
জীবন্মৃত
মমতা সংখ্যা
মোট ভোট ৭ প্রাপ্ত পয়েন্ট ৪.৬
comment ৯
favorite ০
import_contacts ১৭০০
আমি এমনই এক বৃক্ষ যার
ডালপালা বেয়ে ছড়িয়ে আছে
কাঁচা সবুজের রোদ
আর ইতিহাস হয়ে পড়ে আছে
নামগোত্রহীন শিকড় বেয়ে বীজ।
হৃদয়ের সমস্ত বাসনায় আমাকে
তাড়িয়ে বেড়ায় শহুরে বাতাস,
"কে তুমি হে ?
কোথা হতে আসলে এই
অবহেলার নগরে"?
এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে
কেঁপে ওঠেছে আমার পৃথিবী,
থমকে গেছে বাঁশির সুর।
ধুলোর দিকে তাকিয়ে উত্তর দিলাম,
"আমি একা। মমতাহীন বেড়ে ওঠা
তোমাদের কল কবজাময় শহরে
বেঁচে থেকেও মৃত এক প্রাণ।
এরচে বেশি প্রশ্নের উত্তর
পারব না দিতে।"
ডালপালা বেয়ে ছড়িয়ে আছে
কাঁচা সবুজের রোদ
আর ইতিহাস হয়ে পড়ে আছে
নামগোত্রহীন শিকড় বেয়ে বীজ।
হৃদয়ের সমস্ত বাসনায় আমাকে
তাড়িয়ে বেড়ায় শহুরে বাতাস,
"কে তুমি হে ?
কোথা হতে আসলে এই
অবহেলার নগরে"?
এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে
কেঁপে ওঠেছে আমার পৃথিবী,
থমকে গেছে বাঁশির সুর।
ধুলোর দিকে তাকিয়ে উত্তর দিলাম,
"আমি একা। মমতাহীন বেড়ে ওঠা
তোমাদের কল কবজাময় শহরে
বেঁচে থেকেও মৃত এক প্রাণ।
এরচে বেশি প্রশ্নের উত্তর
পারব না দিতে।"
ট্যাগগুচ্ছ
আরও দেখুন