তুমি আসবে বলে তাই স্বপ্ন একে যাই ভালোবাসবে বলে আজ পাখিরাও গান গেয়ে যায়, তুমি পাসে বসবে বলে তাই ফুলেরাও সুভাষ বিলিয়ে যায় আর তোমার ওই কালো কেশ দেখে মেঘেরাও লজ্জায় পালিয়ে যায়, তুমি আসবে বলে তাই সমস্ত প্রেমিকের দোল স্লোগানে মিছিলে আসে আমার আঙ্গিনায় তারা এক নজর দেখবে তোমায় সেই আশায়, তুমি আসবে বলে তাই লাল পরি,নিল পরি,সব পরীরা অবাক হয়ে যায় তারা বলে তোমার রূপের একি জাদু হায় পরীদের রূপও তোমার রুপের কাছে হার মেনে যায়, তুমি আসবে বলে ভালোবাসবে বলে আমার এই দূটি হাত বাড়িয়ে দিলাম তাই...?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য
তুমি আসবে বলে তাই/আমি স্বপ্ন দেখে যাই/ আর একটা করে দিন চলে যায়// সুদিন আসবে বলে ওরা/আগুন জ্বালায়/ আর হাজার হাজার মানুষ মরে যায়// দেখবে বলে আকাশটাকে/মাথা উচু করে/শুধুই নোংরা কালো ধোয়া দেখে যায়// কাছে আসবে বলে /অন্ধকারে হাতরে মরে ওরা/ তবুও শরীর দুটো থাকে আলাদা// আমার মনটা তবু /আশা করে যায়/ এই মনটা তবু ভালবাসতে চায়/এই মন আশা করে যায়//................. অঞ্জন দত্তের এই গানের সুরে তোমার কবিতাটা অনায়াসে সুর করা যাবে। সুন্দর অনুভুতির সুন্দর কথা মালা তবে এখানে তুমি বলতে কিন্তু ভাষা খুজে পাইনি তারচেয়ে নারী চরিত্র বেশি মনে হয়েছে................ ☼
খন্দকার আনিসুর রহমান জ্যোতি
পরীদের রূপও তোমার রুপের কাছে হার মেনে যায়,
তুমি আসবে বলে ভালোবাসবে বলে আমার
এই দূটি হাত বাড়িয়ে দিলাম তাই...? // kobita valo laglo..........taito vabalen dekhchchi.........
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।