তুমি আসবে বলে

বাবা (জুন ২০১২)

জালাল উদ্দিন মুহম্মদ
  • ৬৫
বিজয় রথে চড়ে তুমি আসবে বলে
আমি রোজ রোজ চেয়ে থাকি সুদূরে
সাজাই স্বপ্ন-সিঁড়ি বার বার
হে দীপ্যমান পুরুষ ...
যুদ্ধের দামামা, কাড়ানাকাড়ার শব্দ থেমে গেল
লেজ গুটাল শেয়াল, শকুন, হায়েনারা ;
বিজয় মিছিলে তোমাকে কত যে খুঁজেছি
নূর চাঁন, করীম শেখ, বসুনাথ আমাকে
বুকে নিয়ে আদর করলো,
তোর বাবা আসবে কণক
হঠাৎ একদিন তোকে চমকে দিয়ে আসবে ...
আমি দেখি মিছিলের অগ্নিঝরা মুখ
শপথ-রাঙা হাজারো দেদীপ্যমান মুখ
চোখে মুখে কী যে অমিত তেজ!
দূর থেকে দেখা যায়,
ঐ তো বাবা আসছে -
রাইফেল উঁচিয়ে শ্লোগান দিচ্ছে, ‘জয় বাংলা’...
হেঁটে যাই জোড় কদম অথচ
হাওয়ায় মিলিয়ে গেলে নিমেষে ।
বাবা, তুমি কবে আসবে?

যখন হাওয়ার গাড়িতে চড়ে সুখেরা আসে
তুমি নেই পাশে ...
সেবার এসএসসিতে বোর্ড সেরা হলাম
মা বললেন, তোর বাবা থাকলে সত্যি
লাফ দিতো আকাশে ;
সিভিল সার্ভিস পরীক্ষায় যেদিন ভাল করলাম,
মা বললেন, তুই চাকরি করবি খোকা?
তোর বাবা বলতেন, “তোমার ছেলে খেটে-খাওয়া মানুষের জন্য
কাজ তৈরী করবে,
তাঁদের শিখাবে জাগরণের গান।’’

তুমি দেখে যাও বাবা, তোমার ছেলে আজ
পাড়ায় পাড়ায় স্কুল খুলেছে-
ফুল, পাখি, প্রজাপতি উড়ে সেথা
পৃথিবীর পথে।
বাবা, এখনো ভেতো বাঙালিরা হা-ভাতে
নুন আনতে পান্তা ফুরোয়
সেকালের সিনেমার কিউর মতো
লাইনে দাঁড়ায় শ্রমবাজারে - আর
শ্রম ও ঘামের সোনার ফসল বিকোয় শাদা শেয়ালে;
চামচিকারা হুমড়ি খায় বিশ্বায়নের দেয়ালে ......
তুমি একবার এসো বাবা, দেখে যাও
আমরা স্বপ্ন দেখি কার চোখে?

কাটিলজেন্স চুষতে চুষতে তোমার হাত ধরে বাড়ি ফেরা আর
লাল শাড়িতে মায়ের মোহিনী হাসি
আজ শুধু স্মৃতিসুখ;
তুমি আসবে বলে
চল্লিশটি বছর ধরে তুমার পথপানে চেয়ে আছি -
আর কতকাল গুণতে হবে অপেক্ষার প্রহর?
বাবা, তুমি একটিবার ফিরে এসো
ফিরে এসো...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খোন্দকার শাহিদুল হক কবিতাটা আজ আবার পড়লাম। বার বার পড়তে ইচ্ছে হয়। শুভেচ্ছা সতত।
সানাউল্লাহ নাদের "বাবা তুমি একটিবার ফিরে এসো"। বাবা আজ স্মৃতিতে, হয়তো তাঁর আর ফেরার সুযোগ নেই। তাঁকেই স্মরণ করিয়ে আপনার আমার কাছে সন্তানদের প্রত্যাশাকেও জাগ্রত করেছেন। সার্থক ! আরো প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ।
রুহুল আমীন রাজু এক কথায় খুব ভালো একটি কবিতা পড়লাম....ধন্যবাদ .আমার লেখা 'আলোয় অন্ধকার 'গল্পটি পড়ার আমন্ত্রণ রইলো .
সালেহ মাহমুদ UNION ALL SELECT NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL# খুব আবেগ দিয়ে লেখা আপনার লেখাটি ভালো লাগলো জালাল ভাই। ধন্যবাদ আপনাকে।
রনীল N/A UNION ALL SELECT NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL# নূর চাঁন, করীম শেখ, বসুনাথ- এই চরিত্রগুলোর উৎস কোথায়? এগুলো কি রিয়েল ক্যারেকটার! সুন্দর কবিতা তবে মৃন্ময় ভাইয়ের সাথে সহমত পোষণ করছি।
রোদের ছায়া বেশ ভালো কবিতা .........।।আপনার কাছে আরও অনেক বেশি চাওয়ার আছে কিন্তু ......। শুভকামনা থাকলো ।
মৃন্ময় মিজান আবেগের প্রাবল্য আছে কবিতার উপাদান তাতে কিছুটা ম্লান হয়ে গেছে যেন। শুভ কামনা রইল কবির প্রতি।
বলা হয়, বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। সেইসাথে কবির আবেগটুকুও কি যাবে? আর বাবা মানেই আমার কাছে প্রচণ্ড আবেগের ব্যাপার। যার বাবা যুদ্ধ শেষে ফিরে আসেনি শুধু সেই এ আবেগের মানেটা বুঝবে। আর আমি চেয়েছি ভালবাসার আবেগটুকু পাঠকের মাঝে ছড়িয়ে দিতে।এতে যদি কবিতা ম্লান হয়, আধুনিকতা হারায়- ক্ষতি কি? আমিতো মাত্র শিক্ষানবীস - এরকম সুন্দর পরামর্শ ও উৎসাহ পেলে ধীরে ধীরে স্থবিরতা কিছুটা কাটবে হয়তো --। ধন্যবাদ কৃতজ্ঞতা ও শুভকামনা মৃম্ময় মিজান ভাই।

১৬ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী