রাজবন্দীর জবানবন্দী

মুক্তিযোদ্ধা (ডিসেম্বর ২০১২)

ইউশা হামিদ
  • ৪১
  • ১১৫
বেয়নেটের প্রতিটি খোঁচায় শুনি
অনাগত শিশুর বোবা হাসি, পাথর মন আরও পাথর হয়
গলে গলে বেরিয়ে আসে অগ্নি স্ফুলিঙ্গ
বন্দীশালার চার দেয়ালে আঁচড়ে পড়ে বুলেট নিঃশ্বাস
ক্ষুদিরাম, সূর্যসেন, তিতুমীরের অমর আত্মা
নাসারন্ধ্রের ছিদ্র পথে ফিরে ফিরে আসে
ঘাসের থালা দিয়ে যায় ইবলিশের দোসর, নিরুত্তাপ ফাগুনে আগুন লাগে
চোখের দৃষ্টি হয় তরতাজা শেল
ঘৃণার বিষ বাষ্প মিলায় বাতাসে
অজান্তেই লক লকে জিহ্বা ছিঁড়ে বেরিয়ে আসে এক দলা থুতু
চুপ রাও বেয়াদব, হাঁকে মূর্তিমান আজরাইল
খুনের নেশায় আগ্নেয়গিরি হাত চেপে ধরে উল কচুর গ্রীবা
মনে মনে জপ করি ফাঁসির মঞ্চ, হাতের মুঠোয় ধরা নতুন মানচিত্র
দূর্বা ঘাসের কোমল বুকে চার হাত পা ছড়িয়ে দেওয়া সুখ
পাগলিনী যক্ষ প্রিয়ার আধলা মুখ
দু হাতে খাবলাই মাটি, গায়ে মাখি চন্দনের সুবাস
দোয়েল, শ্যামা খিড়কি পথে বিজয়ের সুর তুলে
হাছন, লালন আবার ফিরে আসে
বুক ভরা আকাশ নিঃশ্বাস তৃপ্তির ঢেঁকুর তুলে
অবাক তাকিয়ে দেখে মহাবিশ্ব , আমার বুকের জমিনে আঁকা লাল সবুজ চিত্র !

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এম এ মান্নান বন্দীশালার চার দেয়ালে আঁচড়ে পড়ে বুলেট নিঃশ্বাস ক্ষুদিরাম, সূর্যসেন, তিতুমীরের অমর আত্মা নাসারন্ধ্রের ছিদ্র পথে ফিরে ফিরে আসে ------- ভাল লিখেছেন ! আপনার চেতনা বুঝতে পেরেছি । শুভেচ্ছা দিলাম কবি ।
এফ, আই , জুয়েল # ভালো লাগলো ---- নব বর্ষের শুভেচ্ছা রইলো ।
জোনাকি আপনার কবিতা পড়ে মুগ্ধ হ্লাম ভাই ।
আপনাকে ধন্যবাদ জোনাকি ।
এস, এম, ইমদাদুল ইসলাম প্রতিটা চরনের গভীরতা মনে রেখাপাত করার মত । ভাল লাগল ।
ধন্যবাদ ইমদাদুল ইসলাম ভাই ।
মোহসিনা বেগম দুর্দান্ত কবিতা লিখেছেন ইউশা হামিদ । বাজীমাৎ হয়েছে ।
জেবুন্নেছা জেবু দূর্বা ঘাসের কোমল বুকে চার হাত পা ছড়িয়ে দেওয়া সুখ পাগলিনী যক্ষ প্রিয়ার আধলা মুখ দু হাতে খাবলাই মাটি, গায়ে মাখি চন্দনের সুবাস দোয়েল, শ্যামা খিড়কি পথে বিজয়ের সুর তুলে ---------- অসাধারন আপনার লেখার ক্ষমতা ! দারুণ লিখেছেন ।
ভালো লাগেনি ২১ ডিসেম্বর, ২০১২
জেবু আপা আপনাকে ধন্যবাদ ।
রোদের ছায়া টর্চার সেল এর বিদ্রোহী মুক্তিযোদ্ধার সাহসী উচ্চারণ .........খুব ভালো লাগলো কবিতা ...শেষ লাইনটি ভেঙ্গে লিখলে পড়তে সুবিধা হতো বলে মনে হচ্ছে ......অনেক শুভেচ্ছা থাকলো........
ভালো লাগেনি ১৯ ডিসেম্বর, ২০১২
রোদের ছায়া আপুনি আপনাকে ধন্যবাদ ।
সূর্য টর্চারসেলে এক মুক্তিযোদ্ধার চিন্তা, বেশ ভালই লাগলো।
ভালো লাগেনি ১৮ ডিসেম্বর, ২০১২
সূর্য ভাই আপনাকে ধন্যবাদ ।
শিউলী আক্তার দোয়েল, শ্যামা খিড়কি পথে বিজয়ের সুর তুলে হাছন, লালন আবার ফিরে আসে বুক ভরা আকাশ নিঃশ্বাস তৃপ্তির ঢেঁকুর তুলে অবাক তাকিয়ে দেখে মহাবিশ্ব , আমার বুকের জমিনে আঁকা লাল সবুজ চিত্র !----------- ইউশা হামিদ আপনার কবিতাটি পড়লাম । শব্দ চয়ন ও ভাবের গভীরতায় একেবারে মুগ্ধ । শুভ কামনা ।
ভালো লাগেনি ১৮ ডিসেম্বর, ২০১২
শিউলী আপু অশেষ কৃতজ্ঞতা ; আপনি আমার কবিতা পড়েছেন ।
নিভৃতে স্বপ্নচারী (পিটল) একাত্তরের বাস্তব চিত্র। বেশ ভাল লাগলো
ভালো লাগেনি ১৬ ডিসেম্বর, ২০১২
পিটল ভাই আপনাকে ধন্যবাদ ।

০৮ জুন - ২০১২ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫