নিঃশব্দের অভিযাত্রী।

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১২)

মোঃ গালিব মেহেদী খাঁন
  • ২৩
  • 0
  • ১৭৬
• সেই তুমি.........।

তখনো পরিচয় হয়নি সে জগতের সাথে।
আপনার মাঝে এমন জগতের সন্ধান তুমিই দিয়েছিলে আমায়।
প্রথম প্রেমের মত আচ্ছন্ন করে রাখা কল্পনার সে রাজ্যে ছিল তোমার অবাধ বিচরণ।
মাঝে মাঝে নামতে মর্তে, আর তখনই দেখা হত তোমার আমার।
তোমার হাত ধরে কতবার যে আমিও গিয়েছি সেই ভুবনে।।
সেথা আপনার জগতে আপনি অধিপতি।
ইচ্ছে মেঘের ভেলায় ভেসে দিব্যি ছোটা-ছুটি।
তোমার সাথে সাথে কল্পচারি হয়ে উঠেছিলাম ধীরে ধীরে।
কখন যে আলগা হতে শুরু করেছে জাগতিক বন্ধন!
একদিকে জাগতিক কর্তব্যের আষ্টেপৃষ্ঠে বেধে রাখার চেষ্টা অন্যদিকে মোহনীয় আবহের হাতছানি।
বিভ্রান্ত হতাম প্রায়শই, তবু দ্বিধান্বিত পদক্ষেপে একসময় ঠিক এসে দাঁড়াতাম স্বপ্নের দুয়ারে।
আমাকে বরন করতে তোমার সে কি আয়োজন। আমি আপ্লুত-অভিভূত তখন।
পরম আগ্রহে অঞ্জলি ভরে নিতে আনন্দাশ্রু, অমূল্য উপঢৌকন যেন।
তোমার ডাকে সাড়া না দিয়ে কি উপায় ছিল, বল?
নেশাগ্রস্থ আত্ম নিয়ন্ত্রনহীন আমি তখন। নেশায় থাকতাম বুদ হয়ে।
সে নেশা কেটে যাওয়ার আগেই পুনরায় হতে আবির্ভূত ।
হাতে হাত রেখে এক ছুটে পৌঁছুতাম আমাদের বেলাভূমি।
তারপর যেমন ইচ্ছা সাজা। ইচ্ছে ঘুরির পিঠে চেপে দিগন্ত ছোঁয়া।।

• এই তুমি............।

সেই তুমি আজ, কেমন অচেনা এখন।
আজ তুমি জাগতিক প্রেমে মত্ত হয়ে ত্যাজিছ আপন ভুবন।
দাসত্বের মাঝে খোজ সুখ!
আমি তোমার, সুখের পায়রাদের মুখ থুবতে পরে থাকা দেখি।
দেখি ডানা ভাঙ্গার বোবা যন্ত্রণা।
শুনি কোরাস আর্তনাদ তোমার ফেলে আসা বেলাভুমের উপনিষদের।
একদা সতেজ, আনন্দ কোলাহলপূর্ণ ঝলমলে ভুবনে আজ একটানা বিষাদের সুর।
উন্মুখ হয়ে বসে আছে সব এই বুঝে এলে তুমি।
এমন আহবান তুচ্ছ করে কতটা সুখ দাসত্বে?
আজ বড় বেশি অচেনা ঠেকে তোমায়।
জাগতিক মনে হয়।
হিংসা-বিদ্বেষ আর ঈর্ষার বিষ শুষে নীলকণ্ঠ হয়েছ তুমি?
কিছুতেই পারি না আমি।
অজস্র মানুষের মাঝে ভীষণ একাকী থাকি পরে ।
কোলাহলপূর্ণ পৃথিবীতে যাপিত একজন
নিঃশব্দের অভিযাত্রী।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # সুন্দর লেখা ।।
খন্দকার নাহিদ হোসেন চিন্তার চমৎকারিত্ব ছিলো। তো সুন্দর। তবে কবিতার কথামালা যেন হৃদয়ে হাত রাখে এ ব্যাপারটায় কবি সামনে আর একটু বেশি সাবধান থাকবে এই আশা তো করতেই পারি।
Azaha Sultan বেশ লাগল কবিতা......তবে কিছু কিছু ক্ষেত্রবিশেষে বলার ছিল....অনেকের মন্তব্যে বা সাবের ভাইয়ের মন্তব্যে দেখা যায়......ভাল থাকবেন সতত--
জিয়াউল হক গল্পের জায়গায় কবিতার ঠাই যেভাবেই হোক না কেন । লেখা টি কিন্তু ভাল লেগেছে
আজিম হোসেন আকাশ ভাল লাগল। আমার লেথা বিজ্ঞানের চেতনা কবিতাটি ভাল লাগলে ভোট প্রদান করুন ও পছন্দের তালিকায় নিন, অন্যথায় নয়।
মোঃ সাইফুল্লাহ সেই তুমি আজ, কেমন অচেনা এখন। আজ তুমি জাগতিক প্রেমে মত্ত হয়ে ত্যাজিছ আপন ভুবন। দাসত্বের মাঝে খোজ সুখ! ------------- ভাল লাগল।
পাপিয়া সুলতানা ওয়াও চমৎকার গল্প ; ভিন্ন আঙ্গিক ! শুভ কামনা ভাইয়া ।
সেলিনা ইসলাম বিজ্ঞান আজ দাসত্বের শিকার তা বেশ ফুটে উঠেছে কবিতায় অথচ যা ছিল একদিন সবার ভালোবাসা আর উজ্জ্বল আলোকিত পথের অভিপ্রেত! সাবলীল কবিতা- খুব ভাল লাগল। শুভকামনা কবি
খন্দকার আনিসুর রহমান জ্যোতি .সেই তুমি থেকে ....... এই তুমি.....মাঝ পথে কিছু কল্পনা.....কিছু ওলট পালট.....শেষে একাকিত্ব...এইতো জীবন....বেশ ভাল লাগল গালিব ভাই..আপনাকে অনেক ধন্যবাদ কবিতার জন্য.....
সিয়াম সোহানূর সেই তুমি এই তুমি"র কাব্য । আবহটা হৃদয়ে অনুরণন তুলে আনমনে । অভিনন্দন কবি ।

১৯ মে - ২০১২ গল্প/কবিতা: ২৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪