জেগে উঠো প্রসুপ্ত

মুক্তির চেতনা (মার্চ ২০১২)

জালাল উদ্দিন মুহম্মদ
  • ৪৬
  • ৮১
আজি চৈত্রের দুপুর চেতনার গাং শুকিয়ে চৌচির
কোথায় কৈবর্ত, নূরআলদীন, মজনুশাহ ফকির?
আজও কোরা মারে চেঙ্গিসের নব্য উম্মত!
নির্বিচার ক্রসফায়ারে ঢলে প্রতিবাদী যুবা
নেতা আর হাতার দৌরাত্ম্য কাঁপে জমিন ।
রাজপথে উলঙ্গ নৃত্য চলে, চলে বেশ্যার বেসাতী
বানর ভাগ করে বেড়ালের পিঠা, আর তস্য
নীলকররা জনসেবা কোম্পানি খুলে শেয়ারের ফাঁদে।
শাদা শিয়াল বিলায় আলো চোরা-বিদ্যুতের তারে।
কোথায় সিধু, কানু সাঁওতাল?
কোথায় তিতুমীর, সূর্যসেন, টগবগে বাঙাল!
ঋণের টাকায় শখ কিনি বিশ্বায়নের বাজারে
ডিজিটে গুতু দিলে নীলছবি উঁকি মারে
কিশোর-যুবা কিনে এইডসের বীজ!
কোথায় প্রীতিলতা, ক্ষুদিরাম! কোথা নজরুল?
সাধুর মুখোশে ভুতুম হাসে আজ
কবিরাও চাটে পায়
উন্নয়নের গান গায়
জোয়ারে ভেসে যায় দেবীর প্রসাদ আশায়!
কোথা মার্চ চিরঞ্জীব! কোথা শেখ মুজিব?
এসো, এসো আজিকার যীশু, হাতেম, জগাই
এসো, প্রসুপ্তের নাকে চেতনার গন্ধ বিলাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Arup Kumar Barua জালাল ভাই অসাধারন লিখেছেন | অনেক সুভকামনা |
নিরব নিশাচর ব্যাঙ্গাত্বক কবিতা, তবে নির্দিষ্ট কোনো ঢং পেলাম না কবিতায়... কবিতার প্লটিং নিয়ে আরেকটু ভাবা যেত মনে হয়... শব্দের ব্যবহার চোখে পড়ল, উপমাও ভালো ছিল...
মনির মুকুল অসম্ভব সুন্দর কিছু চরণ আছে লেখাটির মধ্যে। গভীর উপলব্ধির চমৎকার উপস্থাপন।
অনেক সুন্দর মন্তব্য। উৎসাহ অনুভব করছি। ধন্যবাদ ও শুভকামনা ভাই মনির মুকুল।
মিলন সরকার বেশ ভাল। ধন্যবাদ।
ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাই মিলন সরকার।
খোরশেদুল আলম নেতা আর হাতার দৌরাত্ম্য কাঁপে জমিন । রাজপথে উলঙ্গ নৃত্য চলে, চলে বেশ্যার বেসাতী বানর ভাগ করে বেড়ালের পিঠা,// বর্তমান সময়ের বাস্তব চিত্র তুলে ধরেছেন কবিতায়। অসাধারণ কবিতার সঠিক মূল্যায়ন কি হবে? শুভ কামনা কবিকে।
কেমন আছেন খোরশেদুল আলম ভাই? পাঠকের অনুভূতিতেই আমি খুশী। ধন্যবাদ , কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন ।
শেখ একেএম জাকারিয়া খুব ভাললাগল ভাই আপনার কবিতাটি শুভকামনা।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ভাই শেখ এ কে এম জাকারিয়া। শুভকামনা অহরনিশ।
শিশির সিক্ত পল্লব সাধুর মুখোশে ভুতুম হাসে আজ কবিরাও চাটে পায় উন্নয়নের গান গায় জোয়ারে ভেসে যায় দেবীর প্রসাদ আশায়! কোথা মার্চ চিরঞ্জীব! কোথা শেখ মুজিব?............অসাধারণ ভাই
ধন্যবাদ ও কৃতজ্ঞতা শিশির সিক্ত পল্লব। ভালো থাকুন সবসময়।
সিয়াম সোহানূর আজি চৈত্রের দুপুর চেতনার গাং শুকিয়ে চৌচির কোথায় কৈবর্ত, নূরআলদীন, মজনুশাহ ফকির? আজও কোরা মারে চেঙ্গিসের নব্য উম্মত! নির্বিচার ক্রসফায়ারে ঢলে প্রতিবাদী যুবা । ভাল লাগলো ।শুভকামনা রইলো।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা সিয়াম সোহানূর। শুভকামনা সতত।
এস, এম, ইমদাদুল ইসলাম প্রত্যেকটা চরনের ঢেউ ঠিক যেন নজরুল ইসলামের বিদ্রোহীর মত শিহোরণ জাগিয়ে দোলা দিচ্ছিল । হঠাৎ যেন ঢেউ এসে আছড়ে পড়ল আমার বুকের কিনারে । মনে হয় আরো অনেক বড় ঢেউ অপেক্ষা করছিল। কিন্তু কবিতা শেষ হয়ে সে ঢেউ বন্ধ হয়ে গেল। কবি, আপনার কলম অন্যায়ের বিরুদ্ধে এভাবে গর্জে উঠুকু- আজনম। আপনাকে সালাম ।শত-কোটি সালাম
প্রশংসা একটু বেশী হয়ে গেল ইমদাদুল ইসলাম ভাই। কৃতজ্ঞতা ও শুভকামনা অহর্নিশ।
পারভেজ রূপক বেশ ভাল লিখেছেন জালালুদ্দিন ভাই।
ধন্যবাদ ভাই পারভেজ রূপক। ভালো লেগেছে জেনে ভালো লাগছে। শুভকামনা নিরন্তর।

১৬ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪