বন্ধু

বন্ধু (জুলাই ২০১১)

Mohammed Raihan Chowdhury
  • ৩১
  • 0
  • ১০৬
এ যেন এক অদ্ভুত আকর্ষণ, অন্য রকম এক অনুভূতি
সকল জাগতীক চাওয়া পাওয়ার উর্দ্ধে যেন এর অবস্থান
কিছুটা শান্তির পরশ আর এক প্রাণবন্ত উচ্ছ্বাস
এ আর অন্য কিছু নয় মরুর বুকে যেন এক পসলা বৃষ্টি

শূণ্য আকাশের বুকে যেন কিছু তাঁরার আবির্ভাব
মুক্ত বিহঙ্গে ছুটে চলা এক ঝাঁক পাখি
টিনের চালে অনবরত সূর সৃষ্টি করা প্রবল বর্ষণ
সবকিছু ছাপিয়ে এ যেন এক অভূতপূর্ব অভিপ্রায়

কোন বন্ধনেই যেন বাঁধা নেই তবু অদৃশ্য এক বাঁধন
একি কেবলি ভাল লাগা নাকি কোন স্বপ্ন লালন
হারানোর কোন ভয় নেই কেবলি প্রাপ্তির সুমহান বার্তা
অনেক কষ্টের মাঝেও যেন শান্তির আশ্রয়স্থল

কিছু মান, কিছু অভিমান,
পাওয়া আর না পাওয়ার এক অদ্ভুত সমন্বয়
ভাবনার পথে এ যেন রঙিন স্বপ্নের আবির্ভাব
ক্লান্তির পথে যেন শান্তির পরশ

ঝড়ের মাঝে আমার তরীর বৈঠা ধর, হে তুমি
তাই তো আজও সস্থির নিশ্বাস ফেলি অনায়াসে
ক্ষরার বুকে বৃষ্টি, শীতকালে সবুজের আমেজ
আর পড়ন্ত বেলায় ধরা দাও রৌদ্রজ্জ্বল দিন হয়ে

নিঃস্বঙ্গতার মাঝে তোমার উপস্থিতি আর অভূতপূর্ব আকাঙ্খা
নির্মল শান্তির খোঁজে এ যেন এক সুপ্ত বাসনা
কোন কিছুই চাইনা, আবার চাই সবকিছুই
এ যেন মনের কোণের লুকিয়ে থাকা সুপ্ত বাসনার উন্মেষ

মনের শক্তির তীব্র টান আর উচ্ছলতার প্রয়াস
শান্তির খোঁজেই যেন দিকবিদিক হন্য হয়ে ছুটে চলা
তই তো বুঝি না মান আর অভিমান
কেবলি গাইতে চাই মোরা শান্তির জয়গান

অনন্তের পথেও যাত্রা আমায় ভীত করে না
যদি কেবল হাতখানি ধর শক্ত করে
বসন্তের সৌরভ ছড়িয়ে আমার অঙিনায় তোমার পদচিহ্ন
শিশির ভেজা কোন ভোরের নির্মলতার পরশ

বন্ধু যে ভাবেই বলি না তোমায় তুমি সর্বাগ্রে বুঝ আমায়
দেখে বুঝ, না দেখেও বুঝ, বুঝ সুক্ষ্ উপলব্ধি থেকে
দুঃখ কেবলি থাক না আমার, তোমাকে চাই ভাললাগার সন্ধিক্ষণে
সবকিছু ছাপিয়ে বলিতে চাহি শুধ, ভালবাসি বন্ধু তোমায়
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিন আরফান. বন্ধুরা, চট্টগ্রামের প্রথম বন্ধুসভা করতে চাচ্ছি - ১৬/০৯/২০১১, ডি সি হিল , নন্দনকানন, চট্টগ্রাম... আসতে ইচ্ছুক্গন প্লিজ অন্তত্ব তিন দিন আগে জানাবেন... ০১৭১০৪৬৮৮৭৪ (nirob) এবং ০১৮১৪৮৩৩০৮০ (আজহা সুলতান)
খন্দকার নাহিদ হোসেন এতো কম মানুষ কেন আপনার কবিতাটি পড়লো তা তো বুঝলাম না। খুব ভালো একটা কবিতা। পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছি। আর আমি ৫ দিলাম।
ফরহাদ মাহমুদ বন্ধু ভালো....!!
মোঃ মিজানুর রহমান তুহিন ভালো লিখেছেন কবিতাটি..............।
সূর্য চৌধুরী, কবিতা ভাল হয়েছে। (বিরাম/যতি চিহ্ন প্রায়ই নাই এবং কিছু বানান ভুল, দুর্বলতা।)
মিজানুর রহমান রানা কিছু মান, কিছু অভিমান, পাওয়া আর না পাওয়ার এক অদ্ভুত সমন্বয় ভাবনার পথে এ যেন রঙিন স্বপ্নের আবির্ভাব ক্লান্তির পথে যেন শান্তির পরশ------------apurbo সুন্দর ---
তানভীর আহমেদ ভালো হয়েছে খুব। খুব ভালো। শুধু বানানের প্রতি যত্নশীল হওয়াটাই কাম্য। জাগতীক=জাগতিক, উর্দ্ধে=উর্ধ্বে, পসলা=পশলা, সূর=সুর, সস্থির=স্বস্তির, আকাঙ্খা=আকাঙ্ক্ষা, দিকবিদিক=দিগ্বিদিক, সুক্ষ্=সুক্ষ্ম।
আবু ওয়াফা মোঃ মুফতি ভালো লাগলো ভালবাসা |
সামিয়া জাহান অনেক অনেক ভালো লাগলো

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫