শ্রীচরণেষু বাবা

বাবা (জুন ২০১২)

অষ্টবসু
তুমি কেমন আছো? চুল পেকে গেছে নিশ্চয়
বুড়ো হয়ে গেছো? আর হাতের মাদুলিগুলো
সব আছে এখনো?সেই রাগ আছে আর,
মিষ্টি খাওনাতো বেশী।মা বকবে তাহলে।
মনে আছে একবার পড়া করিনি বলে খুব বকেছিলে
আমি একেবারে ভয়ে জড়ো হয়ে গেছলাম
পরে আদরও করেছিলে খুব।সেবার
ক্লাস ফোরে যখন ফার্স্ট হলাম, সবাই মিলে
দীঘা বেড়াতে গেলাম। কতো মজা করেছিলাম।
বড়ো পিসির শরীর খারাপের চিঠি আসতে
তুমি রেগে গেছলে থানা থেকে ছুটি পাবেনা বলে।
সেদিন অফিসে গিয়ে তুমি অসুস্থ হয়ে গেলে
আমি গিয়ে তোমার পায়ে হাত বুলিয়ে দিলাম,
তারপর বোধহয় আর মনে নেই তোমার
তুমি তো কথাই বলছিলে না আর।
ওরা রাত্রেই তোমাকে কলকাতা নিয়ে গেল
আমাকে নিয়ে গেল না।কবে ফিরবে তুমি
কিছুই বুঝতে পারছিলাম না,আমি আর দাদা
তো পাসে মিনারুলদের বাড়িতে থাকছিলাম,
সবাই বলছিলো তোমার নাকি স্ট্রোক হয়েছে।
চার দিন পর মা ফিরলো, তুমি এলেনা।
ঘুম আসছিল না সেদিন আমার,সবাই খুব
ক্লান্ত ছিল ,কখন ঘুমিয়ে গেছলাম মনে নেই
মাঝরাতে কে যেন থানা থেকে ডাকতেই
বাইরে ছুটে গেলো মা,দাদা দিদি সবাই
অন্ধকারে আমিও গেলাম পিছু পিছু ,
একটা বড়ো গাড়ি দাঁড়িয়েছিল,অনেক লোক
তাকে ঘিরে, খুব কাঁদছিলো মা চিৎকার করে
গাড়িটার কাছেগিয়ে দেখলাম তুমি শুয়ে আছো
থানার সবায় তোমাকে ফুল মালা দিয়ে
স্যালুট করছে।আমাকে কেউ লক্ষই করেনি
অন্ধকারে এদিক ওদিক হাতড়ে বেড়িয়েছিলাম কি
যেন হারিয়ে ফেলেছিলাম আমি।কেউ না বললেও
সেদিন বুঝতে পেরেছিলাম, তুমি অফিস থেকে ফিরে
আর কোনোদিনও আমায় আদর করবে না ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুন ম. আজিজ বাবাকে মনে পড়ে।
স্বাধীন পড়েছি, ভোট ও দিচ্ছি...........
আরমান হায়দার আপনার মতের সাথে আমি একমত। লেখা সম্পর্কে বিরূপ মতামত দিলে অনেক সময় প্রায় ৯৯%ক্ষেত্রেই সম্পর্ক নষ্ট হওয়ার আশংকা থাকে। কেননা যে যত উদারতার কথা মুখে বলুক না কেন, সমালোচনা পছন্দ করে না। তাই শক্ত ও অপ্রিয় সমালোচনা করার জন্য অন্য কোন ফোরাম ( বার্তা, সরাসরি আলাপ ইত্যাদি মাধ্যম) ব্যবহার করা শ্রেয়।////// আর লেখা ভাল বলার পর মূল্যায়নে কম নম্বর দেওয়া কতটুকু সঠিক ---- সে বিষয়ে দীর্ঘ আলোচনার অবকাশ আছে। তাই এখন সে কথায় আর যাই না।ধন্যবাদ আপনাকে।
আরমান হায়দার সম্ভবতঃ কথাটি বুঝাতে পারিনি। আমি ব্যক্তিগত ভাবে সঞ্চীবকে বলিনি। আগের মন্তব্যে ব্রাকেটের মধ্যে দু'টো শব্দ জুড়ে দিতে চেয়েছিলাম , দেওয়া হয়নি। এখন দিলে দেখুনতো কিছুটা পরিস্কার হয় কি না।পড়লাম,ভাল লাগলো, ভোট করলাম। একজন মানুষের(কবির) যেমন মতামত আছে তেমনি অন্যেরও( পাঠকের) মত আছে। আমি (কবি) আমার মতটি প্রকাশ করবো কিন্তু অন্য(পাঠক)কে প্রকাশ করতে দেব না। বিষয়টি .........................................................? তবে এটা ঠিক, মন্তব্য করতেই হবে এমনটিও ঠিক নয়। কেননা কিছু কিছু অনুভুতি হৃদয়ে পুষে রাখতে হয়।
এবার বিষয়টি পরিস্কার হল...আসলে সবাইকার লেখা সমান নাও হতে পারে,আবার দোষ গুণ বিচার করলে বিতর্ক সৃষ্টি হয়, লেখার মাধ্যমে যেটুকু বন্ধত্ত হয়েছে তাও ছেদের সম্ভবনা থাকে জোর করে সব লেখা ভালোও বলা যায় না,ভালো বলে ভোটের বেলায় যেমন খুসি দেওয়া এটাও ঠিক না,লাভ বলতে ত্রুটি ধরা যেতে পারে,সেটাও নির্ভর করছে কেমন লেখক ত্রুটি ধরছেন,কাজেই ভালো লাগলে লাইক করে গোপন ভোট করাই ভালো।এটাই আমার মত।
খন্দকার নাহিদ হোসেন মন্তব্যে কবির বক্তব্যের সাথে একমত নই। আর হয়তো সেটা আমার যুক্তি দিয়ে আমার মতো করে বলতেও পারতাম। শেষমেশ ভাবলাম...... কি দরকার...। তারপরও শুধু বারবার চোখ চলে যাচ্ছে লেখকের যুক্তির প্রতি-"অন্যের চিন্তা, ভাবনা ও সৃষ্টি্র উপর মন্তব্য করার কোন মানে হয় না,কেবল সৃষ্টি্রস উপভোগ করা ও প্রাপ্য ভোট করা উচিত।" যাইহোক- চলুক লেখালেখি...। শুভকামনা রইলো...।
পড়লাম,ভাল লাগলো, ভোট করলাম। একজন মানুষের যেমন মতামত আছে তেমনি অন্যেরও মত আছে।আমি আমার মতটি প্রকাশ করবো কিন্তু অন্যকে প্রকাশ করতে দেব না। বিষয়টি .........................................................? তবে এটা ঠিক মন্তব্য করতেই হবে এমনটিও ঠিক নয়। কেননা কিছু কিছু অনুভুতি হৃদয়ে পুষে রাখতে হয়।
হায়দার ভাই আমি কিন্তু উপরের লেখাটি লেখার পর থেকে কারো লেখাতেই মত প্রকাশ করি নি,কেবল like করে ভোট করেছি।আগে যেগুলি মন্তব্য করে ভোট করেছিলাম সেগুলি খুজে বের করে delete করা সম্ভব ছিল না।
জাফর পাঠাণ আবেগময় কবিতা ,মনে আলোড়ন তুললো ।শুভেচ্ছা+ভোট দুইটাই দিলাম ।
ইসমাইল বিন আবেদীন আচ্ছা মন্তব্য করলাম না |
অষ্টবসু আমি আমার লেখা থেকে আগের ও এখনের সব মন্তব্য ডিলিট করেছি কারন লেখাগুলির ভালো খারাপ বিচার করার জন্য লিখিনি,বন্ধুদের অনুরোধ নো কমেন্ট প্লিজ,উপভোগ করুন ভালো লাগলে ভোট করতে পারেন...অন্যের চিন্তা, ভাবনা ও সৃষ্টি্র উপর মন্তব্য করার কোন মানে হয় না,কেবল সৃষ্টি্রস উপভোগ করা ও প্রাপ্য ভোট করা উচিত।তাই আমি ঠিক করেছি কেবল ভাল লাগলে ভোট দেব মন্তব্য না।ধন্যবাদ

১৮ মে - ২০১২ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪