তুমি, তিনি, তারা এবং আমি

বৈরিতা (জুন ২০১৫)

এস, এম, ইমদাদুল ইসলাম
  • ৭৩
১.
তবুও আমি বিক্ষুব্ধ
কারণ, আমিই স্বঘোষিত সর্বময় কর্তত্ব !
তোমাদের তা মানতে হবে ।
তথাপি আমি বিক্ষুব্ধ
কারণ, তুমি আমার কন্ঠে কন্ঠ মিলিয়ে
কোরাস সংগীত গাইছ না।
এবং তারপরও আমি বিক্ষুব্ধ
কারণ, আমি বলছি ব্যাং, তুমি বলছ সাপ !
এখনও আমি বিক্ষুব্ধ
কারণ, আমার ভেতরের প্রতিহিংসার জ্বালা
তুমি নিভিয়ে দিতে চাইছ !

২.
এবং আমিও বিক্ষুব্ধ
কারণ, আমি বলছি আমিই আপোষহীন !
তুমি তা মানছ না।
তথাপি আমি বিক্ষুব্ধ
কারণ, যা করেছি ঠিক করেছি
তোমরা সঠিক বলছ না।
আমি আরো বিক্ষুব্ধ
কারণ, ছিনিয়ে নেয়া মৌচাক
কেবলই আমার জন্য,
আর কারো হতে পারে না।

৩.
আমরা বিক্ষুব্ধ
কারণ, সিন্ডিকেশনের এ ভরা মৌচাকটা
তুমি ভেংগে দিতে চাইছ ।
আমরা ভয়ানকভাবে বিক্ষুব্ধ
কারণ, জনস্বার্থেই কৃত-ঋণ হজমে বাঁধা দিতে চাইছ
আমরা তবুও বিক্ষুব্ধ
কারণ, কোম্পানী(?)মার্কেট ঢুকবে
অথচ তুমি তার একাউন্টস চ্যালেঞ্জ করছ ?
আমরা ভিষণ বিক্ষুব্ধ
কারণ, ব্যবহৃত বিদ্যুতের লুকায়িত মূল্য
প্রকাশ করতে তুমি চোখ মেলেছ !
আমরা তবুও ভিষণ বিক্ষুব্ধ
কারণ, হিসেবের লুকোন খাতা
তুমি প্রকাশ করতে চাইছ !


৪.
আমি বিক্ষুব্ধ
কারণ, আমার চরিত্র যচ্ছেতাই থাকুক
আমার পাক-পবিত্র নেতা চাই
আমি তথাপি বিক্ষুব্ধ
তুমি অনৈতিক হালে বসে আমায় নীতির কথা শোনাও ?
আমি বিক্ষুব্ধ
কারণ, আমার সন্তান গোল্ডেন(?) সনদ পায়-
তোমার অন্তর জ্বলে কাতরতায়
আমি ভিষণভাবে বিক্ষুব্ধ
কারণ আমিও থাকতে চাই হিসেবের খাতার বাইরে
তুমি কেবল আমাকে জালে আটকাতে চাও ।
হ্যা, আমিও খুব বিক্ষুব্ধ
কারণ আমিও হতে চাই ভয়ানক স্বার্থপর
তুমি আমাকে বাঁধ সাধছ ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সোহানুজ্জামান মেহরান বেশ ভালো লিখেছেন,আপনার হাত খুব মজবুত এটা কবিতা পড়লে বোঝা যায়।
আমার উঠোনে বেড়ানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি আমি আরো বিক্ষুব্ধ কারণ, ছিনিয়ে নেয়া মৌচাক কেবলই আমার জন্য, আর কারো হতে পারে না। .........// বিক্ষুব্ধ কবির ধারণা প্রসূত হয়ে আমিও বিক্ষুব্ধ নাহয়ে পারলাম না ...... দারুণ কবিতা ......খুব বলিষ্ঠ বক্তব্য ......
এমএআর শায়েল কর্তত্ব-কর্তৃত্ব হবে, ব্যাং-ব্যাঙ হবে, ভিষণ-ভীষণ বানানগুলোর প্রতি লক্ষ্য রাখবেন। সব মিলিয়ে ভাল হয়েছে।
জুন খুব ভালো লাগলো।আর শিরোনামটা বেশ.. ভালো লাগা সাথে শুভ কামনা রেখে গেলাম।
আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
গোবিন্দ বীন কারণ, আমার চরিত্র যচ্ছেতাই থাকুক আমার পাক-পবিত্র নেতা চাই আমি তথাপি বিক্ষুব্ধ তুমি অনৈতিক হালে বসে আমায় নীতির কথা শোনাও ? ভাল লাগল পাতায় আমন্ত্রন রইল।
ধন্যবাদ । সময় পেলে বেড়াতে যাব বৈ কি ।
ফয়সল সৈয়দ কবিতাটি ভাল লেগেছে শুধু শিরোনাম আমার কিছু কথা বলার ছিল ।
কি বলার ছিল, ভাই বলুন প্লীজ । বাধীত হব । আপনাকে ধন্যবাদ ।

২৯ অক্টোবর - ২০১১ গল্প/কবিতা: ৪৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫