সখিনার স্বপ্ন

শাড়ী (সেপ্টেম্বর ২০১২)

জসীম উদ্দীন মুহম্মদ
মোট ভোট ১৫২ প্রাপ্ত পয়েন্ট ৫.৯৮
  • ৫৫
  • ১৪৯
০১
সখিনা তাড়াতাড়ি হাত চালায় । এখনও অনেক কাজ বাকি । পাশের বাড়ির মজা পুকুরে একবার যেতেই হবে । ওখানে কলমি শাক পাওয়া যায় । কারো চাষ করা নয় । একদম নিরেট প্রাকৃতিক । ভেজালের যুগে এই ঢের ! কলমি শাক কদম আলীর খুব পছন্দ । যেদিন কলমি রান্না হয় ; সেদিন কদম আলী এমন ভাবে খায় যে , এর চেয়ে মজার খাবার আর ত্রিভুবনে নেই । সখিনা ঘোমটার আড়ালে মুখ টিপে টিপে হাসে । আর মনে মনে বলে – বড় লোকেরা কোর্মা পোলাও ও এত মজা করে খায় না । বিয়ের আগে সখিনা ময়মনসিংহ শহরে এক স্যারের বাসায় কাজ করত । স্যারের ছোট ছেলেটি সে কি দুষ্টু ! যাকে বলে কলি কালের পোলা ।

এই কদম আলী লোকটা সখিনার স্বামী । বিয়ে হয়েছে দু বছর । তখন সখিনার বয়স আঠার । কদম আলীর আটাশ । এই দু বছরে তাদের কোন সন্তান হয়নি । অবশ্য হয়নি বললে কিছুটা ভুল হবে ; কারণ সখিনা সন্তান নেয়নি । ঝামেলা ঝামেলা লাগে । সে লুকিয়ে লুকিয়ে পরিকল্পনা আপার কাছ থেকে সুখী পিল সংগ্রহ করে নিয়মিত খায় । কদম আলী বিষয়টি বুঝতে পারে না । কদম আলীর সন্তানের প্রতি খুব আগ্রহ । কিন্তু সখিনা কোন ভুল করতে রাজি নয় । সে আধা শহুরে মেয়ে । তাছাড়া কিছুটা শিক্ষিত । গ্রামের স্কুলে চতুর্থ শ্রেণী পাশ দিয়ে পঞ্চম শ্রেণীতে উঠে ছিল । বাবার অভাবের সংসার । তা না হলে রাহেলার মত সেও এখন কলেজে পড়ত !

সখিনার বিয়ের দিন তুমুল বৃষ্টি । সারা বাড়িতে কাদা । তবু বিয়ের আনন্দ থেমে থাকেনি । পাড়ার মেয়েরা দল বেঁধে গীত গেয়ে , হাসি তামাশা করে পুরো বাড়ি মাতিয়ে তুলে । মাঝ রাতে কদম আলীর সাথে সখিনার বিয়ে পরানো হয় । ১০ হাজার টাকা দেন মোহর । নাকের ফুল, কানের দুল আরও ইত্যাদি ইত্যাদি মিলে পাঁচ হাজার টাকা উসুল । মা-বাবা , ভাই, বোনকে কাঁদিয়ে সখিনা শ্বশুর বাড়ি যায় সেদিন শেষ রাতে । তখনও বৃষ্টি পুরোপুরি থামেনি ।

বাসর ঘর । এক পাশে মাটির পিদিম । সখিনা প্রায় ২৪ ঘণ্টার অভুক্ত । ঘরের এখানে সেখানে বৃষ্টির ফোঁটা পড়ছে । সখিনার সেদিকে ভ্রুক্ষেপ নেই । সারা দেহ, মনে ভয় ও আনন্দের অভূতপূর্ব মিলন মেলা । লুঙ্গি পড়া কদম আলী বাসর ঘরে প্রবেশ করে । গায়ে কোন জামা নেই । সখিনা আড় নয়নে স্বামীর দিকে তাকায় । প্রায় অন্ধকারে কদম আলীর কালো শরীর আরও কালো লাগে । সখিনা জড়সড় । মাটির দিকে মুখ । মাথায় বার হাত লম্বা ঘোমটা ! কদম আলী সখিনার দু হাত ধরে । ঘোমটা সরিয়ে দেয় ।

সখিনা একটু পেছনে যায় । কদম আলী একটু এগিয়ে আসে । বলে, এই ভয় পাছ নাকি ? আমি তো তোর স্বামী । নিজের স্বামীকে আবার ভয় কিসের ? এই বলে কদম আলী আরও নিবিড় হবার চেষ্টা করে । সখিনা কথা বলে না । কদম আলী ফুঁ দিয়ে বাতি নিবিয়ে দেয় । আবার ডাকে আদুরে গলায় , এই সখিনা ! এই সখি !
এই বার সখিনা চুপ থাকতে পারে না । মুরুব্বিদের মুখে শুনেছে , আল্লার পরে নাকি স্বামীর স্থান । আধো আধো গলায় বলে , কি বলেন ?
কদম আলী হা হা হা করে হেসে উঠে । বলে, এই তো আমার সখির মুখে কথা ফুটছে । আবার বলে, এক খান কথা কইতাম সখি ?
কী ?
আমারে মোহরানার টাকাটা মাফ কইরা দে ।
সখিনা আমতা আমতা করে বলে, মাফ করতে পারি ; তবে একটা শর্ত আছে ।
কি শর্ত ? এই বলে কদম আলী সখিনার আরও কাছে আসে ।
সখিনা বাঁধা দেয় না । স্বামীকে বাঁধা দেওয়ার চেয়ে বড় পাপ আর নেই । বলে, শর্তটি হল – আমারে সারা জীবন ভাল বাসন লাগব আর ---- এই টুকু বলে সখিনা থেমে যায় ।
কদম আলী ব্যাকুল চিত্তে বলে , আর কী ?
সখিনা কথা বলে না । মনে মনে ভয় পায় । পাছে স্বামী মাইন্ড করে । তাকে স্বার্থপর , লোভী ভাবে ।
কদম আলী ব্যাপারটি বুঝতে পারে । বলে, আল্লা তোরে আর আমারে জোড়া মিলাইছে । আমি কথা দিতাছি , তোরে সারা জীবন ভালা বাসবাম । আর কী সেইটা তাড়াতাড়ি কইয়া ফালা । ডরের কিছু নাই ।

এইবার সখিনার মন থেকে ভয়ের কালো মেঘ সরে যায় । স্বামীর বুকে মুখ রাখে । বলে , আমারে একটা জামদানি শাড়ী দেওন লাগব । আমার বহুদিনের স্বপ্ন । ময়মনসিংহ থাকতে স্যারের বউকে দেখতাম পড়ত । আহা কি সুন্দর শাড়ি ! স্যারের বউ আমারে সব সময় বলত , সখি, জামদানি শাড়ী পরলে তোমাকে পরীর মত লাগবে । আমি তোমার জন্য একদিন পরী সাজবার চাই । এক নিঃশ্বাসে এত গুলো কথা বলে সখিনা স্বামীর গলা জড়িয়ে ধরে ।

কদম আলী একটু হতচকিত হয় । সে জীবনে জামদানী শাড়ীর নাম শুনেনি । কত দাম , কোথায় পাওয়া যায় কিছুই জানে না । একটা গাভীর দুধ ও করগাঁও বাজারে সবজি বিক্রি করে কদম আলীদের সংসার কোন মতে খেয়ে না খেয়ে চলে যায় । ঘরে বৃদ্ধ মা বাবা । ছোট ছোট কয়েকটি ভাই বোন । বড় তিন ভাই বউদের পরামর্শে আলাদা খায় । বলা যায়, সমস্ত সংসারের জোয়াল কদম আলীর কাঁধে । তবু আজকের এই মধুরাতে কদম আলী বউয়ের মন পূর্ণিমার আলোর মত রাঙিয়ে দিতে চায় । বলে, অবশ্যই দিবাম। কি খুশী ত ?
সখিনা স্বামীর গলা আরও শক্ত করে ধরে রাখে । বলে, খুব খুশী ! খুব খুশী !
কদম আলী বলে, আমারও একটা কথা আছে ।
কী কথা ?
আমারে কিন্তু আপনে কইরা কইতে পারবি না । পর পর লাগে ।
সখিনা হাসতে হাসতে বলে, না, আমি পারুম না । আমার শরম লাগে ।
কদম আলী আরও জোরে সখিনাকে বুকে টেনে নেয় । বলে, আয় তোর শরমটা একটু ভাঙাইয়া দেই ।

০২
আজ বাদে কাল ঈদ । ঈদুল ফিতর । এইবারের ঈদ সখিনার জন্য অন্যরকম । আজ কদম বাজার থেকে ফিরলেই দুজনে মিলে ভাঙবে মাটির ব্যাংক । গত দু বছরে জমানো টাকা গুনবে । অতঃপর কদম যাবে শহরে । কিনে আনবে সখিনার স্বপ্নের জামদানি । এখনও কদম আসছে না কেন ? সখিনা যত্ন করে ভাত বাড়ে । হাতে নেয় তাল পাতার পাখা । কয়েক দিন যাবত বেজায় গরম । সখিনার শরীরে ঘামাচি । একবার ভেবেছিল কদমকে বলবে একটি ট্যালকম পাউডার কিনার জন্য । পরক্ষণেই মনকে বুঝিয়েছে – তাহলে শাড়ী কিনার টাকা যদি কম পড়ে !

এই সখি, এই সখি, তাড়াতাড়ি ভাত দে – এই বলে কদম আলী ঘরে ঢুকে । সখিনা বলে, অনেক দেরী কইরা ফেললা । শহরে যাইবা না ?
যামুরে পাগলী যামু । অনেক আগেই আইতে চাইছিলাম । কিন্তু আইজ অনেক কাস্টমার । মেলা বিক্রি অইছে ।
সখিনা খিল খিল করে হাসে । বলে, আমার শাড়ীর জন্যই কিন্ত আল্লা রহমত করতাছে । কদম আলীও হাসে । সে হাসিতে আনন্দ যেমন আছে ; তেমনি আছে গোটা সংসারের কষ্টের মানচিত্র !

দু জনে মিলে ব্যাংক ভাঙল । খুব মজা করে টাকা গুনল । কদম আলীর মনে হল, পৃথিবীতে টাকা গুণার চেয়ে আনন্দের আর কিছুই নেই । সর্বমোট এক হাজার সাতশ একুশ টাকা । কে জানে এই টাকায় শাড়ী পাওয়া যাবে কি না ! কদম আলীর বুকটা দুরু দুরু করে । কিন্ত সখিনারে বুঝতে দেয় না । বলে, সখি আমি তাইলে শাড়ী কিনতে যাই । সখিনার চোখে মুখে বিশ্ব জয়ের আনন্দ !

আমারে নিবা না ----- এই কথা বলে সখি অন্যদিকে মুখ ফিরায় । আকাশের এক কোণে ঘন কালো মেঘ । অনেক গুলো চিল উড়ছে । ঝড়ের আগমনী বার্তা । সখিনার বিয়ের দিনের কথা মনে পড়ে ।

কদম আলী মুচকি হেসে বলে, তর যাওনের কাম নাই । আব্বা রাগ করব । মেয়ে মানুষ শহরের বাজারে পুরুষ মানুষের সাথে চলব এইডা আমারও ভালা লাগে না ।
সখিনা আর কথা বাড়ায় না । শুধু বলে, সুন্দর দেইখা কিনবা কিন্তু ।

কদম আলী সখিনার কপালে আলতো করে একটি চুমো খায় । সখিনা দেখে কদমের চোখে জল । বুঝতে পারে এই কান্না কষ্টের নয় ; ভালবাসার । গর্বে সখিনার বুক ভরে যায় । আর কদম আলী জোড় কদমে শহরের দিকে পা বাড়ায় ।

০৩
কদম আলী পিকাপে উঠে । বসার সিট নাই । দাঁড়িয়েও থাকা যায় না । পিকাপের ছাদে মাথা লেগে যায় । গন্তব্য কিশোরগঞ্জ শহর । গৌরাঙ্গ বাজার । ড্রাইভার যথেষ্ট জোরে চালাচ্ছে । কিন্তু কদম আলীর তর সইছে না । ক্ষণে ক্ষণে ভেসে উঠছে সখিনার মায়াবী মুখ । সেই মুখ যেন কদম আলীরে জাদু করেছে । রাস্তার দু পাশে গাছের সারি । বর্ষার পানি কিছুটা নামতে শুরু করেছে । আকাশের সেই কালো মেঘ এখন আর নেই । কদম আলীর মনে প্রশান্তির ঢেউ । ইতিমধ্যে গাড়ী কিশোরগঞ্জ রেল স্টেশনের পেছনে এসে থামল । কদম আলী সবার আগে নেমে পড়ল ।

এই দোস, এই দোস ডাক শুনে কদম আলী পেছনে ফিরে থাকায় । একজন লোক । জীর্ণ শীর্ণ, রোগা, পাতলা । শরীরের তুলনায় পেট অনেক বড় । হলুদ, কোটরাগত চোখ । মাথার বেশির ভাগই টাক । লাঠি ভর দিয়েও ভাল ভাবে হাঁটতে পারছে না । মনে হয় প্রতিবন্ধী । কদম আলী লোকটার দিকে এগিয়ে যায় । জিজ্ঞেস করে, আমারে কিছু কইছেন ?

লোকটি যেন আকাশ থেকে পড়ে । বলে, আমারে চিনতে পারলা না দোস ! আমি মরম আলী । ছোট কালে তুমার বাপে আর আমার বাপে আমরারে দোস্তি পাতাইছিল । অবশ্যি না চিনার অই কথা । সেই আমি আর এই আমি এক না । আকাশ পাতাল ফারাক ।

কদম আলীর মাথা ঝিম ঝিম করে । পায়ের তলায় মাটি আছে কি না বুঝতে পারে না ।
হা ডু ডু খেলায় মরম আলী ছিল অপ্রতিদ্বন্দ্বী । গায়ে সিংহের মত শক্তি । কেউ তাকে আটকাতে পারত না । একি হাল হয়েছে তার ! কদম আলীর বিশ্বাস করতে মন চাইছে না ।
কদম আলী, মরম আলীকে জড়িয়ে ধরে । দু জনেরই চোখের জল বাঁধ মানে না । দু বন্ধু মিলে রেল স্টেশনের উত্তর পাশের বড় বট গাছটার নিচে বসে । কদম আলী জিজ্ঞেস করে, দোস এই অবস্থা কেমনে অইল ? আমারে একবার খবর দিলা না কেন ?

মরম আলী কথা বলে না । চোখের পানি সব প্রশ্নের জবাব দেয় । অবশেষে চোখের জল বুঝি ফুরিয়ে আসে ! মরম আলীর মনের ঝড় কিছুটা থামে । বট গাছে বসা একটি পাখি কদম আলীর হাতে হাগু করে দেয় । মরম আলী পাখিটাকে বিশ্রি একটা গালি দেয় ।

কদম আলী আবার জিজ্ঞেস করে, দোস এই শরীল নিয়া শহরে আইছ ক্যান ?
মরম আলী ভাব লেশহীন ; অথচ দৃঢ় কণ্ঠে জবাব দেয়, - তিনডা কাম ঠিক করছি দোস ।
কোন তিনডা ?
ভিক্ষা করবাম ।
চুরি করবাম ।
এই দুইডাতে কাম না অইলে রেল গাড়ীর নিচে ঝাঁপ দিবাম ।
কদম আলীর মাথা ঘুরে যায় । বলে, দোস, একটা কামও ভালা না ।
এ ছাড়া আমার যে আর কিছু করার নাই । আল্লা আমারে মরণ দেয় না ক্যান ?
এই কথা কইতে নাই দোস । আল্লা নারাজ অইব । আসল ঘটনাডা একটু খোলাসা কইরা কও ।

মরম আলী একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে । আর তার অন্তরের কষ্ট গুলো বাতাস ভেদ করে কদম আলীর হৃদয়ে এসে ক্ষেপা সাগরের ঢেউয়ের মত আঁচড়ে পড়ে । অতঃপর মরম আলী বলা শুরু করে --- দোস,
অনেক সুন্দর মেয়ে দেইখ্যা বাপ মা বিয়া দিছিল । দুই বছরে দুইডা পোলা অইল । সারাদিন কাম করি । সন্ধ্যার সময় অইলে ঘরে আই । বউয়ের সাথে, পোলা পানের সাথে সোহাগ করি । ভালা সুখেই দিন যাইতাছিল । এরপর আমি কডিন অসুখে পড়লাম । ডাকতর বলল, ঠিক মত অসুধ খাইতে না পারলে বাঁচার আশা নাই । বউ – পোলা পানরে খাওন দিতে পারি না । কাপড় দিতে পারি না । শেষতক ভিটে মাটি বেইচা দিলাম । অহন থাহনের কোন জায়গা নাই । বউরে মিয়া বাড়িতে কামে পাডাইলাম । হে অইখানে আর যাবার চায় না । মিয়া সাব নাকি শরীর ধরতে চায় । ওর দিকে তাকানো যায় না । একটা ছিঁড়া কাপড় । বদলাইয়া গোসল দিবার পারে না । দিন রাইত আমার সাথে খারাপ ব্যবহার করে । শুধু চইল্যা যাইতে চায় । ফাঁস দিয়া মরবার কথা কয় । এই ঈদে ------ ।

কদম আলী আর শুনতে পারে না । চোখের পানি গাল বেয়ে পড়ে । সখিনার কথা ভুলে যায় । ভুলে যায় সখিনার স্বপ্নের কথা । আস্তে আস্তে হাত ঢুকিয়ে দেয় পকেটে । বের করে আনে এক হাজার সাতশ একুশ টাকা । গুঁজে দেয় বাল্যকালের দোস মরম আলীর হাতে । মরম নিতে চায় না । কদম আলীর দু হাত ধরে কাঁদতে থাকে ।


সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে । কিছুক্ষণ পরই গ্রাস করবে অন্ধকার । কদম আলীর মনে আলো আর আঁধারের সমান খেলা । এক চোখে বিজয়ের হাসি । বন্ধুর জন্য কিছু করতে পারার আনন্দ । অন্য চোখে জল । কোনটির দাম বেশি কদম আলী বুঝতে পারে না । তার শুধু মনে হয়, মানুষের জীবনে কেন এমন হয় ? বিধাতা তো ইচ্ছে করলেই সবাইকে সুখী করতে পারে ।

কদম আলী বাড়ির কাছে এসে পড়েছে । বাড়ির সামনের আম গাছটার নিচে সখিনা দাঁড়িয়ে আছে । কিন্তু সখিনাকে দেখে আজ তার পা কাঁপছে কেন ? পা আর সামনে চলতে চাইছে না কেন ? কদম আলীর অজান্তেই হাত দুটো তার পেছনে চলে যায় । সখিনা হয়ত এই হাতের দিকেই তাকিয়ে আছে ।


***

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুনুর রশীদ ভূঁইয়া অভিনন্দন প্রিয় লেখক। আরো লিখবেন। ভালো লাগল পুরনো গল্পটি পড়তে।
মিলন বনিক বিজয়ের শুভেচ্ছা......
লুতফুর বারী মান্না সালাম নিবেন । আপনার গল্পটি আগে পড়তে পারিনি বলে এখন পড়ে পস্তাতে হচ্ছে ।
তানি হক বিজয়ী অভিনন্দন ভাইয়া...
মোঃ সাইফুল্লাহ বিজয়ী হওয়ায় আপনাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।
Jontitu অভিনন্দন জসীম উদ্দীন মুহম্মদ ভাই ।
খোরশেদুল আলম অভিনন্দন জসীম ভাই।

১৯ ফেব্রুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৮০ টি

সমন্বিত স্কোর

৫.৯৮

বিচারক স্কোরঃ ৩.২২ / ৭.০ পাঠক স্কোরঃ ২.৭৬ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫