সময় দর্শন

সরলতা (অক্টোবর ২০১২)

আরিফুল রনি
  • ২৯
  • ৮০
আসি বলে অনেকেই চলে গেছে;
তবু কেউ কখনও ফেরেনি।
জীবনের মধ্য দুপুরে বিষাক্ত চুম্বন এঁকে,
কেউ হয়ত বলেছিল, "অপেক্ষায় থেক; আবার দেখা হবে"।
তারপর দিনে দিনে অনেক কিছু বদলে গেছে_
বদলে গেছে কবির চিনত্দা, রাজনৈতিক মতাদর্শ, প্রেমিকের হৃদয়।
আর কিছু কিছু ইতিহাস হয়েছে বিকৃত পরিহাস।
অদৃশ্যে থেকে দেখেছি দৃশ্যত চারপাশ।
মানুষে মানুষে একি সুনিপুণ অভিনয়।
ওরা পোশাককে বানিয়েছে রঙিন ছদ্দবেশ।
ওদের মন থেকে মুখের দূরত্ব ক্রমবর্ধমান।
তাই ওরা কাউকেই আর বিশ্বাস করতে পারেনা।
_ না নিজেকে না অপরকে।

আমার দু'চোখ ভরে ফিরে আসে অগাধ শূন্যতা।
অমানিশার মত অসত্দিত্বকে গ্রাস করে নেয় খুব পরিচিত কিছু দীর্ঘশ্বাস;
অথবা তারও চেয়ে প্রগাঢ় কিছু বেদনা।
জীবনের কাছ থেকে হেরে গিয়ে জেনেছি,
সবশেষে মানুষ একা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক তাই ওরা কাউকেই আর বিশ্বাস করতে পারেনা। না নিজেকে না অপরকে। কবির প্রথম কবিতা...সুন্দর অভিব্যক্তি...খুব ভালো লাগলো...
খন্দকার আনিসুর রহমান জ্যোতি আসি বলে অনেকেই চলে গেছে; তবু কেউ কখনও ফেরেনি। জীবনের মধ্য দুপুরে বিষাক্ত চুম্বন এঁকে, কেউ হয়ত বলেছিল, "অপেক্ষায় থেক; আবার দেখা হবে"। তারপর দিনে দিনে অনেক কিছু বদলে গেছে_ বদলে গেছে কবির চিনত্দা, রাজনৈতিক মতাদর্শ, প্রেমিকের হৃদয়। আর কিছু কিছু ইতিহাস হয়েছে বিকৃত পরিহাস। ..........// অনেক ভাল কবিতা মান সম্মত কবিতা....আরিফুল রনি আপনাকে ধন্রবাদ..........
এফ, আই , জুয়েল # সুন্দর ।।
ঝরা অনেক ভালো
সুমন রায় সুন্দর। খুব ভালো।
মাহবুব খান কবি নতুন ,সাগতম / লেখা পুরনো ,পাকা হাত / অনন্য
ম্যারিনা নাসরিন সীমা অদৃশ্যে থেকে দেখেছি দৃশ্যত চারপাশ। মানুষে মানুষে একি সুনিপুণ অভিনয়। -কবিতাটা পড়ে সত্যি মুগ্ধ হলাম ।
arn very good poem . thanks .
রোদের ছায়া অনেক ভালো লাগলো বিশেষ করে শেষ প্যারাটি তো অসাধারণ লিখেছেন .........শুভকামনা রইলো..

১৭ সেপ্টেম্বর - ২০১২ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫