
এই তো সে দেশ আমার
আমার দেশ আমার অহংকার সংখ্যা
মোট ভোট ৮ প্রাপ্ত পয়েন্ট ৪.৬১
comment ৯
favorite ০
import_contacts ২২৭
সবুজে ঘেরা বেশ
আম-কাঠালের দেশ
যেন এক স্বপ্নপূরী
দোয়েল-শালিকের
কুহুকুহু কোকিলের
কন্ঠে যে কী মাধুরী!
রংধনু আকাশে
সুগন্ধ বাতাসে
শাপলা-শালুক-পদ্মের
ভাটিয়ালী-জারিতে
মাঝির কণ্ঠে ক্ষেতে
ঝংকার ওঠে শব্দের।
এই তো সে দেশ আমার,
যে দেশ আমার অহংকার।
ভাষার জন্য জান
যে জাতি করেছে দান
ঝরিয়েছে বুকের রক্ত
বর্বর হানাদার
অবিচার অনাচার
গুঁড়িয়ে দিয়েছে হাতে-শক্ত!
তিতুমীর ভাসানী
মুজিব ওসমানী
বিদ্রোহী বীর কাজী নজরুল
ছড়িয়েছে মুক্তির
হিমাদ্রি শক্তির
স্বাধীনতার সবুজ-লাল ফুল।
এই তো সে দেশ আমার,
যে দেশ আমার অহংকার।
আম-কাঠালের দেশ
যেন এক স্বপ্নপূরী
দোয়েল-শালিকের
কুহুকুহু কোকিলের
কন্ঠে যে কী মাধুরী!
রংধনু আকাশে
সুগন্ধ বাতাসে
শাপলা-শালুক-পদ্মের
ভাটিয়ালী-জারিতে
মাঝির কণ্ঠে ক্ষেতে
ঝংকার ওঠে শব্দের।
এই তো সে দেশ আমার,
যে দেশ আমার অহংকার।
ভাষার জন্য জান
যে জাতি করেছে দান
ঝরিয়েছে বুকের রক্ত
বর্বর হানাদার
অবিচার অনাচার
গুঁড়িয়ে দিয়েছে হাতে-শক্ত!
তিতুমীর ভাসানী
মুজিব ওসমানী
বিদ্রোহী বীর কাজী নজরুল
ছড়িয়েছে মুক্তির
হিমাদ্রি শক্তির
স্বাধীনতার সবুজ-লাল ফুল।
এই তো সে দেশ আমার,
যে দেশ আমার অহংকার।
আরও দেখুন