স্বপ্ন পোড়া গন্ধ

দেশপ্রেম (ডিসেম্বর ২০১১)

বীরেন মুখার্জী
  • ২২
  • 0
  • ৬৮
স্বপ্ন থেকে সম্ভাবনার পথে জড়ো করি_ সহস্র শিহরণ
জল ছুঁয়ে ভেঙে ফেলি লাজুক ঢেউয়ের অধিকার;
ঘাসের হরফ থেকে দু'এক পঙ্ক্তি পুষ্পিত সময়
সঞ্চয় করি আলোকিত মেঘের উঠোনে;
দেখি, তুমিও মায়াহরিণী এক
সূর্যাসত্দ আড়াল করে হেসে পালাও
ব্যসত্দ নগরীর কলেস্ন্লালিত আয়নায়!

নিদ্রাকালের সত্দব্ধতা ভেঙে ফেলে বহুবর্ণ রাত
হাসি-কান্নার পলস্ন্লবিত স্বর ছুঁয়ে মিশে যায় সবুজ অভিমানে
স্পর্শের নির্জন কোল থেকে বিবেকের শিরোপা
ঢুকে পড়ে জ্যোৎস্নার অরণ্যে,
বহুবার আমি শূন্য থেকে খসে পড়া পালকের
গুঞ্জরিত ডানায় উড়ে উড়ে রক্তফুলের বৃনত্দ চিনেছি বেশ;
নীল মাছির বিষাক্ত কামড়ে
খুলে দিয়েছি উদাসীন বুক!

কেউ দেখেনি জলের নহর থেকে বাণিজ্যের ঘাটে
ভেসে গেছে কত অৰম হাহাকার
লাজুক নিঃশ্বাস দীৰা নিয়েছে ফুলের পাঠশালায়
আর বুকের সেতারে অহর্নিশ বেজে গেছে
কোমল-গান্ধার, বিমূর্ত সংগীত

সম্ভাবনার ছেঁড়া পাতায় আমি এখন, স্বপ্ন পোড়া গন্ধ পাই
মানমন্দিরের শ্বেত দরজায় স্বপ্নদলিত মৌনতা দেখি
মনে হয়, পরিত্যক্ত খনি থেকে উঠে আসা চন্দ্রবোড়া সাপ
শুয়ে আছি কার্তিকের নগ্ন মাঠে_ বিমূঢ়, বিস্ময়!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
পাঁচ হাজার অসাধারণ একটা কবিতা.....................
রোদের ছায়া নিঃসন্দেহে সুন্দর কবিতা, শব্দের ব্যবহার চমত্কার. কিন্তু কয়েক বার পড়েও এবারের বিষয় কবিতায় আছে কিনা বুঝলাম না ......
প্রজাপতি মন সম্ভাবনার ছেঁড়া পাতায় আমি এখন, স্বপ্ন পোড়া গন্ধ পাই মানমন্দিরের শ্বেত দরজায় স্বপ্নদলিত মৌনতা দেখি মনে হয়, পরিত্যক্ত খনি থেকে উঠে আসা চন্দ্রবোড়া সাপ শুয়ে আছি কার্তিকের নগ্ন মাঠে_ বিমূঢ়, বিস্ময়! সুন্দর কবিতা। কিন্তু বানানের ভুল না ফরম্যাট ভুল কি বলব? জ্বালিয়েছে অনেক।
ম্যারিনা নাসরিন সীমা চমৎকার কবিতা । ভাষা , তার ব্যবহার সব কিছুই ভাল লাগলো । আশা করি সামনে আরও ভাল ভাল লেখা পাব । সবার লেখায় আপনার মতামত ও চাই । শুভকামনা ।
সূর্য সহজাত, চমৎকার সব উপমায় সমৃদ্ধ- সুন্দর কবিতা। অনেক অনেক ভাল একটা কবিতা পড়লাম।
নিলাঞ্জনা নীল বাহ! দারুন তো !
মুহাম্মাদ মিজানুর রহমান সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই কবিতাটি পড়ার........এত সুন্দর একটা কবিতা, অথচ এক প্রকার অবহেলায় পড়ে আছে.......
M.A.HALIM বেশ সুন্দর ভালো লাগলো। বন্ধুর জন্য শুভ কামনা রইলো।
ওয়াছিম পছন্দের তালিকায় নিলাম, আর......... ভালো লাগলো কবিতাটি খুব খুব বেশি।
সাজিদ খান বহুবার আমি শূন্য থেকে খসে পড়া পালকের/// গুঞ্জরিত ডানায় উড়ে উড়ে রক্তফুলের বৃনত্দ চিনেছি বেশ;// নীল মাছির বিষাক্ত কামড়ে// খুলে দিয়েছি উদাসীন বুক!//কারো স্বপ্নের অপমৃত্যু না হলে এ রকম আবেগময় কবিতা লেখা সম্ভব নয়।আপনার স্বপ্ন পোড়া কে স্বাগতম...জয় হোক কবি ও কবিতার.......

০৫ নভেম্বর - ২০১১ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪