মন দোলা

ঘৃণা (সেপ্টেম্বর ২০১৬)

রীতা রায় মিঠু
  • ১৩
  • ৮৯
প্রথম দিনের কথা, কী এক ঘোরলাগা দৃষ্টিতে
আমার চোখ বরাবর তাকিয়েছিলে-
আমি কি মৃদু কেঁপে উঠেছিলাম
হয়তো হ্যাঁ হয়তো বা না!
কুড়ি বছরের যাপিত জীবনের সাথী
যে আমার দেহ নিয়ে উদ্দাম খেলা করেছে।
কখনও আমার চোখের দিকে তাকায়নি,
তাই বোধ হয় তোমার ঘোরলাগা দৃষ্টিতে
মৃদু কেঁপে উঠেছিলাম।

আরও একদিন, চোখে মুগ্ধতা কন্ঠে আকুলতা
বলেছিলে, “নীলাম্বরী শাড়িতে তুমি নিখাদ অপ্সরা্”!
সেদিন আর কেঁপে উঠিনি, তুলতুলে নরম আবেগে
গলে গেছিলাম!
কুড়ি বছরের যাপিত জীবন যার সাথে, যে কি না
তাকিয়ে দেখেনি আমার মোহময় সাজে সজ্জিত দেহবল্লরী।
সে শুধুই আমার দেহখানি নিয়ে উদ্দাম খেলা খেলেছে।
পুরুষের মুগ্ধতায় আমিতো আবেগে গলে নদী হবোয়া,
অস্ফুট স্বরে ফিসফিস সুরে বলেছিলাম, ‘তোমায় ভালোবাসি’!
হয়তো তুমি শুনতে পেয়েছিলে, হয়তো বা না।

তারপর সেদিন, মুঠোফোনে বার্তা পাঠালে,
“কুড়ি বছরের যাপিত জীবনের মায়া কাটিয়ে
চলে এসো অলকানন্দার তীরে, পরনে যেন থাকে
সেদিনের নীলাম্বরী শাড়ি, খোঁপায় চাই বেলফুলের মালা,
চোখ যেন আঁকা থাকে নীল মায়াকাজলের সরু টানে।
পায়ে নূপুর চাইই চাই, আলতা পরতেও পারো, নাও পারো
এটুকু তোমার স্বাধীনতা।
আমি তোমায় নিয়ে যাব স্বপ্নপুরে, অলকানন্দার তীর ঘেঁষে
স্বপ্নপুরের পথ। আমার হাত ধরতেও পারো,
দ্বিধা যদি থাকে তবে নাও ধরতে পারো!
আমি কিন্তু তোমার হাত ধরবো, শক্ত করে ধরবো
যেন হাত ফসকে ছুটে যেতে না পারো
কুড়ি বছরের যাপিত জীবনে।“

আজ সেইদিন, নীলাম্বরী পরেছি, চোখ নীল মায়াকাজলে এঁকেছি,
বেলফুলের মালা নিজ হাতে গেঁথেছি গত রাতে।
খোঁপা বাঁধা শেষ, মালা জড়াতে গিয়ে সূতো ছিঁড়ে গেলো
ছেঁড়া সূতোর প্রান্ত থেকে টুপ টুপ ঝরে পড়ছে ফুলগুলো!
এমনতো হওয়ার কথা ছিলনা,
পাশ দিয়ে যাচ্ছিল সে, কুড়ি বছরের যাপিত জীবনের সাথী,
যার সাথে চলেছে আমার দেহ দেহ খেলা। সে থমকালো,
নীচু হয়ে ফুলগুলো কুড়িয়ে আমার হাতে দিল
তবুও তাকালোনা আমার মায়াকাজল টানা চোখের দিকে
তাকালোনা আমার অপরূপ সাজশৈলীর দিকে
স্পষ্ট স্বরে বলল, “কোথাও কি বেরোচ্ছো, একা যাচ্ছো,
হারিয়ে যাবে না তো”!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক পেরেছিলে কি কুড়ি বছরের যাপিত জীবন ছেড়ে অলকানন্দার তীরে যেতে? যাওয়া কি যায়? অসাধারণ কবিতা....
ভালো লাগেনি ২৮ সেপ্টেম্বর, ২০১৬
তানি হক Didir gilpo pore mugdho hoyeche bohubar... Aj kobitay mugdho holam... Valobasa on dhonnobad roilo didi
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১৬
তানি, আমার ছোট বোন, নিজেই দারুণ কবি, সেই কবির কাছ থেকে এমন মন জাগানিয়া কমেন্ট পেয়ে ধন্য হলাম।
ভালো লাগেনি ২৬ সেপ্টেম্বর, ২০১৬
কবি এবং হিমু নীলাম্বরী শাড়িতে তুমি নিখাদ অপ্সরা্”! সেদিন আর কেঁপে উঠিনি, তুলতুলে নরম আবেগে গলে গেছিলাম!___অসাধারন
ভালো লাগেনি ১৫ সেপ্টেম্বর, ২০১৬
প্রত্যুত্তরে অনেক ভালোবাসা কবি এবং হিমু সোনা।
ভালো লাগেনি ১৮ সেপ্টেম্বর, ২০১৬
জয় শর্মা (আকিঞ্চন) আমি তোমায় নিয়ে যাব স্বপ্নপুরে, অলকানন্দার তীর ঘেঁষে স্বপ্নপুরের পথ। আমার হাত ধরতেও পারো, দ্বিধা যদি থাকে তবে নাও ধরতে পারো! আমি কিন্তু তোমার হাত ধরবো, শক্ত করে ধরবো যেন হাত ফসকে ছুটে যেতে না পারো কুড়ি বছরের যাপিত জীবনে।" মনোমুগ্ধকর কবিতায় ভোট রইল।
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৬
প্রত্যুত্তরে অনেক ভালোবাসা জয়!
ভালো লাগেনি ১৮ সেপ্টেম্বর, ২০১৬
ভুঁইয়া মোঃ ফয়েজউল্লাহ মানিক একটি পঙক্তিতে আপনি বলেছেন'কুড়ি বছরের যাপিত জীবন'.......অসাধারণ আকুতি !!
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৬
প্রত্যুত্তরে অনেক ভালোবাসা মানিক!
ভালো লাগেনি ১৮ সেপ্টেম্বর, ২০১৬
কাজী জাহাঙ্গীর নজরুল লিখেছিলেন-'দিবসে দিয়েছে শক্তি সাহস নিশিতে হয়েছে বধু, পুরুষ এসেছে মরু তৃষা লয়ে নারী যুগিয়েছে মধু'- সেই নারী দুদোল্যমান হয়ে পরেছে , কুড়ি বছর দেহ দিয়েছে, মন/প্রেম দিয়ে সাথীকে ভোলাতে পারেনি, আজ চলছে আলকান্দার তীরে,বাহ নারী, কোথায় তোমার কন্যা জায়া জননী রুপ,এত যেন জীবন্ত স্টার প্লাস, ভালই লিখেছেন দিদি নেগেতিভ রোল নিয়ে, সমাজটা দিন দিন ধসে যাচ্ছে সে দিকেই,অনেক শুভ কামনা।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৬
কবিতা পুরো পড়োনি। নজরুলের এক কবিতা দিয়ে নারীকে বিচার করতে যাওয়া চরম বোকামী। নজরুলই লিখেছেন, জাগো নারী জাগো বহ্নিশিখা। পুরুষ মরু তৃষ্ণা নিয়ে আসবে, নারী মধু জোগাবে-----এখন নারী আগের মত মূর্খও নেই, বোকাও নেই। যাই হোক, স্টার প্লাস তুমি যে খুব দেখো তা বুঝা গেলো।
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৬
Rashed Chowdhury ভোট আর কি দিবো ৫ এর উপরে দেয়ার নেই তাই সেইটাই দিয়ে গেলাম ,শুভ কামনা রইলো ,আর আমার পাতায় আমন্ত্রণ রেখে গেলাম
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১৬
প্রত্যুত্তরে অনেক ভালোবাসা জাকির।
ভালো লাগেনি ১৮ সেপ্টেম্বর, ২০১৬
Rashed Chowdhury যেখানে প্রেমাঞ্জলির একচিলতে হাসি -সেখানে কেউবা পাশ কাটিয়ে চলে যাবে .....কিন্তু একথা সত্য, প্রেম অমর, খুব ভালো লেগেছে ,সত্যি বলছি আমার হৃদয়ের যতটুকু ভালোবাসা আছে সবটুকু দিয়ে শুধু এইটুকুই বলতে পারি " অসাধারণ "
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১৬
অনেক ভালোবাসা জাকির।
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৬
Jasim Ahmed শেষে মেয়েটি কি সিদ্ধান্ত নিলো? অলকানন্দার তীরে যাবে?
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১৬
দ্বিধায় পড়ে গেলো তো!
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৬
আতাউর রহমান আলিম Excellent Poem, Welcome.
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১৬
অনেক ধন্যবাদ ভাই আলিম।
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৬

১৯ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৬৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫