আমি কেন কুৎসিত,কালো? তোমার ধপধপে জ্যোৎস্না শরীর, দুধ স্নাত রাতের মত উজ্জ্বল কেন? হাসির তরঙ্গে তোমার মুক্ত নির্ঝর স্বপ্ন!
তোমার আঁখি পল্লব যেন নির্লিপ্ত ঘুমের কারুকার্য ঘেরা, নিখুঁত আঁচড়ে শৈল্পিক তূলি টানে— তুলে ধরা—ধার ও মমতার চোখ।
আমি কেন কালো,কুৎসিত? তোমার বন্ধুর শরীর স্রোতস্বিনী নদী ধারার মত--ঈষৎ কাঁপা চঞ্চল-- তোমার স্নাত দেহরাগ--ছুঁয়ে থাকে স্ফটিক স্বচ্ছতায় ঊরু নাভি জঙ্ঘা ও উষ্ণ দ্রবধার।
এমনি এক দিনে তোমার প্রেমিকা এলো। দেহ তার পুরুষোচিত--দীর্ঘ কাঠামে বাঁধা, দৃঢ় চেত টান গ্রীবা,তীক্ষ্ণ তেজ দৃষ্টি ভার, ধারালো নাক ও চোখ। পেটা শরীরে তবু যেন পলল লালিত্য!
তবে আমি কেন কালো,কুৎসিত? প্রেমিকার দেহে তোমায় নিবেদিত দেখে ঈর্ষার দৃষ্টি চোখে নিজেকে আড়াল রাখি। জানি বড় দূরত্বে তুমি।তাই তো ঈর্ষার আগ্নি জ্বলা, অন্তঃস্থলে দাবদাহ,হৃদপিণ্ডে রক্ত ক্ষরণ, মনে হয়,তোমার প্রেমিকের শরীরে আমার রক্তাক্ত ছুরির ফলক!— আমার নিশপিশ ইচ্ছাগুলি—বাধা জাল অক্টোপাস ছিঁড়ে— মনে হয়,নখর জিঘাংসা স্পর্শে তোমায় ক্ষতবিক্ষত করি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানজিয়া তিথি
স্রোতস্বিনী নদী ধারার মত--ঈষৎ কাঁপা চঞ্চল--
তোমার স্নাত দেহরাগ--ছুঁয়ে থাকে স্ফটিক স্বচ্ছতায়
ঊরু নাভি জঙ্ঘা ও উষ্ণ দ্রবধার।------ মান সম্মত কবিতা । তবে কিছু শব্দের অর্থ আমার অজানা ।
ভাবনা
জানি বড় দূরত্বে তুমি।তাই তো ঈর্ষার আগ্নি জ্বলা,
অন্তঃস্থলে দাবদাহ,হৃদপিণ্ডে রক্ত ক্ষরণ,
মনে হয়,তোমার প্রেমিকের শরীরে
আমার রক্তাক্ত ছুরির ফলক!— ------------ শব্দ চয়ন ও ভাবনায় অসাধারন কবি ।
তানি হক
আমি কেন কুৎসিত,কালো?
তোমার ধপধপে জ্যোৎস্না শরীর,
দুধ স্নাত রাতের মত উজ্জ্বল কেন?
হাসির তরঙ্গে তোমার মুক্ত নির্ঝর স্বপ্ন!
....খুব ভালো লাগলো কবিতা ..ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন //
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।