সবুজ সকাল

ভোর (মে ২০১৩)

মুহাম্মাদ আমানুল্লাহ
  • ১৫
  • ৮২
পাহাড়ের পাদদেশে সবুজ সকাল - ফোটে পাথরের ফুল,
পৃথিবীর সমস্ত অসুখ সযতনে পুষে
নিঃসঙ্গ সেতার টানে তাপস বাউল।
ঘুম ভাঙ্গে- রাতের কপোলে বাজে ডাহুকের সুর
পাখির প্রেমের কথা,
প্রেমের পাখির কথা,
অনেক শুনেছি আমি, প্রবীণ পৃথিবী পুড়ে বিষণ্ন দুপুর।

দেখেছি অনেক কিছু – ভোরের ফড়িঙ জ্যোৎস্না নদীর জল,
ডানাকাটা প্রজাপতি কেমন সাহস ভরে উড়ায় আঁচল।
কখনো দেখেছি আমি ঘাসফুল শাড়ির পরে সবুজ জমিন
বুকের শোণিত ঢেলে ক্রমাগত শোধ করে পৃথিবীর ঋণ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Tumpa Broken Angel অনেক ভালো লিখেছেন।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি ঘুম ভাঙ্গে- রাতের কপোলে বাজে ডাহুকের সুর পাখির প্রেমের কথা, প্রেমের পাখির কথা, অনেক শুনেছি আমি, প্রবীণ পৃথিবী পুড়ে বিষণ্ন দুপুর।.............// কবিতার আঙ্গিক ছোট তবে ভাবনার গভীরতা রয়েছে.....অনেক ভাল লাগলো কবিতা.....কবিকে ধন্যবাদ................
তাপসকিরণ রায় ভালো লাগলো কবিতাটি--সুন্দর,গভীর ভাবনায় আপ্লুত হলাম।অনেক ধন্যবাদ রইলো।
সূর্য সব কবিদেরই বোধ হয় একটা অন্দরমহল থাকে। কদাচিৎ সেটা প্রকাশ হয়। আর কবিতায় প্রেমের পাখিরই দু:সাহস আছে পাথরে ফুল ফোটানোর। কবিতার শেষটায় কেন যেন মনে হলো একটা দু:খ বোধ থেকে গেলো। আমানুল্লাহ ভাই কবিতা অনেক ভালো লাগলো।
তানি হক পাহাড়ের পাদদেশে সবুজ সকাল - ফোটে পাথরের ফুল, পৃথিবীর সমস্ত অসুখ সযতনে পুষে .... খুব সুন্দর এই কবিতাটির জন্য ..আপনাকে ধন্যবাদ
শিউলী আক্তার পাখির প্রেমের কথা, প্রেমের পাখির কথা,----- সুন্দর দুটি লাইন ।
রনীল খুব স্বচ্ছন্দ কবিতা। ভোরের কবিতা এমন স্নিগ্ধ হওয়াটাই উচিৎ। তবে পাহাড়ের পাদদেশের সবুজে পাথরের ফুলের চেয়ে বুনো ফুলের কথাটাই বেশি মাথায় আসছে।
রনীল, আপনাকে বিশেষ ধন্যবাদ। আপনি বুনোফুলের কথা বলেছেন। জানি যে কোন পাঠকের সবুজ সকালে কীভাবে পাথরের ফুল ফুটতে পারে এমন প্রশ্ন তৈরি হওয়া বেশ স্বাভাবিক। এখানে আমি পাথরের ফুল বলতে এক হদয়হীন তরুণীর কথা বোঝাতে চেয়েছি। আর পাহাড়,সবুজ সকাল ইত্যাদি প্রসঙ্গে বলছি তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি; ওখানকার সবুজ ক্যাম্পাসে হৃদয়ের লেনদেন নিয়েই এ লেখা। সময়-১৯৯০। ধন্যবাদ।

২৫ মার্চ - ২০১২ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪