প্রথম দিনের কথা, কী এক ঘোরলাগা দৃষ্টিতে
আমার চোখ বরাবর তাকিয়েছিলে-
আমি কি মৃদু কেঁপে উঠেছিলাম
হয়তো হ্যাঁ হয়তো বা না!
কুড়ি বছরের যাপিত জীবনের সাথী
যে আমার দেহ নিয়ে উদ্দাম খেলা করেছে।
কখনও আমার চোখের দিকে তাকায়নি,
তাই বোধ হয় তোমার ঘোরলাগা দৃষ্টিতে
মৃদু কেঁপে উঠেছিলাম।
আরও একদিন, চোখে মুগ্ধতা কন্ঠে আকুলতা
বলেছিলে, “নীলাম্বরী শাড়িতে তুমি নিখাদ অপ্সরা্”!
সেদিন আর কেঁপে উঠিনি, তুলতুলে নরম আবেগে
গলে গেছিলাম!
কুড়ি বছরের যাপিত জীবন যার সাথে, যে কি না
তাকিয়ে দেখেনি আমার মোহময় সাজে সজ্জিত দেহবল্লরী।
সে শুধুই আমার দেহখানি নিয়ে উদ্দাম খেলা খেলেছে।
পুরুষের মুগ্ধতায় আমিতো আবেগে গলে নদী হবোয়া,
অস্ফুট স্বরে ফিসফিস সুরে বলেছিলাম, ‘তোমায় ভালোবাসি’!
হয়তো তুমি শুনতে পেয়েছিলে, হয়তো বা না।
তারপর সেদিন, মুঠোফোনে বার্তা পাঠালে,
“কুড়ি বছরের যাপিত জীবনের মায়া কাটিয়ে
চলে এসো অলকানন্দার তীরে, পরনে যেন থাকে
সেদিনের নীলাম্বরী শাড়ি, খোঁপায় চাই বেলফুলের মালা,
চোখ যেন আঁকা থাকে নীল মায়াকাজলের সরু টানে।
পায়ে নূপুর চাইই চাই, আলতা পরতেও পারো, নাও পারো
এটুকু তোমার স্বাধীনতা।
আমি তোমায় নিয়ে যাব স্বপ্নপুরে, অলকানন্দার তীর ঘেঁষে
স্বপ্নপুরের পথ। আমার হাত ধরতেও পারো,
দ্বিধা যদি থাকে তবে নাও ধরতে পারো!
আমি কিন্তু তোমার হাত ধরবো, শক্ত করে ধরবো
যেন হাত ফসকে ছুটে যেতে না পারো
কুড়ি বছরের যাপিত জীবনে।“
আজ সেইদিন, নীলাম্বরী পরেছি, চোখ নীল মায়াকাজলে এঁকেছি,
বেলফুলের মালা নিজ হাতে গেঁথেছি গত রাতে।
খোঁপা বাঁধা শেষ, মালা জড়াতে গিয়ে সূতো ছিঁড়ে গেলো
ছেঁড়া সূতোর প্রান্ত থেকে টুপ টুপ ঝরে পড়ছে ফুলগুলো!
এমনতো হওয়ার কথা ছিলনা,
পাশ দিয়ে যাচ্ছিল সে, কুড়ি বছরের যাপিত জীবনের সাথী,
যার সাথে চলেছে আমার দেহ দেহ খেলা। সে থমকালো,
নীচু হয়ে ফুলগুলো কুড়িয়ে আমার হাতে দিল
তবুও তাকালোনা আমার মায়াকাজল টানা চোখের দিকে
তাকালোনা আমার অপরূপ সাজশৈলীর দিকে
স্পষ্ট স্বরে বলল, “কোথাও কি বেরোচ্ছো, একা যাচ্ছো,
হারিয়ে যাবে না তো”!
১৯ জানুয়ারী - ২০১২
গল্প/কবিতা:
৬৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪