চেয়ে দেখি সজনে ডালটা ঠিক আগের মতোই মৃদু মন্দ বাতাসের ঝাঁক ছেঁড়া দ্বীপে নোঙর তুলে কার জানি পথ চেয়ে বসে আছে বড় কম সময় নয়; বেশ কয়েক যুগ তো হবেই !
সালাম, শফিউরের অতৃপ্ত আত্মারা এসেছিল কালও আমি কোন সদুত্তর দিতে পারিনি বলতে পারিনি আমি ভাল আছি আমার পাণ্ডুর মুখ দেখে যা বুঝার তাঁরা বুঝে নেয় অতঃপর এক সাগর পুঞ্জিভূত ক্ষোভ আর ঘৃণার অকাল দীর্ঘ শ্বাস !
রাতের পর রাত, দিনের পর দিন কেঁদে কেঁদে হয়রান হই কেউ শুনেনি, শোনার প্রয়োজনও বোধ করেনি কেউ কথা রাখেনি, শুকুনিরা ব্যবচ্ছেদ করে আমার অন্তরাত্মা ! এখনও পীচ ঢালা কালো পথে শহীদের রক্তের ছোপ ছোপ দাগ দুঃখিনী মায়ের চোখের জলে মুছে যায়নি ।
ফিবছর ৮ই ফাগুন নগ্ন পদ বিক্ষেপে শহীদের বেদীতে তোমাদের পুষ্প দান আমায় পুলকিত করে সভায় সভায় আশ্বাসের ফুলঝুরিতে আমার নিঃশ্বাস বেড়ে যায় অতঃপর সব কিছু ভেঙ্গে যায়, স্বপ্ন গুলো ফিকে হয়ে আসে চেতনার বহ্নি শিখা বিশ্বায়নের উদোম হাওয়ায় মিশে !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদের ছায়া
''ফিবছর ৮ই ফাগুন নগ্ন পদ বিক্ষেপে
শহীদের বেদীতে তোমাদের পুষ্প দান আমায় পুলকিত করে
সভায় সভায় আশ্বাসের ফুলঝুরিতে আমার নিঃশ্বাস বেড়ে যায়
অতঃপর সব কিছু ভেঙ্গে যায়, স্বপ্ন গুলো ফিকে হয়ে আসে
চেতনার বহ্নি শিখা বিশ্বায়নের উদোম হাওয়ায় মিশে ! '' সহজ শব্দে কি সুন্দর কবিতা , অনেক ভালো লাগা থাকলো কবি ও কবিতার প্রতি ।
হাবিব রহমান
আমরা বারবার স্বপ্ন ভেঙ্গে স্বপ্ন গড়ি, ২১ ছিল বলেই আবার স্বপ্ন দেখি। নয়তো কবেই চেতনা হত হয়ে হারিয়ে যেতাম..কোন কালান্তরে। ধন্যবাদ কবি। অনেক চৎকার একটি কবিতা।
বশির আহমেদ
সালাম, শফিউরের অতৃপ্ত আত্মারা এসেছিল কালও/আমি কোন সদুত্তর দিতে পারিনি /বলতে পারিনি আমি ভাল আছি | এ ব্যর্থতার দায় আমাদের আরও কতদিন বয়ে বেড়াতে হবে জানি না । কবিতার আবেশে জড়িয়ে নিলেন হৃদয় মন ।
ওসমান সজীব
রাতের পর রাত, দিনের পর দিন কেঁদে কেঁদে হয়রান হই
কেউ শুনেনি, শোনার প্রয়োজনও বোধ করেনি
কেউ কথা রাখেনি, শুকুনিরা ব্যবচ্ছেদ করে আমার অন্তরাত্মা !অসাধারন কবিতা
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।