খুজে ফিরি যারে

সরলতা (অক্টোবর ২০১২)

আলেকজানডার
  • ৪২
  • ৮১
খুজি আমি নিকট জনের ভিতর
তাকিয়ে থাকি চোখের পানে
চোখ কিছু বলে কিনা –
ওদের অভীপ্সার আয়নায়
দেখার চেষ্টা করি তাকে,
ডুব দেই অন্তর সাগরে ।

খুজে ফিরি বন্ধু-বান্ধবদের ভিতর
খুজি কর্মস্থলে,খুজি সমাজে
রাষ্ট্রযন্ত্রের ভিতর দেখার চেষ্টা করি
আমার কামনাকে,আমার বাসনাকে
পাওয়া যায় কিনা ।

খুজে খুজে আমার চোখ,মন,অনুভব
ক্লান্ত হয়ে এলিয়ে পড়ে,
তৃষ্ণায় ছটফট করে আর ভাবে-
আমার কামনা,বাসনা কি আসবে
আমার পিঁয়াস মিটাতে ?

কদাচিৎ কারো ভিতর অনুভব করি তাকে
কোথাও হঠাৎ হঠাৎ দেখা পাই,
পরমূহুর্তে দুষ্ট দানবদের ধাওয়ায়
অদৃশ্য হয়ে যায় সে ।

হামেসা আক্রমনে ক্ষতবিক্ষত শরীরে
বেঁচে থাকে সে,
কখনও স্থানচ্যুত,কখনও সমাজচ্যুত
আবার কখনও হয়ে যায় রাষ্ট্রহারা ।

আমার অবুঝ পাগলপ্রায় মন
তবুও পিছু ছাড়েনা তার,
আশায় থাকে-যদি ধরতে পারি
যদি পেয়ে যাই তাকে !
হাসবে পল্লব, ফুটবে ফুল,দুলবে নদী
হাসবে পরিবার,সমাজ তথা রাষ্ট্র,
হাসবে আমার অবুঝ মন ।

হায়-সারল্য তুমি কি ধরায় ধরা দিবে ?
নাকি কাঁদবে- আমাদেরও কাঁদাবে ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক হায়-সারল্য তুমি কি ধরায় ধরা দিবে ? নাকি কাঁদবে- আমাদেরও কাঁদাবে ? অপূর্ব কথামালা...সুন্দর কবিতা...এবং অনন্ত ভালোলাগা.....
খন্দকার আনিসুর রহমান জ্যোতি কদাচিৎ কারো ভিতর অনুভব করি তাকে কোথাও হঠাৎ হঠাৎ দেখা পাই, পরমূহুর্তে দুষ্ট দানবদের ধাওয়ায় অদৃশ্য হয়ে যায় সে । ....................// সরলতাকে খুজে না পাওয়ার গতাশা জড়িত কবিতা .............ভাল লেগেছে....ধন্যবাদ আলেকজান্ডার আপনাকে............
এফ, আই , জুয়েল # বেশ ভাল একটি কবিতা ।।
মোঃ সাইফুল্লাহ হায়-সারল্য তুমি কি ধরায় ধরা দিবে ? নাকি কাঁদবে- আমাদেরও কাঁদাবে ---------------------- ভাল লাগলো খুবি। অভিনন্দন কবি।
আপনার পাওয়া অনুভুতি আমার ভালো লাগলো ভাইজান।শুভাশীর্বাদ।
আলেকজানডার এবার গল্প এবং কবিতায় (শাড়ী সংখ্যা) পুরস্কারপ্রাপ্ত প্রতিটি গল্পকবিতায়ই শিক্ষনীয় ও গ্রহনীয় অনেক বিষয় ছিলো কিন্তু প্রথম স্থান পাওয়া কবিতায় শিক্ষনীয় -অনুকরনীয় বা গ্রহনীয় কোন কিছু পেলাম না।যে কবিতা থেকে রাষ্ট্র-সমাজ-মানবতা কিছু না পায় সে কবিতা অর্থহীন মনে হয় আমার কাছে।কারন পাশ্চাত্যের প্রগতিশীল সমাজের দিকে তাকালে এবং আমি য়েখানে অবস্থান করছি এখানে অশ্লীল আবেদনময়ী সব কিছুকেই বর্জনের প্রবণতা খুবই প্রবল ভাবে দৃষ্টিগোচর হচ্ছে।আর আমরা ভন্ডকে আঁকড়িয়ে ধরছি।হাউ সেলুকাস পছন্দ!!! অভিনন্দন ও সুস্বাগতম গল্পকবিতার বাকি সব পুরস্কারপ্রাপ্ত বিজয়ীদের।
আলম ইরানি অসাধারণ লেখেছেন ভাই আলেকজান্ডার ।শুভেচ্ছা ।
আপনার জন্যি অনেক শুভাশীর্বাদ ভাই ইরানী।
রোদেলা শিশির (লাইজু মনি ) অসাধারণ ... !! কথার ঝলকানি ....... ...
আপু মনি আপনি আমার কবিতা পড়েছেন বলে আমি অনেক খুশি।আপনার একটি সুনাম আছে খুটিয়ে খুটিয়ে পড়ার জন্যি।শুভাশীর্বাদ।
কায়েস খুব সুন্দর কবিতা
আপনার স্বল্পপরিসরের মন্তব্যে আমি আনন্দিত হয়েছি ভাইজান ।

১০ মে - ২০১২ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪