আজো প্রতিক্ষায় আমি

আমি (নভেম্বর ২০১৩)

মোঃ গালিব মেহেদী খাঁন
  • ১৩
  • ৬৯
আর কতটা পথ হাঁটলে পৌঁছুব গন্তব্যে?
কতটা বিদীর্ণ হলে জুড়াব?
আর কতটা সময় পার হলে
গাঢ়হ এ আধার চিরে নব আলোকে হব স্নাত?

প্রতীক্ষার প্রতিটি প্রহর কাটে
কি এক অদ্ভুত আচ্ছন্নতায়।
এই বুঝি হল ভোর।
কুয়াশার চাদর ফুরে এই বুঝি উকি দিল সোনা রোদ।

হায় কিছুতেই হয়না সকাল,
কাটে নিমেষের ঘোর।
পুনঃ পরে থাকা পুন সয়ে যাওয়া
পুন প্রতীক্ষার ক্ষণ গোনা
অভিশপ্ত জীবন যেন কিছুতেই হয়না শাপমোচন।

এক একটি একলা ক্ষণ
এক একটি দিশা হীন পদক্ষেপ
এক একটি আর্তনাদ আমার
আধারের প্রতিটি ভ্রুকুটি করে নিত্য উপহাস।

তবু কি আশায় আজো উন্মুখ তনুমন
একটুকু ছোঁয়া কিংবা উষ্ণ আলিঙ্গন
চঞ্চু থেকে তার একটুকু মদিরা গ্রহণ
খুনসুটিতে মেতে ওঠার সে কি দুর্নিবার আকর্ষণ।

আমাকে নিত্য দেয় প্রতীক্ষার তালিম
সুবোধ বালক আমি নিত্য নেই পাঠ
অসহ্য যন্ত্রণা সয়ে সয়ে হয়ে উঠি আরও আকুল
দু হাত বাড়িয়ে কেউ নির্ঘাত, আমারই প্রতীক্ষারত।

পুরটা পথ পাড়ি দেব, সয়ে যাব সবটুকু
একলা প্রহরের সাক্ষী হব আরও।
শর্তের বেড়াজাল ডিঙ্গিয়ে মোহনায় পৌঁছে যাব ঠিক
তুমি শুধু থেক, বরন ডালা নিয়ে নয় হাসিটুকু শুধু চঞ্চুতে ধরে রেখ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মনতোষ চন্দ্র দাশ শর্তের বেড়াজাল ডিঙ্গিয়ে মোহনায় পৌঁছে যাব ঠিক তুমি শুধু থেক, বরন ডালা নিয়ে নয় হাসিটুকু শুধু চঞ্চুতে ধরে রেখ...খুব ভাল একটি কবিতা পড়লাম। এক কথায় অসারণ লেগেছে।অনেক.. অনেক..শুভেচ্ছা রইল।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি এক একটি একলা ক্ষণ এক একটি দিশা হীন পদক্ষেপ এক একটি আর্তনাদ আমার আধারের প্রতিটি ভ্রুকুটি করে নিত্য উপহাস।...............// খুব ভাল......সহজ সরল উপমা অথচ ভাব গম্ভীর........অনেক ধন্যবাদ গালিব বাই আপনাকে........
মিলন বনিক আমাকে নিত্য দেয় প্রতীক্ষার তালিম সুবোধ বালক আমি নিত্য নেই পাঠ...দাদা অনেক অনেক সুন্দর আর ভালো লাগা...শুভকামনা...
অনেক ধন্যবাদ দাদা আপনাকেও
হিমেল চৌধুরী অসহ্য যন্ত্রণা সয়ে সয়ে হয়ে উঠি আরও আকুল দু হাত বাড়িয়ে কেউ নির্ঘাত, আমারই প্রতীক্ষারত। ........ অনেক ভালো লিখেছেন।
হিমেল ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন।
মোঃ গালিব মেহেদী খাঁন নগ্নপদ এক হিমালয়। এক রকম কি হয় সবকিছু, কিংবা সবাই? সবাইকেই যে হতে হবে গোছানো এমনই বা কি বাধ্যবাধকতা। কেউ একজন না হয় হলই বাউণ্ডুলে। একজন অগোছালোই রইল না হয় তোমাদের সাজানো জগতে। পরিপাটির মিছিলে হেটে চলুক নগ্নপদ এক যাত্রী। খুব কি অশালীন হবে বল? উদ্ভট আচরণে কেউ যদি হতে চায় বিশেষ একজন যৌক্তিক সমাজে এই একলা এক অযৌক্তিক। যন্ত্রণাদায়ক তো নয়! একটু সয়ে যাওয়া তার পাগলামি। বাদলেরই সাথে সখ্যতায় কিছু কি ক্ষতি হয়? বাসন্তী রঙ্গে সেজে, গিলে খাক সে পূর্ণচন্দ্র হোক না বৃষ্টিস্নাত আরও আকুল; এই ভরা জ্যোৎস্নায়। নিকষ আধারে তার একাকী পথ চলা, নিরুদ্বিগ্ন জীবনে নিরা’দের আশা যাওয়া। অথবা আত্ম মগ্নতায় তার পরে থাকা যদি বিভ্রান্ত করে তোমায় তবে সে ভুল তোমারই, দায়টাও। হিংসা-লোভ আর লালসার বাইরেও থাকে অসংজ্ঞায়িত জীবন। কপর্দকশূন্য সেই সহজিয়া যাপন। নিখাদ আনন্দে ভেসে চলা, আপনার সুখে আপনি বুঁদ হয়ে থাকা। আর কেউ নয় তুমিই সে, তোমাতেই বাস তার। কেউ খুঁজে বেড়ায়, কেউবা আপনি সাজায় আপনার মাঝে অদ্ভুতুড়ে তারে আপনি পাওয়া যায়। ************* - See more at: http://aponvubon.com/blog/index.php?s=12&user_id=118&post_id=794#sthash.VFaau7h8.dpuf
মৌ রানী আপনার কবিতায় ঠিক কবিতার ভাব পেলাম। অনেক ভালো লাগলো।
অকবির কবিতায় কবিতার ভাব(!)। জেনে আনন্দিত হলাম। ভাল থাকুন।
Rumana Sobhan Porag খুবই ভাল লেগেছ।
তানি হক বেশ কিছুদিন পর আপনার কবিতা পড়লাম ... অসাধারণ লাগলো । আপনাকে ধন্যবাদ ।
কবিদের গৃহে অকবির আগমন যত কম হয় ততই মঙ্গল! তানি হোক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
ভাইয়া আপনি আমার একজন প্রিয় কবি সব সময়ই আপনার কবিতা অনেক ভালোলাগা নিয়ে পড়ি ।। আমার কবিতায় আপনার উপস্থিতি পেলে ভীষণ খুশি হব ।
ইব্রাহীম রাসেল ভালোলাগা রেখে গেলাম। শুভ কামনা রইল।
অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকুন।

১৯ মে - ২০১২ গল্প/কবিতা: ২৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী