এসো কবিতা লিখি- শব্দে শব্দে সাজাই মনের পর্ণ কুটির। বাক্য বানে ভেসে যাই স্বপ্নের সেই দেশে যেখানে মুঠো মুঠো ভাললাগা আর ভালবাসা একই উঠোনে নিবিড় আলিঙ্গনে করে খেলা। এসো সেই কবিতা লিখি- যে কবিতায় মানবতার কথা উচ্চারিত হয় প্রতি পংক্তিতে যে কবিতায় মুমূর্ষ রোগী বেঁচে ওঠে পরম আত্মবিশ্বাসে যে কবিতায় অভাব অনটন আর দারিদ্রের গ্লানি থেকে মুক্তি পায় দেশের অগণিত মানুষ। এসো সেই কবিতাই লিখি- যে কবিতায় সন্ত্রাসীর অস্ত্র হয়ে ওঠে শাণিত কলম যে কলমে শোষকের বুকে এেঁকে দেয় আজন্ম ক্ষতচিন্হ। যে কবিতায় রাজনীতির বিষাক্ত ফণা হয়ে ওঠে রজনীগন্ধা যে কবিতায় এসিডদগ্ধ নারীর মুখ হয়ে হয়ে ফুটন্ত গোলাপ যে কবিতায় সিডোর, সুনামী আর প্রলয়ঙ্কারী জলোচ্ছাসেও থাকে বেঁচে থাকার তীব্র আকুতি। এসো আজ সেই কবিতাই লিখি- যে কবিতায় আমার মা প্রাণ খুলে হাসে যে কবিতায় বাবা তার শক্ত মুঠিতে আমাকে হাত ধরে পথ চলতে শেখায় যে কবিতায় পথের ভিক্ষুক দারিদ্র বিমোচনে মানববন্ধন গড়ে তোলে যে কবিতায় শত প্রবঞ্চনা আর অবিশ্বাস শুকনো ফুলের মতো ঝরে যায় যে কবিতায় সুন্দর এক প্রজন্মের কথা বলে যে কবিতায় আমার নিজের অস্তিত্ব খুঁজে পাই যে কবিতায় আমার আত্মা পরিশুদ্ধ হয় এসো আজ সেই কবিতাই লিখি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
প্রজাপতি মন
যে কবিতায় সুন্দর এক প্রজন্মের কথা বলে
যে কবিতায় আমার নিজের অস্তিত্ব খুঁজে পাই
যে কবিতায় আমার আত্মা পরিশুদ্ধ হয়
এসো আজ সেই কবিতাই লিখি।
চমত্কার কবিতা, সাধ্য থাকলে আমিও এমন কবিতা লিখতাম.
তানভীর আহমেদ
আপনার লেখার হাত খুব পোক্ত এবং দক্ষতায় ভরা দাদা। অধমের যোগ্যতা নেই আলোচনা-সমালোচনা করার। খুব ভালো লাগল। আপনি যদি আমার মতো নবীণের লেখাগুলো পড়তেন, তাহলে আমরা খুব খুশি হতাম। শুভকামনা দাদা।
এস, এম, ফজলুল হাসান
যেখানে মুঠো মুঠো ভাললাগা আর ভালবাসা
একই উঠোনে নিবিড় আলিঙ্গনে করে খেলা।
এসো সেই কবিতা লিখি- ভালো লাগার মত একটি কবিতা | ধন্যবাদ আপনাকে |
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।