শৈশব স্মৃতি

শৈশব (সেপ্টেম্বর ২০১৩)

হিমেল চৌধুরী
  • ১২
  • ৮১
মাঝে মাঝে স্বপ্নরা এসে ভিড় করে
সূর্যমুখীর মতো তাকিয়ে থাকে আমার মুখের দিকে
আমি যেদিকে যাই সেদিকে তাকায়
চোখ তুলে ডাকে হাতের ইশারায়
হাসে দাঁত বিহীন কিশোরীর মতো।

আমি বুঝি ওরা আমার কিশোর স্বপ্ন খেলার সাথী
মনের তরীতে ঘুরি খড়ের গাদায় শুয়ে দেখি শরতের নীল আকাশ।
ভাবী আকাশ-পাতাল প্রেম-ভাললাগা শুভ্র-সকাল প্রজাপতি
নাটাই হাতে রঙিন ঘুড়ি উড়াই মাঠে।

যত বড় হই তত স্বপ্ন বাড়ে
যত স্বপ্ন বাড়ে ঘুড়ি তত আকাশ ছুঁতে মহাকাশে উড়ে
মাঞ্ছামারা সুতায় নামাই আকাশের নীল কষ্ট
আমার শিরা উপশিরায়।

তারপর একদিন আরো বড় হই
স্বপ্নরা দূরে চলে যায় পাখির মতো
আমি বসে থাকি এখনো স্বপ্নের আশায়।

খেজুর ডালে বামহাত রেখে যে কিশোরী ঘাড় কাত করে
তাকিয়ে থাকত আকাশের ঘুড়ির দিকে
আজ তার মেরুদন্ড বাঁকা, হাতের কুঁচকানো চামড়া
বয়সের অংক কষে সময়ের খাতায়।
ধুষর চোখে সুরমা আঁকেনা, ছোট ছোট নিঃশ্বাসে কাঁদেনা
দাঁত গুলো সাক্ষীদেয় কত বছরের পুরনো পানের কালো দাগ।

আমি দুরন্ত মনে এখনো কল্পনার জাবরকাটি
অথচ তোমরা আমাকে বল প্যারালাইজ্‌ড।

সুতো ছিঁড়া ঘুড়ির পিছনে দৌড়াতে দৌড়াতে
সাইল ক্ষেতের শুকনো মাটিতে আছড়ে পড়ি
তখন সে চোখের জলে সুরমা ধোয়।
ওর ডান হাতে নাটাই দিয়ে বাম হাতের কাঁটা তুলি
আমার দিকে তাকিয়ে থাকে সূর্যমুখীর মতো
ছানিপড়া চোখে দেখি সেই সুরমা ধোয়া কালো চোখ।

দেখি খিলখিল করে হেসে উঠা ছোট্ট মুখ ঢেকে
কারো পিছনে লুকায়।
ছানিপড়া অন্ধকার চোখে আমি এখনো দেখি নব্বই বছর পিছনে
সেই ছোট্ট সুন্দর নিষ্পাপ মুখের শৈশব স্মৃতি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কনিকা রহমান ভালো লিখেছেন ... ভালো লাগলো
ভালো লাগেনি ২৬ সেপ্টেম্বর, ২০১৩
ধন্যবাদ আপনাকে।
ভালো লাগেনি ২৬ সেপ্টেম্বর, ২০১৩
খোরশেদুল আলম খেজুর ডালে বামহাত রেখে যে কিশোরী ঘাড় কাত করে তাকিয়ে থাকত আকাশের ঘুড়ির দিকে আজ তার মেরুদন্ড বাঁকা, হাতের কুঁচকানো চামড়া বয়সের অংক কষে সময়ের খাতায়। / দেখি খিলখিল করে হেসে উঠা ছোট্ট মুখ ঢেকে কারো পিছনে লুকায়। -// শৈশব স্মৃতিগুলো এখনো বর্তমান। খুব ভালো লাগলো।
ভালো লাগেনি ১৫ সেপ্টেম্বর, ২০১৩
ধন্যবাদ আপনাকে।
ভালো লাগেনি ১৭ সেপ্টেম্বর, ২০১৩
আমির ইশতিয়াক অনেক সুন্দর একটি কবিতা পড়লাম। শুভ কামনা।
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১৩
ধন্যবাদ আপনাকে।
ভালো লাগেনি ১৭ সেপ্টেম্বর, ২০১৩
জালাল উদ্দিন মুহম্মদ মনের তরীতে ঘুরি খড়ের গাদায় শুয়ে দেখি শরতের নীল আকাশ। - ----- দুরন্ত শৈশব বন্দী হয়েছে আপনার কবিতায় নিপুণ কুশলতায় । ধন্যবাদ ও শুভকামনা ।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৩
ধন্যবাদ কবিতা পড়ার জন্য। আপনার জন্যও শুভেচ্ছা।
ভালো লাগেনি ১৭ সেপ্টেম্বর, ২০১৩
ওসমান সজীব আমি দুরন্ত মনে এখনো কল্পনার জাবরকাটি অথচ তোমরা আমাকে বল প্যারালাইজ্‌ড। লাইন দুটি নজর কাড়ল ৈচিত্র্য ময় শৈশব দারুন কবিতা
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৩
ধন্যবাদ আপনাকে।
ভালো লাগেনি ১৭ সেপ্টেম্বর, ২০১৩
মিলন বনিক হিমেল ভাই..পৃথিবীর সব মানুষের তিনটা জিনিষের একই রুপ...হাসি, কান্না আর শৈশব....চমৎকার চিত্র এঁকেছেন...এই মনে হচ্ছে এইমাত্র ফিরে এলাম সেই দিনগুলো থেকে....খুব ভালো লাগলো....
ভালো লাগেনি ৫ সেপ্টেম্বর, ২০১৩
মিলন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো লাগেনি ১৭ সেপ্টেম্বর, ২০১৩
তানি হক খুব খুব ভালো লাগলো হিমেল ভাই ।
ভালো লাগেনি ৫ সেপ্টেম্বর, ২০১৩
আপু আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৩
রোদের ছায়া একেবারে কিশরবেলার প্রেমের কাহিনি দেখছি । আহা সেই মন ছোঁয়া কথা............... ''খেজুর ডালে বামহাত রেখে যে কিশোরী ঘাড় কাত করে তাকিয়ে থাকত আকাশের ঘুড়ির দিকে আজ তার মেরুদন্ড বাঁকা, হাতের কুঁচকানো চামড়া বয়সের অংক কষে সময়ের খাতায়।'' অনেক সুন্দর একটা গল্প যেন কবিতার মাধ্যমে তুলে আনা হয়েছে...
ভালো লাগেনি ৫ সেপ্টেম্বর, ২০১৩
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৩
Jontitu সুতো ছিঁড়া ঘুড়ির পিছনে দৌড়াতে দৌড়াতে সাইল ক্ষেতের শুকনো মাটিতে আছড়ে পড়ি তখন সে চোখের জলে সুরমা ধোয়। -/ সুন্দর বর্ণনায় শৈশব প্রেমের চমৎকার একটি কবিতা। খুব ভালো লাগলো।
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৩
ধন্যবাদ আপনাকে।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৩
এশরার লতিফ চমৎকার কবিতা, দুর্দান্ত।
ভালো লাগেনি ৩ সেপ্টেম্বর, ২০১৩
ধন্যবাদ ভাই।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৩

২৫ আগষ্ট - ২০১২ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪