মুক্তির বার্তাবাহক

ত্যাগ (মার্চ ২০১৬)

মোঃ গালিব মেহেদী খাঁন
  • ৪৫
আদর্শের যুদ্ধ শেষে আগামীর আহ্বানে বলেছিলে হে বীর-
ফের দেখা হবে রাজপথে, নতুন কোন স্লোগানে।
কেটেছে তারপর কত বেলা।
রাজপথে আর দেখা হয় নি আমাদের।
বলেছিলে আদর্শের লড়াই হয়না শেষ।
কোন ভুলে আজ তবে নিশ্চুপ?

আমরা তো হারাইনি মহাকালের স্রোতে
এখনো তো হইনি নিঃশেষ।
এখনো শোণিতে ডাকে বান,
এখনও ফুসে উঠি নিষ্ফল আক্রোশে।
কীসের এই মোহাচ্ছন্নতা হে কবি?
আজ আদর্শ লুটায় ধুলায় উন্মত্ত জানোয়ারের দখলে রাজপথ
শ্লোগান নেই, মিছিল নেই, নেই বজ্রকন্ঠের আহ্বান।
গান পাউডারে জ্বলে বাস, পোড়ে মানুষ
মৃত্যু উদযাপন চলে ভয়ংকর হিংস্রতায়।

নির্লজ্জ ভোগের এই যুদ্ধে কেবলই দর্শক তুমি!
ক্ষমতার তরে যে যুদ্ধে সেথা গগনবিদারী শ্লোগান অনাবশ্যক।
তারুণ্যের দীপ্ত পদচারণয় মুখর হতে হয়না রাজপথ।
এ যুদ্ধে চাই রক্ত, চাই বিলাপ, চাই ধ্বংস, চাই বিভীষিকা
এখানে অংশগ্রহণের নেই প্রয়োজন, ভয়ার্ত আবহ সৃষ্টিই যথেষ্ট।
এখানে তুমি আমি নিতান্তই অপ্রয়োজনীয় অনুষঙ্গ।

রাজপথ আজ শকুনের ভাগার।
সেখানে কেবলই বিলাপ আর ছোপ ছোপ রক্তের দাগ।
বাতাসে পোড়া গন্ধ, ক্ষণে ক্ষণে আসে ভেসে পিশাচের উল্লাস।
এখানে তুমি - আমি অথবা আমরা তিরোহিত।
আদর্শহীন অর্থগৃ্ধ্নু এই যোদ্ধারা
লাশের স্তূপে দাঁড়িয়ে নিত্য করে নেতার স্তুতির আয়োজন।
বিগলিত নেতা হন তায় অবিবেচক আরও।

হাসিমুখে প্রাণ দানের মহতী উৎসবে মাতে না এখন কেউ।
গগনবিদারী স্লোগানে কেপে ওঠেনা আকাশ।
মজলুমের আর্তনাদের সাত আসমান জুড়ে প্রতিধ্বনি।
আর কত সয়ে যাওয়া? আর কত অশ্রু, কত ক্ষমা?
এবার ওঠ, জাগাও সব আধমরা
বলিষ্ঠ তোমার কণ্ঠস্বরে আবার ভাঙ্গুক জড়া।
দৃপ্ত পদচারনায় উঠুক কেপে ধরা।
মঙ্গলালয়ের বরমাল্য শোভিত উচ্চকিত কণ্ঠে বেজে উঠুক রণ ডঙ্কা।

রক্তাক্ত মা’র চোখে জ্বলে আগুন
সন্তানের দিব্যি দেয় প্রতিশোধ চেয়ে
আজ পিচাশের রক্তে স্নানে হতে চান শুদ্ধ।
শুনতে পাও না তুমি?
এবার এস নেমে সেই চেনা পথে হে বীর
গগনবিদারী স্লোগানে তোমার; শয়তানের তাণ্ডব নৃত্য যাক থেমে।
যে প্রাণ আদর্শের জন্য লড়ে - আদর্শের জন্য ঝড়ে
আদর্শেরই ঝাণ্ডা ওড়ে যে বুকে; এসো সেই প্রাণে।
এসো বীর্যবানের নির্ভরতার আবাহনে। হে বার্তাবহ মুক্তির।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্ জাগরণের শাণিত কাব্য ভাবনার দারুন প্রকাশ । খুব ভাল লাগল । প্রাপ্যটা রেখে গেলাম ।
ফয়েজ উল্লাহ রবি বেশ ভাল লেগেছে শুভেচ্ছা।
গোবিন্দ বীন ভাল লাগল,আমার কবিতা ও গল্প পড়ার আমন্ত্রন রইল।ভোট রেখে গেলাম।
নার্গিস আক্তার চমত্কার শব্দ গাথুনি ...ভালো লাগলো .

১৯ মে - ২০১২ গল্প/কবিতা: ২৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪