স্বাধীনতা আজ ক্ষুদার্থ ওদন যোগাবে কে? স্বাধীনতা আজ মুছে যাওয়া শহীদের রক্ত আগুন জ্বলে মানুষ পুড়ে বাড়ি ঘর হয় ধ্বংস তোমার আমার স্বাধীনতা আজ পশুর মতই হিংস।
স্বাধীনতা কি মানুষ হত্যা ক্ষমতার লোভে স্বাধীনতা কি দুর্নীতিবাজ শোষকের হাতিয়ার স্বাধীনতা কি দিনমজুরে অভাবি সংসার স্বাধীনতা কি ফসলি মাঠে কৃষকের চিৎকার স্বাধীনতা কি ঘুমিয়ে থাকে মানবতার ক্লাসে স্বাধীনতা কি ঘুমিয়ে থাকে রেড ওয়াইনের গ্লাসে স্বাধীনতা কি অবলা নারী হারিয়ে যাওয়া সম্ভ্রম স্বাধীনতা কি অবহেলিত নির্যাতিত মানুষের ঘ্রাণ স্বাধীনতা কি ছোট্ট শিশুর গুলিবিদ্ধ পড়ে থাকা লাশ স্বাধীনতা কি মায়ের কান্না হাসপাতালের বেডে স্বাধীনতা কি ছেলের লাশ বৃদ্ধ পিতার কাঁধে স্বাধীনতা কি আমজনতা টাকা তোলার যন্ত্র স্বাধীনতা কি মানুষ মারা টিকে থাকার মন্ত্র স্বাধীনতা কি রাজনৈতিক সামাজিক না শারীরিক? হে স্বাধীনতা এ স্বাধীনতা তোমায় জানাই ধিক্কার তুমি দূষিত হিংস বর্বর অসভ্য আদিম। স্বাধীনতা আজ মুছে যাওয়া শহীদের রক্ত স্বাধীনতা কি সত্যি স্বাধীন না রাজনৈতিক কারবার? হায় রে আমার স্বাধীনতা তোমায় শুধুই খুঁজি স্বাধীনতা তুমি কতটা স্বাধীন বলতে পার কি? স্বাধীনতা কি সত্যি স্বাধীন বলতে পার কি?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাসরিন চৌধুরী
আবেগ ধরে রাখতে পারেননি । শুরুটা বেশ করেছিলেন। মাঝখানটায় এসে স্বাধীনতা শব্দের প্রয়োগটা অনেক বেশী মনে হয়েছে। কিছু বানান ভূল আছে--ক্ষুধার্ত, হিংস্র । আর ওদন শব্দটার অর্থ কি? আমি প্রথম শুনলাম। তবে কবিতা সময়ের প্রেক্ষাপটে বেশ হয়েছে।
মোহাম্মদ সানাউল্লাহ্
আপনার মনের মাঝে গুমরে মরা প্রশ্ন গুলোর উত্তর আমরা সবাই জানি । আর সে জন্যই আপনার কাছেই আমার প্রশ্ন, আপনার প্রশ্নের উত্তর গুলো সোজা সাপটা করে দেয়ার স্বাধীনতা আমাদের আছে কি ?
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।