্মতা প্রকাশ করছি । ভাল লিখেছেন কবি । খুব ভাল লাগল । শুভ কামনার সাথে ভোটও রেখে গেলাম ।
অসংখ্য শুভকামনা ও মোবারকবাদ আমার অপটু হাতে লেখা এ নালিশের সাথে একাত্বতায়। আপনার ভালো লাগা আমার পরম পাওয়া। ধন্যবাদ ভালো থাকুন সতত।
তাপসকিরণ রায় মার খাওয়া মানুষের জেহাদী নালিশ--ভাল লাগল--আবেগের প্রতিবাদী উচ্চারণ। ধন্যবাদ।
ধন্যবাদ হে অগ্রজ আপনার উৎসাহ উদ্দীপক মন্তব্যের জন্যে।ভালো থাকুন সতত।
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগালো । আমার কবিতা ও গল্পের পাতায় আমন্ত্রণ রইলো ।
ধন্যবাদ।আপনার আমন্ত্রণ সাদরেই গ্রহণ করলাম।
হুমায়ূন কবির ভালো লাগল আপনার লিখা, শুভেচ্ছা রইল।
ধন্যবাদ আপনার ভালো লাগায়। আপনার জন্য ও একরাশ শুভেচ্ছা।
তুহেল আহমেদ আমরা ছাড়লেও একজন ঠিক আছে , যে ছাড়বে না । আ'দ-সামুদ থেকে ফেরাউন-নমরুদ বা ষ্পেন-গ্রানাডার ইসাবেলা , সবাই আসবে একই কাতারে … আপনার ক্ষীপ্রতার মাঝেও কোমলতা খোঁজে কুড়িয়ে বেঁচে থাকতে চাওয়াটা সত্যি অসাধারণ --
অনেক অনেক মোবারকবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য। ভালো থাকুন এই শুভকামনা রইলো।
গোবিন্দ বীন অপেক্ষায় আছি, যত যাই হোক, শেষবিচারের দিনে কিন্তু তোমায় ছাড়বোনা।। ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
ধন্যবাদ আপনার ভালোলাগায়। আপনার জন্য শুভকামনা। হ্যাঁ, অবশ্যই।

০৭ অক্টোবর - ২০১২ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪