ব্যাপ্তি বনাম সরলতা

সরলতা (অক্টোবর ২০১২)

শাহরিয়ার পাভেল
  • ২৭
  • ২৫
সূর্য দীপ্ত প্রখর, কঠিন কিরণে পুড়ে যায়
বালুকণা, জ্বলে উঠে জলকণা, তবুও সেখানে
খুঁজে পাই অবাধ সারল্য। আরাধ্য যারে নিয়ে
প্রতিক্ষণ মনে মনে, সেই সে আকাশ –
এখনও কতটা ধুঁয়াশা, কুয়াশা হয়ে রঙ বদলায়
ক্ষণে ক্ষণে।
সূর্য অস্থিত্বহীন নয় অথচ আকাশ এখনও মরিচিকা
কেবলই মিলিয়ে যায় শূন্য অগোচরে। ব্যাপ্তির বিশালতায়
হারিয়ে যাওয়া সরলতা খুঁজে ফিরি উন্মত্ত নেশায়।
নিয়ত প্রসারমান ব্যাপ্তির অশনি প্রলোভনে
সরল হিসেব গরল করে ভ্রান্ত হাওয়ায় উদ্ভ্রান্ত
পথিকের মত দ্বিগ্বিদিক ছুটোছুটি – এই বুঝি
হারিয়ে ফেললাম সূর্য; আরেকটি নক্ষত্রের পতন
এখনই এইমাত্র- আমার বুক থেকে।
ব্যাপ্তির বিশালতায় সরলতার পতন অনিবার্য!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক অনেক সুন্দর কবিতা...খুব ভালো লাগলো...শুভ কামনা... |
রোদের ছায়া সুন্দর সুন্দর শব্দ দিয়ে সাজান কবিতা কিন্তু ভাই ব্যাপ্তির বিশালতার সাথে সরলতার কি কোন শত্রুতা আছে ?''ব্যাপ্তির বিশালতায় সরলতার পতন অনিবার্য!'' এই লাইনটি বুঝতে কিছুটা সমস্যা হল । তবে শুভকামনা থাকলো।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমার কাছে মনে হয়েছে ওরা (ব্যাপ্তির বিশালতা আর সরলতা) পরস্পরের সাথে ব্যস্থানুপাতিক সম্পর্কে আবদ্ধ। আরোও ভাল করে বললে, ট্রেড অফ (Trade off) বলতে পারেন। আমার মনে হয়েছে, আপনি যত বিস্তৃত হবেন (দায়িত্বে, সম্পর্কে, জ্ঞানে ইত্যাদি) তত আপনার মাঝে বর্তমান "সরলতা" হ্রাস পাবে; আপনার ব্যাপ্তির অস্থিত্ব অক্ষুন্ন রাখতে কিংবা তার পরিধি আরোও বাড়াতে সরলতাকে অটুট রাখা বাস্তবিক অর্থে অসম্ভব!
জিয়াউল হক সুন্দর।শানিত বক্তব্য । ভাল লাগল ।
ম্যারিনা নাসরিন সীমা পছন্দে রাখার মত কবিতা । চমৎকার !
মোঃ সাইফুল্লাহ সরল হিসেব গরল করে ভ্রান্ত হাওয়ায় উদ্ভ্রান্ত পথিকের মত দ্বিগ্বিদিক ছুটোছুটি – এই বুঝি ////////////////////// ভালো লাগলো
আপনার ভাল লাগায় আমারও ভাল লাগলো।
কায়েস দারুন হয়েছে
ওসমান সজীব চমৎকার কবিতা
প্রবল উত্সাহ বোধ করছি।
শামীম আহমেদ খুব ভাল হইছে। অনেক দিন পর ভাল একটা কবিতা পরলাম।
অনেক ধন্যবাদ। বেশ অনুপ্রাণিত হলাম।

১৩ সেপ্টেম্বর - ২০১২ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪