আমার বমি আসে !

ভোর (মে ২০১৩)

শিউলী আক্তার
  • ২৪
  • ৩২
রাত্রি এখন দ্বিপ্রহর
আঁধার যামিনী এখনও অনেক বাকি আর আমি
স্বপ্নাতুর কামিনী
ভোরের নৈবেদ্য দু হাতের মুঠোয় করে জেগে আছি !
হঠাত মহাকাশের গর্ভ থেকে খসে পড়ে ধুমকেতু
নস্টালজিয়া মন খুলে বসে ডায়রির পাতা
খুঁটে খুঁটে দেখে সুখের পায়রার তুলির আঁচড়
কখন জাগবে ভোর ?
কখন আসবে মন চোর ?
আমি জেগে আছি, জেগে আছে কিছু নিরব নিশাচর
নক্ষত্র বীথিকা, রাতে ফোঁটা শিউলী
ঐ শোনা যায় দূরের কোন কাশবনে শেয়ালের হাঁক
মাঝে মাঝে এক সাথে ডেকে উঠে কিছু ঝি ঝি
তাতে কি ? হৃদয়ের উত্তাপ শুধু বাড়ে !
এতো টুকুও যন্ত্রণা প্রশমিত হয় না ।
যেখানে ফসলের মাঠ ইঁদুরে কুট কুট করে কাটে
রাজপথ কাঁদে একাকীত্বের ঘূর্ণিপাকে
হঠাত ধেয়ে আসে লু হাওয়া, অন্ধকারের জমাট স্তূপ
আমার বমি আসে !
মুখ ভরে বমি আসে !
পাকস্থলী ছিঁড়ে বেরিয়ে আসতে চায় সকল পরিতাপ
যদিচ ভোর আসে !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য "কখন আসবে মন চোর" কবিতার এ অংশটা পর্যন্ত এক রকম। শেষের দিকে "যেখানে ফসলের মাঠ ইঁদুরে কুট কুট করে কাটে" "পরিতাপ" -র কারনে একটা অষ্পষ্টতা তৈরি হয়েছে মনে হলো। কারণ এ দুটো উপমা অনভিপ্রেত অধিকার প্রতিষ্ঠায় জমা হওয়া শ্লেষ উঠে আসে। আসলে কবিতা এমন একটা প্রকাশ যা কবি ছাড়া অন্যদের বুঝাটা বেশ কঠিন। গঠন শব্দপ্রয়োগ সবই ভালো লেগেছে।
মামুন ম. আজিজ বমি আসলে বিম কে ফেলা ভালো....দেহ শান্তি পায়....দারুন লিখেছেন
জাকিয়া জেসমিন যূথী কবিতার কোন অংশটা বলবো যে এইটুক সুন্দর লেগেছে? পুরোটাই ভালো লেগেছে। অনেক গভীর ভাবনা আপয়ান্র কবিতায়।
তানজিয়া তিথি নস্টালজিয়া মন খুলে বসে ডায়রির পাতা খুঁটে খুঁটে দেখে সুখের পায়রার তুলির আঁচড় কখন জাগবে ভোর ? কখন আসবে মন চোর ?---- এই অংশ টুকু অসাধারণ !
তানি হক ভোরের নৈবেদ্য দু হাতের মুঠোয় করে জেগে আছি ! হঠাত মহাকাশের গর্ভ থেকে খসে পড়ে ধুমকেতু....দারুন সুন্দর কবিতা ..অনেক অনেক ভালো লাগলো ..শিউলি আপু...আপনাকে ধন্যবাদ
ঐশী আর আমি স্বপ্নাতুর কামিনী ভোরের নৈবেদ্য দু হাতের মুঠোয় করে জেগে আছি ! হঠাত মহাকাশের গর্ভ থেকে খসে পড়ে ধুমকেতু// অনবদ্য কবিতা !
এস, এম, ইমদাদুল ইসলাম ভাল লিখেছেন ।
ধন্যবাদ ইমদাদুল ইসলাম ভাই ।
তাপসকিরণ রায় কবিতার ভাব ভাষা ভাবনা সুন্দর--আধুনিক কবিতায় অনেকখানি আপনি উত্তীর্ণ হতে পেড়েছেন,এটা বলতেই হবে।
সিয়াম সোহানূর ভাবনারা ডানা মেলে ভাবনার অতলে । আমি অবাক চোখে দেখি সেই ভোর। আমার স্বপ্নটা মুঠোয় পাব কবে , কখন ?
ইউশা হামিদ অসাধারণ শব্দ চয়ন ও ভাবের গাঁথুনি ।

২৬ আগষ্ট - ২০১২ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪