কষ্ট

কষ্ট (জুন ২০১১)

অনিকেত jamal
  • ১২
  • 0
  • ৫০
হতাসা থেকে জন্ম নেয়
এবং জন্ম থেকেই জ্বলে
ধোয়া ও ছাইহীন;
জ্বলে অঙ্গার হয়
কিন্তু কয়লা বেরোয় না!
ক্রমাগত জ্বলে দিনে রাতে
আগুন দেখা দেয় না!
জ্বলন্ত অস্থিরতা; কষ্ট।
সে কষ্টের বাহন মন
মনের বাহন মস্তিস্ক
তবুও কষ্ট পাই বুকে!

দীর্ঘ থেকে দীর্ঘতর হয়
কষ্টের দীর্ঘশ্বাস
বের হয় হৃদয় থেকে
বুকের ভেতর যন্ত্রণা দিয়ে;
কখনো বরফ কুচির মতো
বেয়ে বেয়ে হৃদপিন্ডে নামে
আবার বর্ষার জলের মতো
তা- থৈ থৈ করে অকৃজ্ঞ কষ্ট।
জলের প্রবাহ নেই
কিন্তু অবিরত প্রবাহিত হয়
মস্তিস্কের প্রতিটি সেলে।
কিন্তু কষ্ট পাইৰুকে।


বহু কথার ফাঁকে থাকে
মানুষের থাকে কষ্ট নিরন্তর
জ্বলে, ডুবে, ভাসে, পুড়ে
তাজা ও আদমরা হয় ক্ষণে ক্ষণে
এই বুকে ভেতরে, এই বুকের মধ্যে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফাতেমা প্রমি কবিতা সুন্দর,সুন্দর alignment.. ..সমস্যা হলো ''গল্প'' দেখাচ্ছে কেন? তাও আবার মাসের শেষে...
সূর্য কবিতার গতি ভাল ছিল। কেন যেন মনে হলো কবিতার শেষ অংশটা ছন্দে হলে একটা ভিন্ন মাত্রা পেত।
এফ, আই , জুয়েল # দেহ-মনের গলিপথে কষ্টের আঁকাবাকা বয়ে চলা যে দারুন ব্যথা-বেদনার জন্ম দেয় ---তার আলঁপনা আঁকা সুন্দর কবিতা ।।
আবু ফয়সাল আহমেদ আরও ঘসা মজা করতে হবে
খোরশেদুল আলম বুকেইতো ভালোবাসা থাকে তাই একটু কষ্ট পেলে বুকে অনেক বড় মনেহয়। আর মস্তিস্ক সেইতো সব ধারণ করে।
sakil দীর্ঘ থেকে দীর্ঘতর হয় কষ্টের দীর্ঘশ্বাস // অনেক সুন্দর একটা কবিতা . ভালো লেগেছে , শুভকামনা থাকলো ,
মামুন ম. আজিজ কবিতা ভালো। কিন্তু গল্পের মধ্যে আসায় আমার আপত্তি থাকল।
এস, এম, ফজলুল হাসান আবার বর্ষার জলের মতো / তা- থৈ থৈ করে অকৃজ্ঞ কষ্ট। --- ভালো লাগলো কবিতাটি

০২ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪