মোঃ নুরেআলম সিদ্দিকী
আসলে ১ম একবার পড়েছি, আর যে মন্তব্যটাটা করলাম পরে সেটা কেটে ফেলছি। কারন, তারাহুরা করে পড়ে ভুল মন্তব্য করছি। পরে ঠান্ডা মাথায় অনেক বার পরে সব কিছু বোঝতে পারলাম। এমন কবিতা চমৎকার ও অসাধারন বলা ছাড়া আমার কাছে আর কিছু থাকে না। অনেক অনেক শুভকামনা, ভোট তো আগেরবারই দিয়ে ফেলছি আর আমার পাতায় সময় করে আমন্ত্রণ রইলো।
সেলিনা ইসলাম
আমার দুচোখ শুকনো ছিল
কবিতা পড়ে হেসেছিল
শেষে এসে ভিজে গেলো
দিদি তোমার কবিতা জুড়ে
অনেক ভালো ম্যাসেজ ছিল
বেদনাতে মনটাও খারাপ হল :(
অনেক অনেক শুভকামনা রইল।
আমার ময়না বোন, পুতুল দিদির মান ভাঙাতে এসেছে গো! অনেক ভালোবাসা সেলিনা। হ্যাঁ, মেসেজ ছিল কিন্তু কবিতা লিখতে পারিনা তাই ছন্দ ছিলনা, বর্ণ ছিলনা, গন্ধ ছিলনা লেখার কোথাও।
জয় শর্মা (আকিঞ্চন)
আমার একটা দিদি ছিল,
সেই দিদি কাব্য সাজিয়ে ছিল,
সেই কাব্যে রসও ছিল।
.
কিন্তু যা ছিলনা তা- কাব্যিকতা! বেশ ভালো লিখেছেন কিন্তু মজার ছলে। এক অন্য ভালো লাগা...
.
আমার পাতায় আমন্ত্রণ রইলো দিদি। আসবেন কিন্তু সেখানে একটা আকাশ আছে, তখন মন্তব্যের ছলে লিখতে পারবেন- "একদা এক আকাশ ছিল,
সেই আকাশের রঙ নগ্ন ছিল।"...
.
ধ্যাত এখুনি বলে দিলে মজা নষ্ট। (মজা করলাম দিদি কবিতা টি ভালো ছিল, চেষ্টা চালিয়ে যান।)
কাজী জাহাঙ্গীর
ভাল হত যদি ছন্দে আনতে পারতেন,যেমন-
আমারও একটা মন ছিল
সেই মনে এক ঘর ছিল
ঘরে এক সিন্দুক ছিল
সিন্দুকে এক হাঁড়ি ছিল
ভেতরে কিছু কষ্ট ছিল
কষ্টগুলো নীল ছিল...
কিন্তু মাত্রার মিল না থাকার কারনে পড়ায় ছন্দপতন মজা নষ্ট করেছে।
তবু বোঝা যাচ্ছে দিদি অনেক কষ্ট করেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, শুভকামনা আর আমার পাতায় আমন্ত্রণ।
কষ্ট করিনি মোটেও। লেখালেখি কষ্ট করে হয়না। লেখালেখি আনন্দের অধ্যায়। মন থেকে যা আসে তাই লিখি। নিশ্চয়ই আপনাদের ওয়ালে যাব, সবার লেখা পড়বো, ভোটও দেবো। তবে একাজগুলো আমি নীরবেই করে থাকি, তাই কেউ টের পায়না।
জাফর পাঠাণ
নিতান্তই বর্ননামূলক পদ্য । এতে শব্দালংকার, ছন্দ আর চিত্রকল্পের কোনো খেলা বা দোলা খুঁজে পাইনি । তবে বিষয়ঘোর কাজ করেছে লেখাটিতে । ভালোলাগা ও শুভেচ্ছা নিরন্তর । সাথে ভোট ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।